বিনোদন প্রতিবেদক, ঢাকা
ইউটিউবে প্রকাশ পেয়েছে নতুন গান ‘হায়রে প্রবাস জীবন’। গানটি গেয়েছেন পলক হাসান সুমন। ইতিমধ্যে এই গানটি ইউটিউবে বেশ সারা ফেলেছে।
আমাদের বাংলাদেশর গ্রাম অঞ্চলের প্রতিটা পরিবারে কেউ না কেউ প্রবাসে থাকে। প্রবাসের মাটিতে বিদেশিরা অনেক কষ্ট সহ্য করে। হায়রে প্রবাস জীবন গানটিতে সেই সকল প্রবাসীদের দুঃখ কষ্টের কথা উল্লেখ করা হয়েছে।
হায়রে প্রবাস জীবন গানটি সম্পর্কে পলক ভাষার সুমন আমাদের জানান। ‘এর আগে আমার গাওয়া ইউটিউব এ বেশ অনেকগুলো গান প্রকাশ হয়েছে। অনেক দিন ধরে ভাবছি প্রবাসীদের নিয়ে একটি গান করব। হঠাৎ একদিন মডেল প্রীতম ভাই আমাকে ফোন করে বলল প্রবাসীদের নিয়ে একটি গান করার জন্য তার ইউটিউব চ্যানেলের জন্য। তারপর গানটি রেডি করলাম। অডিও অডিওটি কমপ্লিট করার পর সবার কাছে অনেক ভালো লাগল। প্রীতম ভাই এবং ডিরেক্টর জিসান বেশ সুন্দর একটি গল্প তৈরি করল এই গানটির জন্য।’
হায়রে প্রবাস জীবন গানটি লিখেছেন সালাউদ্দিন সাগর, গানটির সুর করেছেন পলক হাসান নিজেই, গানটির মিউজিক করেছেন সম্রাট আহমেদ, ভিডিও নির্মাণ করেছেন জেএস জিসান। গানটিতে মডেল হিসেবে অভিনয় করেছেন আনান খান, প্রীতম খান, পলক হাসান সুমন, প্রনমি, দোলন, তমা। মিউজিক ভিডিওটি প্রীতম খান অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।
ইউটিউবে প্রকাশ পেয়েছে নতুন গান ‘হায়রে প্রবাস জীবন’। গানটি গেয়েছেন পলক হাসান সুমন। ইতিমধ্যে এই গানটি ইউটিউবে বেশ সারা ফেলেছে।
আমাদের বাংলাদেশর গ্রাম অঞ্চলের প্রতিটা পরিবারে কেউ না কেউ প্রবাসে থাকে। প্রবাসের মাটিতে বিদেশিরা অনেক কষ্ট সহ্য করে। হায়রে প্রবাস জীবন গানটিতে সেই সকল প্রবাসীদের দুঃখ কষ্টের কথা উল্লেখ করা হয়েছে।
হায়রে প্রবাস জীবন গানটি সম্পর্কে পলক ভাষার সুমন আমাদের জানান। ‘এর আগে আমার গাওয়া ইউটিউব এ বেশ অনেকগুলো গান প্রকাশ হয়েছে। অনেক দিন ধরে ভাবছি প্রবাসীদের নিয়ে একটি গান করব। হঠাৎ একদিন মডেল প্রীতম ভাই আমাকে ফোন করে বলল প্রবাসীদের নিয়ে একটি গান করার জন্য তার ইউটিউব চ্যানেলের জন্য। তারপর গানটি রেডি করলাম। অডিও অডিওটি কমপ্লিট করার পর সবার কাছে অনেক ভালো লাগল। প্রীতম ভাই এবং ডিরেক্টর জিসান বেশ সুন্দর একটি গল্প তৈরি করল এই গানটির জন্য।’
হায়রে প্রবাস জীবন গানটি লিখেছেন সালাউদ্দিন সাগর, গানটির সুর করেছেন পলক হাসান নিজেই, গানটির মিউজিক করেছেন সম্রাট আহমেদ, ভিডিও নির্মাণ করেছেন জেএস জিসান। গানটিতে মডেল হিসেবে অভিনয় করেছেন আনান খান, প্রীতম খান, পলক হাসান সুমন, প্রনমি, দোলন, তমা। মিউজিক ভিডিওটি প্রীতম খান অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।
ইকবাল হোসেন চৌধুরীর ‘বলী’ সিনেমার প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর। রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আজ বিকেল ৪টায় শুরু হয় সমাপনী আয়োজন। এরপর ঘোষণা করা হয় উৎসবের বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম। সেরাদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃত
১৯ মিনিট আগেশাহিদ কাপুর ও কারিনা কাপুরের প্রেম একসময় বলিউডে মুখে মুখে ছিল। তবে বিচ্ছেদের পর একে অপরকে এড়িয়ে চলেন তাঁরা। কথা বলা তো দূরের কথা, মুখ দেখাদেখিও বন্ধ তাঁদের। প্রেমিকার সঙ্গে তিক্ততা থাকলেও তাঁর স্বামী সাইফ আলী খানের জন্য উদ্বেগ প্রকাশ করলেন শাহিদ কাপুর।
৬ ঘণ্টা আগেপল্লিকবি জসীমউদ্দীনের কবিতায় ইমন চৌধুরী তৈরি করলেন গান। কবির ‘হলুদ বরণী’ কবিতা অবলম্বনে তৈরি হয়েছে ‘ফুল নেয়া ভালো নয়’ শিরোনামের গানটি। এই গান দিয়ে শুরু হলো ইমন চৌধুরীর নতুন মিউজিক প্রজেক্ট বেঙ্গল সিম্ফনি।
৬ ঘণ্টা আগেরোজার ঈদে মুক্তি পাবে আদর আজাদ ও শবনম বুবলী অভিনীত সিনেমা ‘পিনিক’। গত শনিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত পোস্টারে বুবলীকে পাওয়া গেল ভিন্নরূপে।
৭ ঘণ্টা আগে