গ্র্যামিতে ইতিহাস গড়লেন টেলর সুইফট

বিনোদন ডেস্ক
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮: ৪৯
Thumbnail image

গ্র‍্যামিতে ইতিহাস গড়েছেন পপ সুপারস্টার টেলর সুইফট। চতুর্থবারের মতো ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন তিনি। তিনি তাঁর অ্যালবাম ‘মিডনাইটস’ এর জন্য এই পুরস্কার জিতেন। এর আগে চারবার এ পুরস্কার পাননি আর কোনো শিল্পী।

গ্র্যামির মঞ্চে টেলর সুইফট। ছবি: এএফপিচারবার ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ পুরস্কার জিতে স্টিভি ওয়ান্ডার, পল সাইমন ও ফ্রাঙ্ক সিনাত্রার রেকর্ড ভেঙে দিলেন সুইফট। এছাড়াও এবারের বেস্ট পপ ভোকাল অ্যালবামের পুরস্কারও জিতেছেন টেলর সুইফট।

গ্র্যামির রেড কার্পেটে টেলর সুইফট। ছবি: এএফপিঅনুভুতি ব্যাক্ত করে সুইফট জানিয়েছেন এই সম্মান পেয়ে তিনি রোমাঞ্চিত। গান লেখা ও গাওয়ার মাধ্যমে তিনি যে পরিপূর্ণতা অনুভব করেন এর জন্য তিনি আনন্দিত। তাঁর কথায় ‘এটি আমাকে আন্দোলিত করে তোলে। আমি চাই, এটা চলুক।’ তিনি আরও বলেন, ‘এই পুরস্কার আমাকে ভাসিয়ে দিয়েছে। যারা আমাকে ভোট দিয়েছে, এটা তাদেরও আনন্দিত করবে।’

গ্র্যামির মঞ্চে টেলর সুইফট। ছবি: এএফপিএবারের গ্র্যামির মঞ্চ থেকে নতুন অ্যালবামের ঘোষণাও দেন টেলর। তিনি জানিয়েছেন, আগামী ১৯ এপ্রিল ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’ প্রকাশ করবেন তিনি। তাঁর কথায় ‘আমি গত দুই বছর ধরে আপনাদের কাছে গোপন রেখেছি এমন একটি গোপন কথা বলে আমি ভক্তদের ধন্যবাদ জানাতে চাই।’আগামী ১৯ এপ্রিল ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’ প্রকাশ করবেন টেলর সুইফট। ছবি: টুইটার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত