বিনোদন ডেস্ক
বিশ্বের অন্যতম বড় সংগীতের আয়োজন কোচেলা ভ্যালি মিউজিক্যাল অ্যান্ড আর্টস কনসার্টের এবারের আসরে পারফর্ম করেছেন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় র্যাপার এপি ধিল্লোঁ। পারফরমেন্সের কারণে যেখানে আলোচনায় থাকার কথা, উল্টো সমালোচনার মুখে পড়েছেন তিনি। পারফরম্যান্স শেষে কোনো কারণ ছাড়াই নিজের গিটার আছড়ে ভেঙে ফেলেন এই গায়ক। সেই ভিডিও হয়েছে ভাইরাল। এমন কাণ্ড দেখে অবাক হয়েছেন উপস্থিত দর্শক।
নেটিজেনরাও বিরক্ত এপির এ রকম কাণ্ড দেখে। তাঁর জনপ্রিয় গান ‘ব্রাউন মুণ্ডে’ গাওয়ার পরেই এ কাজ করেন তিনি। আর তারপর সমালোচনার মুখে পড়তে হয় র্যাপারকে। এক নেটিজেন লিখেছেন, ‘যা আপনাকে স্টেজ অবধি পৌঁছাতে সাহায্য করেছে, তাকে সম্মান করতে শিখুন।’
কোচেলা ভ্যালি মিউজিক অ্যান্ড আর্টস ফেস্টিভ্যাল বিশ্বের অন্যতম সেরা কনসার্ট। সেখানে চলতি বছরে পারফর্ম করার সুযোগ পেয়েছেন এপি। গত বছর কোচেলা ফেস্টিভ্যালে পারফর্ম করেছিলেন ভারতীয় গায়ক দিলজিৎ দোসাঞ্জ। সেই প্রসঙ্গ টেনে অন্য এক নেটিজেন লিখেছেন, ‘এখানেই দিলজিৎ (দোসাঞ্জ) অন্যদের থেকে আলাদা। আপনি কি মনে করেন এই সব দেখতে খুব ভালো লাগে? নিজেকে ‘‘কুল’’ প্রমাণ করতে চান?’ তৃতীয় আরেকজনের মন্তব্য, ‘গিটার ভাঙলেন কোন সাহসে? এটা করা আপনার একেবারেই উচিত হয়নি।’
নেটিজেনদের সুরেই ভারতীয় গায়ক রাহুল বৈদ্য সমালোচনা শাণিয়ে বলেছেন, ‘আনফরচুনেট বিহেভিয়র। স্টেজ ও মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের খেয়াল রাখা আমাদের সংস্কৃতি। আর এই পাঞ্জাবি গায়ক ওয়েস্টার্ন স্টাইল নকল করে স্টেজে গিটার ভাঙছেন। দুঃখজনক। ভাই এপি, নিজের শিকড় ভুলে যেও না।’
এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি এপি। কোচেলার অফিশিয়াল হ্যান্ডেলে এপির ভিডিও পোস্ট করে অবশ্য লেখা হয়, ‘ইটস আ স্ম্যাশ।’
উল্লেখ্য, এপি ধিল্লোঁ বা অমৃতপাল সিং ধিল্লোঁ ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় গায়ক-র্যাপার। তাঁর পাঁচটি গান সারা বিশ্বে সেরা জনপ্রিয় গানের তালিকায় রয়েছে।
বিশ্বের অন্যতম বড় সংগীতের আয়োজন কোচেলা ভ্যালি মিউজিক্যাল অ্যান্ড আর্টস কনসার্টের এবারের আসরে পারফর্ম করেছেন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় র্যাপার এপি ধিল্লোঁ। পারফরমেন্সের কারণে যেখানে আলোচনায় থাকার কথা, উল্টো সমালোচনার মুখে পড়েছেন তিনি। পারফরম্যান্স শেষে কোনো কারণ ছাড়াই নিজের গিটার আছড়ে ভেঙে ফেলেন এই গায়ক। সেই ভিডিও হয়েছে ভাইরাল। এমন কাণ্ড দেখে অবাক হয়েছেন উপস্থিত দর্শক।
নেটিজেনরাও বিরক্ত এপির এ রকম কাণ্ড দেখে। তাঁর জনপ্রিয় গান ‘ব্রাউন মুণ্ডে’ গাওয়ার পরেই এ কাজ করেন তিনি। আর তারপর সমালোচনার মুখে পড়তে হয় র্যাপারকে। এক নেটিজেন লিখেছেন, ‘যা আপনাকে স্টেজ অবধি পৌঁছাতে সাহায্য করেছে, তাকে সম্মান করতে শিখুন।’
কোচেলা ভ্যালি মিউজিক অ্যান্ড আর্টস ফেস্টিভ্যাল বিশ্বের অন্যতম সেরা কনসার্ট। সেখানে চলতি বছরে পারফর্ম করার সুযোগ পেয়েছেন এপি। গত বছর কোচেলা ফেস্টিভ্যালে পারফর্ম করেছিলেন ভারতীয় গায়ক দিলজিৎ দোসাঞ্জ। সেই প্রসঙ্গ টেনে অন্য এক নেটিজেন লিখেছেন, ‘এখানেই দিলজিৎ (দোসাঞ্জ) অন্যদের থেকে আলাদা। আপনি কি মনে করেন এই সব দেখতে খুব ভালো লাগে? নিজেকে ‘‘কুল’’ প্রমাণ করতে চান?’ তৃতীয় আরেকজনের মন্তব্য, ‘গিটার ভাঙলেন কোন সাহসে? এটা করা আপনার একেবারেই উচিত হয়নি।’
নেটিজেনদের সুরেই ভারতীয় গায়ক রাহুল বৈদ্য সমালোচনা শাণিয়ে বলেছেন, ‘আনফরচুনেট বিহেভিয়র। স্টেজ ও মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের খেয়াল রাখা আমাদের সংস্কৃতি। আর এই পাঞ্জাবি গায়ক ওয়েস্টার্ন স্টাইল নকল করে স্টেজে গিটার ভাঙছেন। দুঃখজনক। ভাই এপি, নিজের শিকড় ভুলে যেও না।’
এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি এপি। কোচেলার অফিশিয়াল হ্যান্ডেলে এপির ভিডিও পোস্ট করে অবশ্য লেখা হয়, ‘ইটস আ স্ম্যাশ।’
উল্লেখ্য, এপি ধিল্লোঁ বা অমৃতপাল সিং ধিল্লোঁ ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় গায়ক-র্যাপার। তাঁর পাঁচটি গান সারা বিশ্বে সেরা জনপ্রিয় গানের তালিকায় রয়েছে।
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
২২ মিনিট আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
২ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৫ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৭ ঘণ্টা আগে