বিনোদন ডেস্ক
কলকাতার আলোচিত কবি ও গীতিকার শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। সৃজিত মুখোপাধ্যায়ের ‘জুলফিকার’ সিনেমায় অভিনয়ও করেছেন এর আগে। তবে এবার শ্রীজাত নিজেই দাঁড়াচ্ছেন ক্যামেরার পেছনে। ছবি বানাবেন তিনি। নাম ‘মানবজমিন’। যদিও এ নামে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি উপন্যাস আছে, তবে ওই উপন্যাসের সঙ্গে তাঁর ছবির কোনো মিল নেই বলে জানিয়েছেন শ্রীজাত।
আগেই খবর এসেছিল- শ্রীজাতর ছবিতে অভিনয় করবেন সৃজিত মুখোপাধ্যায়। এবার এল নতুন খবর। ‘মানবজমিন’ ছবিতে গান গাইবেন শ্রেয়া ঘোষাল ও অরিজিৎ সিং। পরিচালক শ্রীজাত জানিয়েছেন, অরিজিতকে মেসেজ পাঠিয়েছিলেন। সেই মেসেজ পেয়ে ফোন করেছিলেন শ্রীজাতকে। তাঁর কথায়, ‘আমি লিখে পাঠিয়েছিলাম সকালের দিকে। সে পাগল রাতের আগে জাগে না। রাতেই ফোন করল- গাইব তো অবশ্যই। আমাকে ভালো গান দেবে তো?’
অরিজিৎ সিংয়ের জন্য ভালো গানই ভেবে রেখেছেন পরিচালক শ্রীজাত ও সুরকার জয় সরকার। শ্রীজাত বলেছেন, ‘এমন একখানা গান আজ অবধি ওকে দিয়ে কেউ গাওয়ায়নি। ভাবেওনি গাওয়ানোর কথা। কিন্তু আমরা যে চলতি ছক ভেঙে এইরকম একখানা গানে ওর কণ্ঠ, ওর গায়কী ভেবেছি, তাতেই ও খুশি।’
শ্রীজাত ছবি বানাচ্ছেন শুনে খুশি হয়েছেন শ্রেয়া ঘোষালও। এর আগে এই গায়িকা শ্রীজাতর কথায় গেয়েছেন। এবার তো শুধু কথায় নয়, তাঁর ছবিতেও। তাই শ্রেয়ার খুশি আরও কয়েকগুণ। ‘মানবজমিন’-এ গাইতে রাজি হয়েছেন তিনিও।
শ্রীজাত বলছেন, ‘একজন সদ্য তাঁর মাকে হারিয়েছে। আরেকজন মা হয়েছেন সম্প্রতি। নিবিড়তম ব্যক্তিগত শোক ও আনন্দের এই আবহেও তারা বন্ধুত্বের দাবিকে অবহেলা করেনি। ভালোবাসার ডাককে ফিরিয়ে দেয়নি।’
ছবির গল্পে নির্ভেজাল প্রেম ও রসিকতা পছন্দ বাঙালি দর্শকের। তবে রহস্য-রোমাঞ্চ গল্পের ভিড়ে তা কোথাও যেন হারিয়ে যাচ্ছে। সেই হালকা মেজাজের গল্পই ফিরিয়ে আনতে চান শ্রীজাত। এক্ষেত্রে তাঁর আদর্শ তপন সিনহার ছবি। তেমন ছবিই দর্শকদের জন্য তৈরি করতে চান শ্রীজাত।
কলকাতার আলোচিত কবি ও গীতিকার শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। সৃজিত মুখোপাধ্যায়ের ‘জুলফিকার’ সিনেমায় অভিনয়ও করেছেন এর আগে। তবে এবার শ্রীজাত নিজেই দাঁড়াচ্ছেন ক্যামেরার পেছনে। ছবি বানাবেন তিনি। নাম ‘মানবজমিন’। যদিও এ নামে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি উপন্যাস আছে, তবে ওই উপন্যাসের সঙ্গে তাঁর ছবির কোনো মিল নেই বলে জানিয়েছেন শ্রীজাত।
আগেই খবর এসেছিল- শ্রীজাতর ছবিতে অভিনয় করবেন সৃজিত মুখোপাধ্যায়। এবার এল নতুন খবর। ‘মানবজমিন’ ছবিতে গান গাইবেন শ্রেয়া ঘোষাল ও অরিজিৎ সিং। পরিচালক শ্রীজাত জানিয়েছেন, অরিজিতকে মেসেজ পাঠিয়েছিলেন। সেই মেসেজ পেয়ে ফোন করেছিলেন শ্রীজাতকে। তাঁর কথায়, ‘আমি লিখে পাঠিয়েছিলাম সকালের দিকে। সে পাগল রাতের আগে জাগে না। রাতেই ফোন করল- গাইব তো অবশ্যই। আমাকে ভালো গান দেবে তো?’
অরিজিৎ সিংয়ের জন্য ভালো গানই ভেবে রেখেছেন পরিচালক শ্রীজাত ও সুরকার জয় সরকার। শ্রীজাত বলেছেন, ‘এমন একখানা গান আজ অবধি ওকে দিয়ে কেউ গাওয়ায়নি। ভাবেওনি গাওয়ানোর কথা। কিন্তু আমরা যে চলতি ছক ভেঙে এইরকম একখানা গানে ওর কণ্ঠ, ওর গায়কী ভেবেছি, তাতেই ও খুশি।’
শ্রীজাত ছবি বানাচ্ছেন শুনে খুশি হয়েছেন শ্রেয়া ঘোষালও। এর আগে এই গায়িকা শ্রীজাতর কথায় গেয়েছেন। এবার তো শুধু কথায় নয়, তাঁর ছবিতেও। তাই শ্রেয়ার খুশি আরও কয়েকগুণ। ‘মানবজমিন’-এ গাইতে রাজি হয়েছেন তিনিও।
শ্রীজাত বলছেন, ‘একজন সদ্য তাঁর মাকে হারিয়েছে। আরেকজন মা হয়েছেন সম্প্রতি। নিবিড়তম ব্যক্তিগত শোক ও আনন্দের এই আবহেও তারা বন্ধুত্বের দাবিকে অবহেলা করেনি। ভালোবাসার ডাককে ফিরিয়ে দেয়নি।’
ছবির গল্পে নির্ভেজাল প্রেম ও রসিকতা পছন্দ বাঙালি দর্শকের। তবে রহস্য-রোমাঞ্চ গল্পের ভিড়ে তা কোথাও যেন হারিয়ে যাচ্ছে। সেই হালকা মেজাজের গল্পই ফিরিয়ে আনতে চান শ্রীজাত। এক্ষেত্রে তাঁর আদর্শ তপন সিনহার ছবি। তেমন ছবিই দর্শকদের জন্য তৈরি করতে চান শ্রীজাত।
এখনো ঘটনার কোনো সুরাহা না হলেও সাইফের ওপর এ হামলা বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। তদন্তে নেমে পুলিশ সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছে, ‘সদগুরু শরণ’ নামের যে অ্যাপার্টমেন্টে সাইফ-কারিনার বাস, সেখানকার ৯ থেকে ১২ তলা তাঁদের। কিন্তু সেখানে আলাদা কোনো সার্ভেল্যান্স ক্যামেরাই নেই।
১১ ঘণ্টা আগেএবার প্রকাশ্যে এল বলিউড স্টার সাইফ আলী খানের বাড়িতে হানা দেওয়া দ্বিতীয় যুবকের ভিডিও। মুখ কাপড়ে ঢাকা, পিঠে বড় ব্যাগ। সাইফ আলী খানের বাড়ির আপৎকালীন সিঁড়ি দিয়ে উঠছেন তিনি। সিসিটিভি ফুটেজের দ্বিতীয় ভিডিও প্রকাশ করেছে মুম্বাই পুলিশ...
১৯ ঘণ্টা আগে২০১৪ সালে মুক্তি পায় সোহানা সাবা অভিনীত ‘বৃহন্নলা’। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় মুরাদ পারভেজ পরিচালিত সিনেমাটি। বৃহন্নলার জন্য় ২০১৫ সালে ভারতের জয়পুর চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন সোহানা সাবা। এবার সেই উৎসবেই বিচারকের দায়িত্ব পালন করছেন তিনি।
২১ ঘণ্টা আগে১৯৭৮ সাল থেকে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে নানা ধরনের কাজ করে যাচ্ছে পদাতিক নাট্য সংসদ। আজ দলটি উদ্যাপন করতে যাচ্ছে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী...
২১ ঘণ্টা আগে