বিনোদন প্রতিবেদক, ঢাকা
আজ বন্ধু দিবস। এই দিনে বন্ধুত্বের গান নিয়ে এল ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’র প্রথম গান প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। গানের নাম ‘চল বন্ধু চল’।
সোমেশ্বর অলির লেখা ‘চল বন্ধু চল’ গানটির সুর ও সংগীত করেছেন সাজিদ সরকার। গেয়েছেন ইব্রাহিম কামরুল শাফিন। ‘লাগলে বলিস/ জায়গায় বসে আওয়াজ দিস/ কলিজাটা ছিঁড়ে তোকে দেবো’– এমন কথার গানে বন্ধুত্বের খুব সহজ অভিব্যক্তিকে তুলে ধরা হয়েছে।
নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘চিত্রনাট্যের কাজ শেষ হওয়ার পরপরই বুঝতে পারি একটা বন্ধুত্বের গান এখানে দরকার। আমরা এমন একটা গান চাইছিলাম, যেটা বন্ধুরা আড্ডায়, লং ডাইভে, বিচে বা ক্যাম্পাসে হাসি–ঠাট্টা আর ফুর্তির মুডে শুনতে পারবে।’
চরকির ফেসবুক পোস্ট থেকে জানা যায়, বন্ধু দিবস উপলক্ষে ‘নেটওয়ার্কের বাইরে’র এই গানটি শেয়ার করে প্রিয় বন্ধুকে ট্যাগ করলে নির্বাচিত পোস্টদাতা ও তাঁর বন্ধু পাবেন বিশেষ পুরস্কার।
বন্ধুত্বের গল্প নিয়েই তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’। চার তরুণের বন্ধুত্ব, একটি ট্যুর ও প্রেম, দ্বন্দ্ব ও পরিবার নিয়ে ছবিটির গল্প। এতে অভিনয় করেছেন– শরীফুল রাজ, খায়রুল বাসার, ইয়াশ রোহান, জোনায়েদ বোগদাদী, তাসনিয়া ফারিণ, অর্ষা, তাসনুভা তিশা ও নাজিফা তুষি। চরকিসূত্রে জানা গেছে, এ মাসেই মুক্তি পাবে ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’।
শুনুন বন্ধু দিবসের গান ‘চল বন্ধু চল’
আজ বন্ধু দিবস। এই দিনে বন্ধুত্বের গান নিয়ে এল ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’র প্রথম গান প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। গানের নাম ‘চল বন্ধু চল’।
সোমেশ্বর অলির লেখা ‘চল বন্ধু চল’ গানটির সুর ও সংগীত করেছেন সাজিদ সরকার। গেয়েছেন ইব্রাহিম কামরুল শাফিন। ‘লাগলে বলিস/ জায়গায় বসে আওয়াজ দিস/ কলিজাটা ছিঁড়ে তোকে দেবো’– এমন কথার গানে বন্ধুত্বের খুব সহজ অভিব্যক্তিকে তুলে ধরা হয়েছে।
নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘চিত্রনাট্যের কাজ শেষ হওয়ার পরপরই বুঝতে পারি একটা বন্ধুত্বের গান এখানে দরকার। আমরা এমন একটা গান চাইছিলাম, যেটা বন্ধুরা আড্ডায়, লং ডাইভে, বিচে বা ক্যাম্পাসে হাসি–ঠাট্টা আর ফুর্তির মুডে শুনতে পারবে।’
চরকির ফেসবুক পোস্ট থেকে জানা যায়, বন্ধু দিবস উপলক্ষে ‘নেটওয়ার্কের বাইরে’র এই গানটি শেয়ার করে প্রিয় বন্ধুকে ট্যাগ করলে নির্বাচিত পোস্টদাতা ও তাঁর বন্ধু পাবেন বিশেষ পুরস্কার।
বন্ধুত্বের গল্প নিয়েই তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’। চার তরুণের বন্ধুত্ব, একটি ট্যুর ও প্রেম, দ্বন্দ্ব ও পরিবার নিয়ে ছবিটির গল্প। এতে অভিনয় করেছেন– শরীফুল রাজ, খায়রুল বাসার, ইয়াশ রোহান, জোনায়েদ বোগদাদী, তাসনিয়া ফারিণ, অর্ষা, তাসনুভা তিশা ও নাজিফা তুষি। চরকিসূত্রে জানা গেছে, এ মাসেই মুক্তি পাবে ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’।
শুনুন বন্ধু দিবসের গান ‘চল বন্ধু চল’
প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
৬ ঘণ্টা আগেবিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি।
৬ ঘণ্টা আগেপরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ তো আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার!
৬ ঘণ্টা আগেআগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
১১ ঘণ্টা আগে