বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ পেয়েছে দেবশ্রী অন্তরার সঙ্গে হাবিব ওয়াহিদের বছরের প্রথম গান ‘মন বোঝে না’। অমিতা কর্মকারের লেখায় গানটির সংগীত আয়োজন ও সংগীত প্রযোজনা করেছেন হাবিব ওয়াহিদ। গানটি হাবিবের ইউটিউব চ্যানেলে মুক্তির পর থেকে প্রশংসা কুড়াচ্ছে।
গানটি নিয়ে দেবশ্রী অন্তরা বলেন, ‘অনেক বছর ধরে ইন্টারেস্ট ছিল হাবিব ওয়াহিদের সঙ্গে কাজ করার। কারণ উনি বাংলাদেশের একজন টপ আর্টিস্ট। ওনার সঙ্গে গত বছর আমার একটি গান করা হয়। যদিও আমাদের প্রথম গানটি এক্সপেরিমেন্টাল ট্র্যাক ছিল। আর নতুন গানে উনি আমার ডিফারেন্ট একটা ট্র্যাকচারের ভয়েস ইন্ট্রিডিউজ করছেন। আমার ভয়েসে যে এমন গানও সুন্দর লাগতে পারে সেটা উনি ডিসকাভার করেছেন। উনি যেভাবে বলেছেন, আমি সেভাবে গাওয়ার চেষ্টা করেছি।’
‘মন বোঝে না’ গানটি নিয়ে হাবিব ওয়াহিদ বলেন, ‘আমার চ্যানেলে গত ২ বছরের ধারাবাহিকতায় নিয়মিতই নতুন গান আসছে। এই গানটি তারই অংশ। গানটি গত বছরে শেষ করা হলেও নতুন বছরে যেহেতু মুক্তি পেয়েছে, তাই এটাকে আমরা নতুন বছরের গান বলছি। আর এই গানের মুডটা আমার অন্য গানগুলো থেকে আলাদা।’
দেবশ্রী অন্তরার সঙ্গে এটি হাবিবের দ্বিতীয় গান। এর আগে অন্তরাকে নিয়ে হাবিব গেয়েছিলেন ‘প্রেমে পড়া মন’ শিরোনামের গান। অন্তরাকে নিয়ে নতুন গান করা প্রসঙ্গে হাবিব বলেন, ‘যেকোনো কণ্ঠশিল্পীকে বোঝার জন্য আমার কাছে প্রথম কাজটা গুরুত্বপূর্ণ। কারণ এতে করে তার ভয়েস নিয়ে আমি প্রপার ইমাজিনেশন করতে পারি। প্রতিটি মানুষের কণ্ঠেই ডিফারেন্ট ও ইউনিক ব্যাপার থাকে। একজন সুরকার ও কম্পোজার হিসেবে আমি সব সময় সেই ভিন্নতাটাকে খোঁজার চেষ্টা করি। দেবশ্রী অন্তরার ভয়েস আমার কাছে বেশ আলাদা মনে হয়েছে। সাম্প্রতিক সময়ে বলিউডে জনপ্রিয়তা পাওয়া শিল্পা রাওয়ের ভয়েসের গঠন যেমন একটু ডিফারেন্ট, আমার কাছে দেবশ্রীর কণ্ঠটা ঠিক তেমন মনে হয়েছে।’
প্রকাশ পেয়েছে দেবশ্রী অন্তরার সঙ্গে হাবিব ওয়াহিদের বছরের প্রথম গান ‘মন বোঝে না’। অমিতা কর্মকারের লেখায় গানটির সংগীত আয়োজন ও সংগীত প্রযোজনা করেছেন হাবিব ওয়াহিদ। গানটি হাবিবের ইউটিউব চ্যানেলে মুক্তির পর থেকে প্রশংসা কুড়াচ্ছে।
গানটি নিয়ে দেবশ্রী অন্তরা বলেন, ‘অনেক বছর ধরে ইন্টারেস্ট ছিল হাবিব ওয়াহিদের সঙ্গে কাজ করার। কারণ উনি বাংলাদেশের একজন টপ আর্টিস্ট। ওনার সঙ্গে গত বছর আমার একটি গান করা হয়। যদিও আমাদের প্রথম গানটি এক্সপেরিমেন্টাল ট্র্যাক ছিল। আর নতুন গানে উনি আমার ডিফারেন্ট একটা ট্র্যাকচারের ভয়েস ইন্ট্রিডিউজ করছেন। আমার ভয়েসে যে এমন গানও সুন্দর লাগতে পারে সেটা উনি ডিসকাভার করেছেন। উনি যেভাবে বলেছেন, আমি সেভাবে গাওয়ার চেষ্টা করেছি।’
‘মন বোঝে না’ গানটি নিয়ে হাবিব ওয়াহিদ বলেন, ‘আমার চ্যানেলে গত ২ বছরের ধারাবাহিকতায় নিয়মিতই নতুন গান আসছে। এই গানটি তারই অংশ। গানটি গত বছরে শেষ করা হলেও নতুন বছরে যেহেতু মুক্তি পেয়েছে, তাই এটাকে আমরা নতুন বছরের গান বলছি। আর এই গানের মুডটা আমার অন্য গানগুলো থেকে আলাদা।’
দেবশ্রী অন্তরার সঙ্গে এটি হাবিবের দ্বিতীয় গান। এর আগে অন্তরাকে নিয়ে হাবিব গেয়েছিলেন ‘প্রেমে পড়া মন’ শিরোনামের গান। অন্তরাকে নিয়ে নতুন গান করা প্রসঙ্গে হাবিব বলেন, ‘যেকোনো কণ্ঠশিল্পীকে বোঝার জন্য আমার কাছে প্রথম কাজটা গুরুত্বপূর্ণ। কারণ এতে করে তার ভয়েস নিয়ে আমি প্রপার ইমাজিনেশন করতে পারি। প্রতিটি মানুষের কণ্ঠেই ডিফারেন্ট ও ইউনিক ব্যাপার থাকে। একজন সুরকার ও কম্পোজার হিসেবে আমি সব সময় সেই ভিন্নতাটাকে খোঁজার চেষ্টা করি। দেবশ্রী অন্তরার ভয়েস আমার কাছে বেশ আলাদা মনে হয়েছে। সাম্প্রতিক সময়ে বলিউডে জনপ্রিয়তা পাওয়া শিল্পা রাওয়ের ভয়েসের গঠন যেমন একটু ডিফারেন্ট, আমার কাছে দেবশ্রীর কণ্ঠটা ঠিক তেমন মনে হয়েছে।’
একের পর এক দুর্ঘটনার কবলে বলিউড তারকারা। সইফ আলি খানের ওপর হামলার ঘটনার রেশ এখনো কাটেনি বলিপাড়ায়। এরই মধ্যে এবার দুর্ঘটনার সম্মুখীন অর্জুন কাপুর। ছাদ ভেঙে গুরুতর জখম হয়েছেন এই অভিনেতা।
১ ঘণ্টা আগেবলিউড তারকা সাইফ আলী খানের বাড়িতে ঢুকে হামলার অভিযোগে মোহাম্মদ আলিয়ান নামে এক যুবককে আটক করেছে মুম্বাই পুলিশ। আজ রোববার সকালে সাইফের বাড়ি থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের থানে এলাকা থেকে তাকে আটক করা হয়...
৩ ঘণ্টা আগেসৃজিত মুখার্জির পরিচালনায় ‘পদাতিক’ সিনেমায় কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। গত বছর পশ্চিমবঙ্গের সঙ্গে একই দিনে মুক্তির কথা ছিল সিনেমাটির। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। অবশেষে ঢাকা চলচ্চিত্র উৎসবে পদাতিক দেখার সুযোগ পেয়েছেন..
৪ ঘণ্টা আগেনাট্যসংগঠন বটতলা এবং যাত্রিকের যৌথ প্রযোজনা ‘মার্ক্স ইন সোহো’র দুই দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। হাওয়ার্ড জিন রচিত, জাভেদ হুসেন অনূদিত এবং নায়লা আজাদ নির্দেশিত এই নাটকের পরপর দুটি প্রদর্শনী মঞ্চস্থ হবে ২০ ও ২১ জানুয়ারি প্রতিদিন সন্ধ্যা
৪ ঘণ্টা আগে