রাহাত ফতেহ আলী খানের কনসার্টের আয় গেল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে অর্থ তুলে দিচ্ছে স্পিরিটস অব জুলাই প্ল্যাটফর্ম। ছবি: সংগৃহীত

জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য ‘ইকোস অব রেভল্যুশন’ নামের কনসার্টের আয়োজন করে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম। আজ মঙ্গলবার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে জমা দেওয়া হলো সেই কনসার্ট থেকে আয়কৃত ১ কোটি ৬৫ লক্ষ ১১ হাজার ৪৮৫ টাকা।

মঙ্গলবার দুপুর ২টায় রাজধানীর শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক সারজিস আলমের হাতে এই চেক তুলে দেওয়া হয়। এ সময় স্পিরিটস অব জুলাইয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইকোস অব রেভল্যুশন কনসার্টের আয়োজক মহিউদ্দিন মুজাহিদ মাহি, এসএম এহসান উল্লাহ ধ্রুব, খাইরুল আহসান মারজান, সাদেকুর রহমান সানি, মো. নূর এ আলম চৌধুরী, মো. জাফর আলী ও রাইয়ান রহমান ইরাত।

২১ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া এই কনসার্টে মূল আকর্ষণ হিসেবে গান পরিবেশন করেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। কনসার্টে বিনা পারিশ্রমিকে গান পরিবেশন করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাওয়ালী দল সিলসিলার উদ্বোধনী পরিবেশনার মধ্য দিয়ে শুরু হওয়া কনসার্টে আরও গান পরিবেশন করেন ছাত্র-জনতার আন্দোলনে গান গেয়ে জেল-জুলুমের শিকার হওয়া শিল্পী হান্নান, র‍্যাপার সেজানসহ দেশীয় ব্যান্ড চিরকুট, আর্টসেল ও আফটারম্যাথ। কনসার্টে টাইটেল স্পনসর ছিল প্রাইম ব্যাংক পিএলসি।

এর আগে, ৯ ডিসেম্বর সোমবার রাত থেকে তিনটি ক্যাটাগরিতে এই কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়। টিকিট বিক্রি চলে ১৯ ডিসেম্বর রাত ১১টা পর্যন্ত। টিকিট সেলিং পার্টনার হিসেবে ছিল গেট সেট রক নামক একটি প্রতিষ্ঠান। জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ভূমিকা বিবেচনায় রেখে তাদের প্রতি সম্মান জানিয়ে কনসার্টের টিকিট ক্রয়ে শিক্ষার্থীদের জন্য ১৬ থেকে ৩৬ শতাংশ পর্যন্ত বিশেষ ডিসকাউন্ট (ছাড়) দেওয়ার ব্যবস্থা ছিল।

উল্লেখ্য, অর্থ সংক্রান্ত সার্বিক বিষয়ের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ ও পরামর্শ প্রদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত