বিনোদন প্রতিবেদক, ঢাকা
চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন—দুজনের মূল পরিচয় তাঁরা অভিনয়শিল্পী। কিন্তু অভিনয়ের বাইরে গানেও নিজেদের অবস্থান তৈরি করেছেন তাঁরা। চঞ্চলের কণ্ঠে একাধিক গান এর আগে জনপ্রিয়তা পেয়েছে। শাওনের গানও পছন্দ করেন শ্রোতারা।
এ দুই শিল্পী একসঙ্গে হাজির হয়েছিলেন গত বছর। গেয়েছিলেন ‘যুবতী রাধে’। দুই শিল্পীর পরিবেশনা প্রশংসিত হয়। ইউটিউব ও ফেসবুকে দ্রুতই গানটির ভিউ বাড়তে থাকে। একই সঙ্গে কপিরাইট ইস্যুতে শুরু হয় তর্ক–বিতর্ক।
‘সরলপুর’ ব্যান্ড দাবি করে, গানটি তাদের কপিরাইট করা। আপত্তির মুখে চঞ্চল ও শাওনের কণ্ঠে ধারণকৃত গানটি ইউটিউব থেকে সরিয়ে ফেলতে বাধ্য হয় পরিবেশক প্রতিষ্ঠান।
গানটি সরিয়ে ফেলায় খুব কষ্ট পেয়েছিলেন চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন। পৃথক বিবৃতিতে তাঁরা জানিয়েছিলেন সে কথা। তবে প্রথম গানের তিক্ত অভিজ্ঞতা ভুলে আবারও এক হয়েছেন তাঁরা। কণ্ঠ দিয়েছেন দ্বৈত গানে। এবারও তাঁদের কণ্ঠে উঠে এসেছে লোকগান। গেয়েছেন হাসন রাজার কালজয়ী গান ‘নিশা লাগিল রে’। সংগীত আয়োজনে আছেন পার্থ বড়ুয়া।
প্রযোজনা প্রতিষ্ঠান ‘আইপিডিসি আমাদের গান’–এর পক্ষ থেকে জানানো হয়েছে, বেশ আগেই গানটির শুটিংয়ে অংশ নিয়েছিলেন চঞ্চল চৌধুরী ও শাওন। এরই মধ্যে সব কাজ শেষ করে মুক্তির জন্য প্রস্তুত।
নতুন এ গান নিয়ে ভীষণ উচ্ছ্বসিত চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন। দুই দিন আগে পার্থ বড়ুয়ার সঙ্গে ফেসবুকে সেলফি পোস্ট করে শাওন জানিয়েছিলেন, নতুন কিছু আসছে। আর চঞ্চল বলেছেন, ‘সর্বতঃ মঙ্গল রাধে বিনোদিনী রাই–এর পর আসছে নতুন গান। এবারের ঈদে। যথারীতি পার্থ বড়ুয়ার সংগীতায়োজনে।’ ইউটিউব ও ফেসবুকে প্রকাশ পাবে গানটি। শ্রোতাদের জন্য তাই এবার পার্থ বড়ুয়া–চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন ত্রয়ীর ঈদ উপহার ‘নিশা লাগিল রে’।
চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন—দুজনের মূল পরিচয় তাঁরা অভিনয়শিল্পী। কিন্তু অভিনয়ের বাইরে গানেও নিজেদের অবস্থান তৈরি করেছেন তাঁরা। চঞ্চলের কণ্ঠে একাধিক গান এর আগে জনপ্রিয়তা পেয়েছে। শাওনের গানও পছন্দ করেন শ্রোতারা।
এ দুই শিল্পী একসঙ্গে হাজির হয়েছিলেন গত বছর। গেয়েছিলেন ‘যুবতী রাধে’। দুই শিল্পীর পরিবেশনা প্রশংসিত হয়। ইউটিউব ও ফেসবুকে দ্রুতই গানটির ভিউ বাড়তে থাকে। একই সঙ্গে কপিরাইট ইস্যুতে শুরু হয় তর্ক–বিতর্ক।
‘সরলপুর’ ব্যান্ড দাবি করে, গানটি তাদের কপিরাইট করা। আপত্তির মুখে চঞ্চল ও শাওনের কণ্ঠে ধারণকৃত গানটি ইউটিউব থেকে সরিয়ে ফেলতে বাধ্য হয় পরিবেশক প্রতিষ্ঠান।
গানটি সরিয়ে ফেলায় খুব কষ্ট পেয়েছিলেন চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন। পৃথক বিবৃতিতে তাঁরা জানিয়েছিলেন সে কথা। তবে প্রথম গানের তিক্ত অভিজ্ঞতা ভুলে আবারও এক হয়েছেন তাঁরা। কণ্ঠ দিয়েছেন দ্বৈত গানে। এবারও তাঁদের কণ্ঠে উঠে এসেছে লোকগান। গেয়েছেন হাসন রাজার কালজয়ী গান ‘নিশা লাগিল রে’। সংগীত আয়োজনে আছেন পার্থ বড়ুয়া।
প্রযোজনা প্রতিষ্ঠান ‘আইপিডিসি আমাদের গান’–এর পক্ষ থেকে জানানো হয়েছে, বেশ আগেই গানটির শুটিংয়ে অংশ নিয়েছিলেন চঞ্চল চৌধুরী ও শাওন। এরই মধ্যে সব কাজ শেষ করে মুক্তির জন্য প্রস্তুত।
নতুন এ গান নিয়ে ভীষণ উচ্ছ্বসিত চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন। দুই দিন আগে পার্থ বড়ুয়ার সঙ্গে ফেসবুকে সেলফি পোস্ট করে শাওন জানিয়েছিলেন, নতুন কিছু আসছে। আর চঞ্চল বলেছেন, ‘সর্বতঃ মঙ্গল রাধে বিনোদিনী রাই–এর পর আসছে নতুন গান। এবারের ঈদে। যথারীতি পার্থ বড়ুয়ার সংগীতায়োজনে।’ ইউটিউব ও ফেসবুকে প্রকাশ পাবে গানটি। শ্রোতাদের জন্য তাই এবার পার্থ বড়ুয়া–চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন ত্রয়ীর ঈদ উপহার ‘নিশা লাগিল রে’।
গত বছর দুই ঈদে বৈশাখী টেলিভিশনে প্রচার হয়েছিল সাত পর্বের ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’। পরে দর্শকদের চাহিদা বিবেচনায় দীর্ঘ ধারাবাহিক আকারে নাটকটি নির্মাণের সিদ্ধান্ত নেয় চ্যানেলটি।
৬ মিনিট আগেসংস্কৃতির বিকাশ ঘটাতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে সাতটি অগ্রাধিকার কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের ‘রিমেম্বারিং মনসুন রেভল্যুশন’ কার্যক্রমে রয়েছে নজরুলসংগীত নিয়ে রক অ্যালবাম প্রকাশ।
১০ মিনিট আগেঅভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের আলাদা হওয়ার গুঞ্জন কয়েক মাস ধরে অনলাইনে ছড়িয়ে পড়ে। বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে সম্প্রতি স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ অভিষেক। মেয়ে আরাধ্যার দেখাশোনা করার জন্য ঐশ্বরিয়ার প্রশংসা করেছেন তিনি। দ্য হিন্দু পত্রিকায় এক সাক্ষাৎকারে অভিষেক স্মরণ করেছেন কীভাবে ঐশ্বরিয়া...
১৮ ঘণ্টা আগেভারতীয় জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় বর্মার প্রেমের সম্পর্ক বেশ কিছুদিন ধরেই ‘টক অব দ্য টাউন’। রেস্তোরাঁ থেকে সিনেমার পার্টি, সবখানেই হাতে হাত রেখে একসঙ্গে প্রবেশ করছেন তামান্না-বিজয়। পাপারাজ্জিদের ক্যামেরার সামনেও কোনো রাখঢাক নেই তাদের! এবার প্রেম থেকে তা গড়াচ্ছে বিয়ের প্রণয়ে। এব
১৯ ঘণ্টা আগে