অনলাইন ডেস্ক
মঞ্চে গান গাওয়ার সময় উদিত নারায়ণ নারীভক্তকে ঠোঁটে চুমু দেন। সেই ভিডিও এখন ভাইরাল। এ নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। প্রবীণ গায়কের এমন আচরণে ক্ষিপ্ত নেটিজেনরা। কেউ আবার ভারতীয় সভ্য় সংস্কৃতির কথা মনে করিয়ে দিচ্ছেন। এমন বিতর্কে সাফাই দিলেন শিল্পী নিজেই।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, মঞ্চে উদিত নারায়ণ ‘টিপ টিপ বরসা পানি’ গাইছেন। তখন দর্শক আসনে বসে থাকা ভক্তদের মধ্যে উন্মাদনা তখন তুঙ্গে। অনুরাগীদের সঙ্গে সেলফিও তুলছিলেন শিল্পী। সেই ফাঁকে এক নারীভক্তকে ঠোঁটে চুমু দিয়ে বসেন শিল্পী। সেলফি তুলতে গিয়ে এমন কাণ্ডে কিছুটা বিব্রত হয়ে পড়েন ওই নারী। সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। তা দেখে হতবাক সকলে।
অনেকে আবার অতীত টেনে মন্তব্য করেছেন, ‘অলকা ইয়াগনিকের গালেও নাকি একবার তিনি বিনা অনুমতিতে চুমু দিয়ে বসেন।’ শিল্পীর অনেকে ভক্ত-অনুরাগীরা আবার বিশ্বাস করতে পারছেন না এই মানুষটি উদিত নারায়ণ। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম।
এদিকে সমালোচনা যখন তুঙ্গে শিল্পী নিজের পক্ষে সাফাই গেয়ে বলেন, ‘ভক্তদের পাগলামি এ রকমই হয়। আমরা শিল্পীরা ভীষণ সরল সাদাসিধে, এ রকম নই। কিছু মানুষ উৎসাহ নিয়ে এসে এভাবেই ভালোবাসা প্রদর্শন করে প্রিয় শিল্পীর প্রতি। ওদের ফিরিয়ে দিয়ে কী লাভ বলুন?’
তিনি এ-ও বলেন, ‘ভিড়ে কত রকম মানুষ থাকেন। আমাদের চারপাশে নিরাপত্তারক্ষীরাও থাকেন। তবে অনুরাগীরা এসবের মাঝেই এক মুহূর্তের জন্য দেখা করার কথা ভাবেন। কেউ হাত বাড়িয়ে দেন করমর্দন করার জন্য, কেউ হাতে চুমু খান—এগুলো ভক্তদের উন্মাদনা ছাড়া কিছুই নয়। এগুলোয় এত মাথা ঘামানোর কিছু নেই।’
মঞ্চে গান গাওয়ার সময় উদিত নারায়ণ নারীভক্তকে ঠোঁটে চুমু দেন। সেই ভিডিও এখন ভাইরাল। এ নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। প্রবীণ গায়কের এমন আচরণে ক্ষিপ্ত নেটিজেনরা। কেউ আবার ভারতীয় সভ্য় সংস্কৃতির কথা মনে করিয়ে দিচ্ছেন। এমন বিতর্কে সাফাই দিলেন শিল্পী নিজেই।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, মঞ্চে উদিত নারায়ণ ‘টিপ টিপ বরসা পানি’ গাইছেন। তখন দর্শক আসনে বসে থাকা ভক্তদের মধ্যে উন্মাদনা তখন তুঙ্গে। অনুরাগীদের সঙ্গে সেলফিও তুলছিলেন শিল্পী। সেই ফাঁকে এক নারীভক্তকে ঠোঁটে চুমু দিয়ে বসেন শিল্পী। সেলফি তুলতে গিয়ে এমন কাণ্ডে কিছুটা বিব্রত হয়ে পড়েন ওই নারী। সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। তা দেখে হতবাক সকলে।
অনেকে আবার অতীত টেনে মন্তব্য করেছেন, ‘অলকা ইয়াগনিকের গালেও নাকি একবার তিনি বিনা অনুমতিতে চুমু দিয়ে বসেন।’ শিল্পীর অনেকে ভক্ত-অনুরাগীরা আবার বিশ্বাস করতে পারছেন না এই মানুষটি উদিত নারায়ণ। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম।
এদিকে সমালোচনা যখন তুঙ্গে শিল্পী নিজের পক্ষে সাফাই গেয়ে বলেন, ‘ভক্তদের পাগলামি এ রকমই হয়। আমরা শিল্পীরা ভীষণ সরল সাদাসিধে, এ রকম নই। কিছু মানুষ উৎসাহ নিয়ে এসে এভাবেই ভালোবাসা প্রদর্শন করে প্রিয় শিল্পীর প্রতি। ওদের ফিরিয়ে দিয়ে কী লাভ বলুন?’
তিনি এ-ও বলেন, ‘ভিড়ে কত রকম মানুষ থাকেন। আমাদের চারপাশে নিরাপত্তারক্ষীরাও থাকেন। তবে অনুরাগীরা এসবের মাঝেই এক মুহূর্তের জন্য দেখা করার কথা ভাবেন। কেউ হাত বাড়িয়ে দেন করমর্দন করার জন্য, কেউ হাতে চুমু খান—এগুলো ভক্তদের উন্মাদনা ছাড়া কিছুই নয়। এগুলোয় এত মাথা ঘামানোর কিছু নেই।’
হলিউডের জনপ্রিয় অভিনেত্রী পামেলা বাখ মর্মান্তিকভাবে মারা গেছেন। ৬২ বছর বয়সী এই অভিনেত্রীকে গত বৃহস্পতিবার (৬ মার্চ) তাঁর লস অ্যাঞ্জেলেসের বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, নিজের মাথায় গুলি করে তিনি আত্মহত্যা করেছেন।
১২ ঘণ্টা আগেছাবা সিনেমায় মধ্যপ্রদেশের বুরহানপুরের নাম নেওয়া হয়েছে। দেখানো হয়েছে, এককালে মুঘলদের বাস ছিল সেখানে। আর তা থেকে কিছু মানুষের মনে হয়েছে, এখানেই লুকিয়ে আছে মুঘলদের গুপ্তধন!
১৫ ঘণ্টা আগে‘তোমাদের গল্প’ নাটকে দেখা যাবে পাঁচ অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী, দিলারা জামান, সাবেরি আলম, মনিরা আক্তার মিঠু ও শিল্পী সরকার অপুকে। গত পাঁচ দিন ধরে নরসিংদীতে নাটকটির শুটিং চলছে।
১৬ ঘণ্টা আগেভিন্ন ধর্মাবলম্বী হয়েও মুসলমানদের সঙ্গে তাঁর ইফতার, মোনাজাত ও নামাজে অংশ নেওয়ায় প্রশংসা করছেন সবাই। এমন সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ তৈরি করে কোটি ভক্তের মন জয় করে নিয়েছেন থালাপতি বিজয়।
১৬ ঘণ্টা আগে