অরিজিৎ-শ্রেয়া ঘোষাল নন, ভারতে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন যে শিল্পী

বিনোদন ডেস্ক
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১৩: ৪১
Thumbnail image

উপমহাদেশের সিনেমায় গান গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। বলা হয়, এখানে সিনেমার ব্যবসায়িক সফলতার সঙ্গে গানের যোগসূত্র রয়েছে। বলিউডে প্লেব্যাক নিয়ে বেশ চর্চা হয়। সেখানে অনেক সংগীতশিল্পীর পারিশ্রমিক অভিনেতা-অভিনেত্রীদের চেয়েও বেশি। ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া সংগীতশিল্পী এ আর রহমান। প্রতিবেদন অনুসারে একটি গানের জন্য ৩ কোটি রুপি পারিশ্রমিক নেন অস্কার বিজয়ী এই সংগীত পরিচালক।

ভারতের প্রথম সারির সংগীতশিল্পীরা প্রতিটি গানের জন্য সাধারণত ৫ থেকে ১০ লাখ বা ২০ লাখ রুপি পর্যন্ত নিয়ে থাকেন। কিন্তু এ আর রহমানের ৩ কোটিটা যেন অবিশ্বাস্য! প্রতিবেদনে সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ২৫ লাখ রুপির কম কখনোই নেন না এ আর রহমান। এমনকি গানপ্রতি পাঁচ কোটি রুপিও দাবি করেন তিনি।

শ্রেয়া ঘোষাল। ছবি: সংগৃহীতকোনো ইভেন্ট বা কনসার্টের জন্য এ আর রহমান নিয়ে থাকেন ১ কোটি রুপি। এ আর রহমানের পর পারিশ্রমিকে দ্বিতীয় স্থানে আছেন শ্রেয়া ঘোষাল। তিনি প্রতিটি গানের জন্য পারিশ্রমিক নেন ২৫ লাখ রুপি। সুনিধি চৌহান ও অরিজিৎ সিং রয়েছেন শ্রেয়ার পরবর্তী স্থানে। গান পিছু তাঁদের পারিশ্রমিক প্রায় ২০ থেকে ২২ লাখ রুপি।

অরিজিৎ সিং। ছবি: সংগৃহীতএ ছাড়া ভারতীয় সংগীতের অন্যান্য তারকার মধ্যে সোনু নিগম ও বাদশা প্রতি গানের জন্য পারিশ্রমিক নেন ১৮ থেকে ২০ লাখ রুপি। সর্বোচ্চ পারিশ্রমিকের বিচারে তালিকায় আরও নাম রয়েছে শান, নেহা কক্কর, মিকা সিং ও হানি সিংদের। তাঁদের গানপিছু আয় ১০ লাখ রুপি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত