বিনোদন প্রতিবেদক, ঢাকা
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ ও নিপীড়িত মানুষের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘টু গাজা ফ্রম ঢাকা’ কনসার্ট। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর হাতিরঝিলের অ্যাম্ফিথিয়টারে এই কনসার্টের আয়োজন করে আর্টিস্ট অ্যাগেইনস্ট জেনোসাইড ফ্রন্ট। কনসার্টটি বেলা সাড়ে তিনটায় শুরু হয়ে গভীর রাতে শেষ হয়।
কনসার্টের শুরুতে বেলা ৩টায় ব্যান্ড দল হাতিরপুল সেশনসের গান পরিবেশনার মাধ্যমে কনসার্ট শুরু হয়। এরপর একে একে মুনফ্লাওয়ার প্রজেক্ট, ফিরোজ জং, মরুভূমিসহ শিল্পী মুয়িজ মাহফুজ ও অভিষেক ভট্টাচার্য গান গেয়ে গাজায় গণহত্যার প্রতিবাদ জানান।
পঙ্গু, দুই পা হারা ফিলিস্তিনি যোদ্ধা ফাদি আবু সালাহকে নিয়ে লেখা একটি কবিতা আবৃত্তি করেন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী। পরে একে একে মঞ্চে গান পরিবেশন করেন শিল্পী আসির আরমান, র্যাপ গানের ব্যান্ড দল ব্ল্যাক জ্যাং, ব্যান্ড হাইওয়ে ও শিল্পী মাশা ইসলাম।
এরপরে মঞ্চে গান পরিবেশন করেন সংগীতশিল্পী আহমেদ হাসান সানি। তাঁর গাওয়া ‘প্রিয় পৃথিবী ছেড়ে আমরা যাব না কোথাও’ গানটির সঙ্গে প্রতীকী শিশু সন্তানের কাফনে মোড়ানো লাশ নিয়ে অভিনয় করেন অভিনেত্রী জাকিয়া বারী মম। এর সঙ্গে পেছনের পর্দায় ভেসে ওঠে প্রতিবাদী লেখা ‘শিশুরা যখন ঘুমায় তখন চুপ থাক, তাদের যখন হত্যা করা হয় তখন না।’
এরপরে মঞ্চে পারফর্ম করে ব্যান্ড দল ‘মাকসুদ ও ঢাকা’। ২০১৮ সালে সিরিয়া যুদ্ধে নিহত শিশুদের উৎসর্গে লেখা ‘ছোট পাখি’ গানটি পরিবেশন করে ব্যান্ড দল সহজিয়া।
সহজিয়া ব্যান্ডের ভোকালিস্ট রাজীব আহমেদ দর্শকদের উদ্দেশে বলেন, ‘গাজায় নিহত শিশুদের জন্য এই গান গাইছি। সিরিয়া যুদ্ধে নিহত শিশুদের জন্য লেখা হয়েছিল। কিন্তু এই গান আমরা আর গাইতে চাই না, আর যেন গাইতে না হয়।’
প্রতিটা পারফরম্যান্সের পর ফান্ডের আপডেট দিয়েছেন কনসার্টের অন্যতম আয়োজক কার্টুনিস্ট মোরশেদ মিশু। এই কনসার্ট থেকে সব মিলে ১২ লাখ ৭২ হাজার ১৩২ টাকা সংগ্রহ হয়েছে বলে আয়োজকরা জানান।
আয়োজনের শেষ অংশে গান পরিবেশন করেন ব্যান্ড দল কার্নিভ্যাল, ইন্দালো, নেমেসিস, মেঘদল, আর্ক। ইন্দালো ব্যান্ডের ভোকালিস্ট জন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘যুদ্ধটা থেমে যাক। প্রতিদিন এই মৃত্যুর মিছিল একজন শিল্পী হিসেবে আমাদের কষ্ট দেয়। পৃথিবী সুন্দর হোক।’
ব্যান্ড দল আর্কের ভোকালিস্ট হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আজকের এই কনসার্টে আমরা গান শোনাতে আসিনি, আমরা এসেছি আমাদের আওয়াজ ফিলিস্তিন পর্যন্ত পৌঁছাতে। যেসব নিপীড়িত মানুষ প্রতিটা মুহূর্ত বাঁচার জন্য লড়ছেন, আমরা আপনাদের পাশে আছি।’
অন্যতম আয়োজক সংগীতশিল্পী আহমেদ হাসান সানি আজকের পত্রিকাকে বলেন, ‘এত অল্প সময়ের মধ্য আমরা যে সাড়া পেয়েছি, তাতে অভিভূত। আমাদের বিশ্বাস ছিল এভাবেই সবাইকে আমরা পাশে পাব।’ সানি আরও জানান, টিকিট বিক্রির পুরো টাকায় গাজায় যুদ্ধাহত মানুষের জন্য আর্থিক সহায়তা পৌঁছে হবে। তাই কনসার্টে অংশ নেওয়া কোনো ব্যান্ড দল ও শিল্পী কেউই পারিশ্রমিক নেননি।
এর আগে রাজধানী ঢাকা ও এর আশপাশের ৭৫টি দেয়ালে গ্রাফিতি আঁকেন মোরশেদ মিশু ও তাঁর দল। যা গাজায় চালানো ৭৫ বছরের হামলার প্রতীকী।
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ ও নিপীড়িত মানুষের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘টু গাজা ফ্রম ঢাকা’ কনসার্ট। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর হাতিরঝিলের অ্যাম্ফিথিয়টারে এই কনসার্টের আয়োজন করে আর্টিস্ট অ্যাগেইনস্ট জেনোসাইড ফ্রন্ট। কনসার্টটি বেলা সাড়ে তিনটায় শুরু হয়ে গভীর রাতে শেষ হয়।
কনসার্টের শুরুতে বেলা ৩টায় ব্যান্ড দল হাতিরপুল সেশনসের গান পরিবেশনার মাধ্যমে কনসার্ট শুরু হয়। এরপর একে একে মুনফ্লাওয়ার প্রজেক্ট, ফিরোজ জং, মরুভূমিসহ শিল্পী মুয়িজ মাহফুজ ও অভিষেক ভট্টাচার্য গান গেয়ে গাজায় গণহত্যার প্রতিবাদ জানান।
পঙ্গু, দুই পা হারা ফিলিস্তিনি যোদ্ধা ফাদি আবু সালাহকে নিয়ে লেখা একটি কবিতা আবৃত্তি করেন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী। পরে একে একে মঞ্চে গান পরিবেশন করেন শিল্পী আসির আরমান, র্যাপ গানের ব্যান্ড দল ব্ল্যাক জ্যাং, ব্যান্ড হাইওয়ে ও শিল্পী মাশা ইসলাম।
এরপরে মঞ্চে গান পরিবেশন করেন সংগীতশিল্পী আহমেদ হাসান সানি। তাঁর গাওয়া ‘প্রিয় পৃথিবী ছেড়ে আমরা যাব না কোথাও’ গানটির সঙ্গে প্রতীকী শিশু সন্তানের কাফনে মোড়ানো লাশ নিয়ে অভিনয় করেন অভিনেত্রী জাকিয়া বারী মম। এর সঙ্গে পেছনের পর্দায় ভেসে ওঠে প্রতিবাদী লেখা ‘শিশুরা যখন ঘুমায় তখন চুপ থাক, তাদের যখন হত্যা করা হয় তখন না।’
এরপরে মঞ্চে পারফর্ম করে ব্যান্ড দল ‘মাকসুদ ও ঢাকা’। ২০১৮ সালে সিরিয়া যুদ্ধে নিহত শিশুদের উৎসর্গে লেখা ‘ছোট পাখি’ গানটি পরিবেশন করে ব্যান্ড দল সহজিয়া।
সহজিয়া ব্যান্ডের ভোকালিস্ট রাজীব আহমেদ দর্শকদের উদ্দেশে বলেন, ‘গাজায় নিহত শিশুদের জন্য এই গান গাইছি। সিরিয়া যুদ্ধে নিহত শিশুদের জন্য লেখা হয়েছিল। কিন্তু এই গান আমরা আর গাইতে চাই না, আর যেন গাইতে না হয়।’
প্রতিটা পারফরম্যান্সের পর ফান্ডের আপডেট দিয়েছেন কনসার্টের অন্যতম আয়োজক কার্টুনিস্ট মোরশেদ মিশু। এই কনসার্ট থেকে সব মিলে ১২ লাখ ৭২ হাজার ১৩২ টাকা সংগ্রহ হয়েছে বলে আয়োজকরা জানান।
আয়োজনের শেষ অংশে গান পরিবেশন করেন ব্যান্ড দল কার্নিভ্যাল, ইন্দালো, নেমেসিস, মেঘদল, আর্ক। ইন্দালো ব্যান্ডের ভোকালিস্ট জন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘যুদ্ধটা থেমে যাক। প্রতিদিন এই মৃত্যুর মিছিল একজন শিল্পী হিসেবে আমাদের কষ্ট দেয়। পৃথিবী সুন্দর হোক।’
ব্যান্ড দল আর্কের ভোকালিস্ট হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আজকের এই কনসার্টে আমরা গান শোনাতে আসিনি, আমরা এসেছি আমাদের আওয়াজ ফিলিস্তিন পর্যন্ত পৌঁছাতে। যেসব নিপীড়িত মানুষ প্রতিটা মুহূর্ত বাঁচার জন্য লড়ছেন, আমরা আপনাদের পাশে আছি।’
অন্যতম আয়োজক সংগীতশিল্পী আহমেদ হাসান সানি আজকের পত্রিকাকে বলেন, ‘এত অল্প সময়ের মধ্য আমরা যে সাড়া পেয়েছি, তাতে অভিভূত। আমাদের বিশ্বাস ছিল এভাবেই সবাইকে আমরা পাশে পাব।’ সানি আরও জানান, টিকিট বিক্রির পুরো টাকায় গাজায় যুদ্ধাহত মানুষের জন্য আর্থিক সহায়তা পৌঁছে হবে। তাই কনসার্টে অংশ নেওয়া কোনো ব্যান্ড দল ও শিল্পী কেউই পারিশ্রমিক নেননি।
এর আগে রাজধানী ঢাকা ও এর আশপাশের ৭৫টি দেয়ালে গ্রাফিতি আঁকেন মোরশেদ মিশু ও তাঁর দল। যা গাজায় চালানো ৭৫ বছরের হামলার প্রতীকী।
২৪ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহ ও ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘রিকশা গার্ল’। বাংলাদেশের রিকশাচিত্র ও রিকশাশিল্পীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রকাশ পেয়েছে সিনেমার মিউজিক ভিডিও ‘কোন লাটাইয়ে উড়বা ঘুড়ি’।
২ ঘণ্টা আগেইকবাল হোসেন চৌধুরীর ‘বলী’ সিনেমার প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর। রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আজ বিকেল ৪টায় শুরু হয় সমাপনী আয়োজন। এরপর ঘোষণা করা হয় উৎসবের বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম। সেরাদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃত
২ ঘণ্টা আগেশাহিদ কাপুর ও কারিনা কাপুরের প্রেম একসময় বলিউডে মুখে মুখে ছিল। তবে বিচ্ছেদের পর একে অপরকে এড়িয়ে চলেন তাঁরা। কথা বলা তো দূরের কথা, মুখ দেখাদেখিও বন্ধ তাঁদের। প্রেমিকার সঙ্গে তিক্ততা থাকলেও তাঁর স্বামী সাইফ আলী খানের জন্য উদ্বেগ প্রকাশ করলেন শাহিদ কাপুর।
৭ ঘণ্টা আগেপল্লিকবি জসীমউদ্দীনের কবিতায় ইমন চৌধুরী তৈরি করলেন গান। কবির ‘হলুদ বরণী’ কবিতা অবলম্বনে তৈরি হয়েছে ‘ফুল নেয়া ভালো নয়’ শিরোনামের গানটি। এই গান দিয়ে শুরু হলো ইমন চৌধুরীর নতুন মিউজিক প্রজেক্ট বেঙ্গল সিম্ফনি।
৮ ঘণ্টা আগে