বিনোদন ডেস্ক
উপমহাদেশের সিনেমায় গান গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। বলা হয়, এখানে সিনেমার ব্যবসায়িক সফলতার সঙ্গে গানের যোগসূত্র রয়েছে। বলিউডে প্লেব্যাক নিয়ে বেশ চর্চা হয়। সেখানে অনেক সংগীতশিল্পীর পারিশ্রমিক অভিনেতা-অভিনেত্রীদের চেয়েও বেশি। ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া সংগীতশিল্পী এ আর রহমান। প্রতিবেদন অনুসারে একটি গানের জন্য ৩ কোটি রুপি পারিশ্রমিক নেন অস্কার বিজয়ী এই সংগীত পরিচালক।
ভারতের প্রথম সারির সংগীতশিল্পীরা প্রতিটি গানের জন্য সাধারণত ৫ থেকে ১০ লাখ বা ২০ লাখ রুপি পর্যন্ত নিয়ে থাকেন। কিন্তু এ আর রহমানের ৩ কোটিটা যেন অবিশ্বাস্য! প্রতিবেদনে সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ২৫ লাখ রুপির কম কখনোই নেন না এ আর রহমান। এমনকি গানপ্রতি পাঁচ কোটি রুপিও দাবি করেন তিনি।
কোনো ইভেন্ট বা কনসার্টের জন্য এ আর রহমান নিয়ে থাকেন ১ কোটি রুপি। এ আর রহমানের পর পারিশ্রমিকে দ্বিতীয় স্থানে আছেন শ্রেয়া ঘোষাল। তিনি প্রতিটি গানের জন্য পারিশ্রমিক নেন ২৫ লাখ রুপি। সুনিধি চৌহান ও অরিজিৎ সিং রয়েছেন শ্রেয়ার পরবর্তী স্থানে। গান পিছু তাঁদের পারিশ্রমিক প্রায় ২০ থেকে ২২ লাখ রুপি।
এ ছাড়া ভারতীয় সংগীতের অন্যান্য তারকার মধ্যে সোনু নিগম ও বাদশা প্রতি গানের জন্য পারিশ্রমিক নেন ১৮ থেকে ২০ লাখ রুপি। সর্বোচ্চ পারিশ্রমিকের বিচারে তালিকায় আরও নাম রয়েছে শান, নেহা কক্কর, মিকা সিং ও হানি সিংদের। তাঁদের গানপিছু আয় ১০ লাখ রুপি।
উপমহাদেশের সিনেমায় গান গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। বলা হয়, এখানে সিনেমার ব্যবসায়িক সফলতার সঙ্গে গানের যোগসূত্র রয়েছে। বলিউডে প্লেব্যাক নিয়ে বেশ চর্চা হয়। সেখানে অনেক সংগীতশিল্পীর পারিশ্রমিক অভিনেতা-অভিনেত্রীদের চেয়েও বেশি। ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া সংগীতশিল্পী এ আর রহমান। প্রতিবেদন অনুসারে একটি গানের জন্য ৩ কোটি রুপি পারিশ্রমিক নেন অস্কার বিজয়ী এই সংগীত পরিচালক।
ভারতের প্রথম সারির সংগীতশিল্পীরা প্রতিটি গানের জন্য সাধারণত ৫ থেকে ১০ লাখ বা ২০ লাখ রুপি পর্যন্ত নিয়ে থাকেন। কিন্তু এ আর রহমানের ৩ কোটিটা যেন অবিশ্বাস্য! প্রতিবেদনে সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ২৫ লাখ রুপির কম কখনোই নেন না এ আর রহমান। এমনকি গানপ্রতি পাঁচ কোটি রুপিও দাবি করেন তিনি।
কোনো ইভেন্ট বা কনসার্টের জন্য এ আর রহমান নিয়ে থাকেন ১ কোটি রুপি। এ আর রহমানের পর পারিশ্রমিকে দ্বিতীয় স্থানে আছেন শ্রেয়া ঘোষাল। তিনি প্রতিটি গানের জন্য পারিশ্রমিক নেন ২৫ লাখ রুপি। সুনিধি চৌহান ও অরিজিৎ সিং রয়েছেন শ্রেয়ার পরবর্তী স্থানে। গান পিছু তাঁদের পারিশ্রমিক প্রায় ২০ থেকে ২২ লাখ রুপি।
এ ছাড়া ভারতীয় সংগীতের অন্যান্য তারকার মধ্যে সোনু নিগম ও বাদশা প্রতি গানের জন্য পারিশ্রমিক নেন ১৮ থেকে ২০ লাখ রুপি। সর্বোচ্চ পারিশ্রমিকের বিচারে তালিকায় আরও নাম রয়েছে শান, নেহা কক্কর, মিকা সিং ও হানি সিংদের। তাঁদের গানপিছু আয় ১০ লাখ রুপি।
ইত্যাদির নতুন পর্বের শুটিং হয়েছে বাগেরহাটে। মঞ্চ নির্মাণ করা হয়েছে মোংলা বন্দরে। পশুর নদীর তীরে জাহাজ, নদী এবং বন্দরের কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির সমন্বয়ে নির্মিত মঞ্চে ধারণ করা হয়েছে এবারের ইত্যাদি।
১০ মিনিট আগেসোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে এ আর রাহমানকে নিয়ে কোনো ধরনের কটুক্তি না করার অনুরোধ করেছেন সায়রা। এক অডিও বার্তায় রাহমানকে তিনি উল্লেখ করেছেন ‘পৃথিবীর সেরা মানুষ’ হিসেবে।
২ ঘণ্টা আগেআইপিএলের প্রথম আসরে কলকাতা নাইট রাইডার্সের মালিকানা কেনেন শাহরুখ খান। প্রতি সিজনে গ্যালারিতে তাঁর উপস্থিতি আইপিএলের দ্যুতি বাড়িয়েছে। তবে আইপিএলে শাহরুখের প্রথম পছন্দ ছিল না কলকাতা।
৪ ঘণ্টা আগেপ্রখ্যাত সংগীত পরিচালক এ আর রহমানের ধৈর্যের বাঁধ যেন ভেঙেই গেল। তাঁর বিবাহ বিচ্ছেদকে ঘিরে নেটিজেনদের অযাচিত সমালোচনা ও গুজবের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন এই সংগীতজ্ঞ। লিগ্যাল টিমের মাধ্যমে জানিয়েছেন, তার সঙ্গে সায়রা বানুর ডিভোর্স নিয়ে যে বা যাঁরা আপত্তিকর পোস্ট, ভিডিও বা ইন্টারভিউ...
৯ ঘণ্টা আগে