বদলে গেছেন জেফার

বিনোদন ডেস্ক
আপডেট : ০৩ জুলাই ২০২১, ১৫: ৩৭
Thumbnail image

তরুণ প্রজন্মের অনেকের কাছেই পরিচিত আর জনপ্রিয় এক নাম জেফার রহমান। বাংলাদেশে যাঁরা প্রযোজনা প্রতিষ্ঠানের অপেক্ষায় না থেকে ইউটিউবেই নিজেদের ক্যারিয়ার শুরু করেছেন, জেফার তাঁদের একজন। ২০১০ থেকে বিখ্যাত বেশ কিছু ইংরেজি গান কাভার করে শোরগোল ফেলে দিয়েছিলেন জেফার। সেই রেশ ধরেই তরুণ প্রজন্মের কাছে হয়ে উঠেছেন তুমুল জনপ্রিয়; বিশেষ করে স্টেজ শোতে জেফারের পারফরম্যান্স সত্যিই মুগ্ধতা ছড়ায়। স্বকীয় গায়কি আর ফ্যাশন সহজেই সবার থেকে আলাদা করেছে তাঁকে। মৌলিক ইংরেজি গান নিয়ে একক অ্যালবাম করেছেন জেফার। মূলত রক ও পপ ঘরানার ইংরেজি গানের পাশাপাশি বাংলা গান করেন তিনি। সম্প্রতি চলচ্চিত্রে গেয়েছেন, ওয়েব সিরিজেও গেয়েছেন। সংখ্যার হিসাবে বেশি না হলেও প্রশংসা কুড়িয়েছেন।

জেফারের ক্যারিয়ারের শুরুটা ইংরেজি গান দিয়েই। নেমেসিস, ওয়ারফেইজ, অর্থহীন-এর মতো জনপ্রিয় ব্যান্ডগুলোর সঙ্গে একই মঞ্চে শো করেছেন। ইউটিউবে বেশ কিছু গান প্রচারের পর ২০১৭ সালে প্রকাশিত হয় জেফারের প্রথম একক অ্যালবাম ‘আনকেইজড’। এতে তাঁর ৯টি মৌলিক ইংরেজি গান রয়েছে। একই বছর বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ‘সেনাপতি’তে গান গেয়েছেন জেফার, তা–ও ইংরেজিতে। তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া ‘ন ডরাই’ সিনেমাটি তাঁকে রাতারাতি বদলে দেয়। সিনেমায় ‘হারব না’ শিরোনামের গানটি গেয়ে সবার নজর কাড়েন তিনি। এরপরই সিদ্ধান্ত নেন বাংলা গানে নিয়মিত হওয়ার। সেই ভাবনা থেকে বেশ কয়েকটি বাংলা গান রেকর্ডিং করে ফেলেন। জেফার বলেন, ‘গান রেকর্ডিং হলেও ভিডিওগুলোর শুটিং আটকে আছে। প্ল্যান ছিল ভিডিও করে এবার ঈদে প্রকাশ করব। কিন্তু করোনার কারণে আপাতত সেটা হচ্ছে না।’

জেফার রহমানঅ্যালবামের গানগুলোয় জেফারের সঙ্গে গেয়েছেন বেশ কজন শিল্পী। এর মধ্যে নতুন ব্যান্ড ‘আরেকটা রক ব্যান্ড’-এর সঙ্গে রয়েছে একটি গান। গান আছে ফুয়াদ আল মুক্তাদির, নয়া দামানখ্যাত মুজা, নাগিব হক প্রমুখের সঙ্গে। গানের কথার ব্যাপারেও বিশেষ মনোযোগী হয়েছেন জেফার। তিনি বলেন, ‘কয়েকটি গান সব শ্রেণির মানুষ পছন্দ করবে। আগে সবকিছু কঠিন করে ভাবতাম। ভিন্নতার আশায় সহজ কথার গানগুলো এড়িয়ে যেতাম। এখন আমি সহজ কথায় সুন্দর গান করছি। যেন সব শ্রেণির মানুষের কাছেই গানগুলো গ্রহণযোগ্যতা পায়।’

এর আগে ‘পাঠশালা’ সিনেমায় জেফার গেয়েছেন ‘তুই ভালো থাকিস’ শিরোনামের গান। ‘যাযাবর’ সিনেমায় গেয়েছেন রোমান্টিক গান ‘প্রিয়তমা’। ওয়েব সিরিজ ‘মাকড়শা’র গানটিও বেশ সাড়া ফেলেছে। তবে ‘ন ডরাই’ সিনেমায় কাজ করার অভিজ্ঞতা আমূল বদলে দিয়েছে জেফারকে। এই সিনেমায় তিনি গান গাওয়ার পাশাপাশি নির্বাহী প্রযোজকের দায়িত্বটাও পালন করেছেন। জেফার বলেন, ‘একটা সিনেমার নির্বাহী প্রযোজকের দায়িত্ব সত্যিই বেশ বড়। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সিনেমার সব ধরনের কাজই তদারক করতে হয়েছে। এমনকি সিনেমার মুক্তি ও প্রদর্শনীর ব্যাপারেও কাজ করতে হয়েছে। সবকিছুই আমাকে বদলে দিয়েছে। যেমন গানের ব্যাপারে আমার ভাবনা বদলে গেছে। নিজের দায়িত্ব আর করণীয় ব্যাপারে আত্মবিশ্বাসী করে তুলেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত