বিনোদন প্রতিবেদক, ঢাকা
নড়াইলের রাস্তায় মদ্যপ অবস্থায় মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া বিদ্যুৎ অফিস-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় স্থানীয়রা নোবেলকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। মদ্যপ অবস্থায় নোবেলের মাতালামির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনার পরদিন গতকাল শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের মাতলামির কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। নোবেল মদ্যপ অবস্থায় অসংলগ্ন কথাবার্তা বলছেন এবং স্থানীয়দের তাচ্ছিল্য করে বিভিন্ন মন্তব্য করছেন। পরে স্থানীয়রা নোবেলকে প্রাথমিক সেবা দিয়ে কিছুটা স্বাভাবিক করে তাঁর বন্ধুদের সঙ্গে গোপালগঞ্জের উদ্দেশে পাঠিয়ে দেন।
স্থানীয় খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান বি এম বরকতুল্লাহ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নোবেলকে মদ্যপ অবস্থায় বড়দিয়ায় মধুমতি নদীর পাড়ে পাওয়া যায়। ওই অবস্থায় আমাদের স্থানীয় মানুষজন পানি ঢেলে কোনো রকম সুস্থ করে তাকে বন্ধুদের সঙ্গে গোপালগঞ্জে পাঠিয়ে দেয়।’
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত কুমার সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘আসলে আমরা এ ঘটনার বিস্তারিত জানি না। তবে বিভিন্ন মানুষের কাছ থেকে এমনই শুনেছি।’
কয়েক দিন আগেই অগ্রিম টাকা নিয়ে অনুষ্ঠানে না গিয়ে প্রতারণার অভিযোগে গায়ক নোবেলের বিরুদ্ধে মামলা হয়। গত ২২ মে প্রতারণার মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন ১০ হাজার টাকা মুচলেকায় গায়ক নোবেলের জামিন মঞ্জুর করেন।
জামিনে বের হয়ে সংবাদমাধ্যমকে নোবেল জানিয়েছিলেন, ‘পেছনের সব ভুল শুধরে আগের নোবেলে ফিরে যেতে চাই’। তবে কিছুদিন না যেতেই নিজের ওয়াদা ভুলে নড়াইলে আত্মীয়ের বাড়ি বেড়াতে এসে মদ্যপ অবস্থায় নতুন বিতর্কের জন্ম দিলেন নোবেল।
(এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নড়াইল সদর প্রতিনিধি সুলতান মাহমুদ)
নড়াইলের রাস্তায় মদ্যপ অবস্থায় মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া বিদ্যুৎ অফিস-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় স্থানীয়রা নোবেলকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। মদ্যপ অবস্থায় নোবেলের মাতালামির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনার পরদিন গতকাল শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের মাতলামির কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। নোবেল মদ্যপ অবস্থায় অসংলগ্ন কথাবার্তা বলছেন এবং স্থানীয়দের তাচ্ছিল্য করে বিভিন্ন মন্তব্য করছেন। পরে স্থানীয়রা নোবেলকে প্রাথমিক সেবা দিয়ে কিছুটা স্বাভাবিক করে তাঁর বন্ধুদের সঙ্গে গোপালগঞ্জের উদ্দেশে পাঠিয়ে দেন।
স্থানীয় খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান বি এম বরকতুল্লাহ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নোবেলকে মদ্যপ অবস্থায় বড়দিয়ায় মধুমতি নদীর পাড়ে পাওয়া যায়। ওই অবস্থায় আমাদের স্থানীয় মানুষজন পানি ঢেলে কোনো রকম সুস্থ করে তাকে বন্ধুদের সঙ্গে গোপালগঞ্জে পাঠিয়ে দেয়।’
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত কুমার সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘আসলে আমরা এ ঘটনার বিস্তারিত জানি না। তবে বিভিন্ন মানুষের কাছ থেকে এমনই শুনেছি।’
কয়েক দিন আগেই অগ্রিম টাকা নিয়ে অনুষ্ঠানে না গিয়ে প্রতারণার অভিযোগে গায়ক নোবেলের বিরুদ্ধে মামলা হয়। গত ২২ মে প্রতারণার মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন ১০ হাজার টাকা মুচলেকায় গায়ক নোবেলের জামিন মঞ্জুর করেন।
জামিনে বের হয়ে সংবাদমাধ্যমকে নোবেল জানিয়েছিলেন, ‘পেছনের সব ভুল শুধরে আগের নোবেলে ফিরে যেতে চাই’। তবে কিছুদিন না যেতেই নিজের ওয়াদা ভুলে নড়াইলে আত্মীয়ের বাড়ি বেড়াতে এসে মদ্যপ অবস্থায় নতুন বিতর্কের জন্ম দিলেন নোবেল।
(এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নড়াইল সদর প্রতিনিধি সুলতান মাহমুদ)
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
২৮ মিনিট আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
২ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৫ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৭ ঘণ্টা আগে