বিনোদন প্রতিবেদক, ঢাকা
অ্যাকশন ঘরানার সিনেমা ‘পিনিক’ বানাচ্ছেন জাহিদ জুয়েল। এতে অভিনয় করছেন আদর আজাদ ও শবনম বুবলী। গত নভেম্বরে আদর আজাদের ফার্স্টলুক পোস্টার প্রকাশ করে জানানো হয়েছে সিনেমাটি মুক্তি পাবে রোজার ঈদে। এবার প্রকাশ করা হলো বুবলীর ক্যারেক্টার লুক পোস্টার।
শনিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত পোস্টারে বুবলীকে পাওয়া গেল একেবারে ভিন্নরূপে। গলায় হিজাব, চোখে কালো চশমা, ঘাড় থেকে পুরো মুখ খাঁচায় বন্দী। এ যেন গভীর রহস্যের ইঙ্গিত। পিনিক নিয়ে বুবলী জানান, সিনেমায় থাকছে অ্যাকশন, রোমান্স, সাসপেন্স, মিস্ট্রি ও মনস্তাত্ত্বিক থ্রিলার। নায়িকার ভাষ্যমতে, ‘আমি অনেক দিন ধরে চাইছিলাম এমন চরিত্রে অভিনয় করতে, যা দেখে দর্শক চমকে উঠবে! পিনিকে আমার চরিত্র ঠিক এমনই।’
নির্মাতা জাহিদ জুয়েল বলেন, ‘পিনিক দর্শকদের একটা ঘোরের জগতে নিয়ে যাবে। আশা করি ঈদের সময় সিনেমাটি আলোচনার সৃষ্টি করবে।’ পিনিক প্রযোজনা করছে ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট। সহপ্রযোজনা ও আয়োজকের দায়িত্বে আছেন অভিনেতা শিমুল খান। ডিজিটাল ডিস্ট্রিবিউশনে আছে এআর মুভি নেটওয়ার্ক।
আদর আজাদ ও শবনম বুবলী জুটির তৃতীয় সিনেমা পিনিক। এর আগে সৈকত নাসিরের ‘তালাশ’ ও সাইফ চন্দনের ‘লোকাল’ সিনেমায় দেখা গেছে এই জুটিকে। পিনিকে আদর-বুবলী ছাড়াও আরও আছেন আলীরাজ, ফজলুর রহমান বাবু, সমু চৌধুরী, আজাদ আবুল কালাম, শরীফ সিরাজ, কেয়া আল জান্নাহ, মোমেনা চৌধুরী, শিমুল খান প্রমুখ।
অ্যাকশন ঘরানার সিনেমা ‘পিনিক’ বানাচ্ছেন জাহিদ জুয়েল। এতে অভিনয় করছেন আদর আজাদ ও শবনম বুবলী। গত নভেম্বরে আদর আজাদের ফার্স্টলুক পোস্টার প্রকাশ করে জানানো হয়েছে সিনেমাটি মুক্তি পাবে রোজার ঈদে। এবার প্রকাশ করা হলো বুবলীর ক্যারেক্টার লুক পোস্টার।
শনিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত পোস্টারে বুবলীকে পাওয়া গেল একেবারে ভিন্নরূপে। গলায় হিজাব, চোখে কালো চশমা, ঘাড় থেকে পুরো মুখ খাঁচায় বন্দী। এ যেন গভীর রহস্যের ইঙ্গিত। পিনিক নিয়ে বুবলী জানান, সিনেমায় থাকছে অ্যাকশন, রোমান্স, সাসপেন্স, মিস্ট্রি ও মনস্তাত্ত্বিক থ্রিলার। নায়িকার ভাষ্যমতে, ‘আমি অনেক দিন ধরে চাইছিলাম এমন চরিত্রে অভিনয় করতে, যা দেখে দর্শক চমকে উঠবে! পিনিকে আমার চরিত্র ঠিক এমনই।’
নির্মাতা জাহিদ জুয়েল বলেন, ‘পিনিক দর্শকদের একটা ঘোরের জগতে নিয়ে যাবে। আশা করি ঈদের সময় সিনেমাটি আলোচনার সৃষ্টি করবে।’ পিনিক প্রযোজনা করছে ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট। সহপ্রযোজনা ও আয়োজকের দায়িত্বে আছেন অভিনেতা শিমুল খান। ডিজিটাল ডিস্ট্রিবিউশনে আছে এআর মুভি নেটওয়ার্ক।
আদর আজাদ ও শবনম বুবলী জুটির তৃতীয় সিনেমা পিনিক। এর আগে সৈকত নাসিরের ‘তালাশ’ ও সাইফ চন্দনের ‘লোকাল’ সিনেমায় দেখা গেছে এই জুটিকে। পিনিকে আদর-বুবলী ছাড়াও আরও আছেন আলীরাজ, ফজলুর রহমান বাবু, সমু চৌধুরী, আজাদ আবুল কালাম, শরীফ সিরাজ, কেয়া আল জান্নাহ, মোমেনা চৌধুরী, শিমুল খান প্রমুখ।
সম্প্রতি এক অনুষ্ঠানে পারফর্ম করার সময় পরিহিত পোশাক ও নাচের অঙ্গভঙ্গি নিয়ে সমালোচিত হন অভিনেত্রী সামিরা খান মাহি। ব্যাপক সমালোচনায় বিরক্ত হলেও সে সময় দিয়েছিলেন পোশাক নিয়ে কটাক্ষের ব্যাখ্যা। সেই সমালোচনার রেশ কাটার আগেই জানা গেল, ভেঙে গেছে তাঁর প্রেমের সম্পর্ক। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী।
১ ঘণ্টা আগে২০২০ সালের ১৮ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘তকদীর’ ওয়েব সিরিজ দিয়ে চমকে দিয়েছিলেন নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। এরপর ‘কারাগার’ সিরিজটি মুক্তির পর প্রত্যাশা বেড়েছে আরও। তবে ২০২২ সালের ডিসেম্বরে কারাগার সিরিজের দ্বিতীয় সিজন মুক্তির পর আর কোনো নতুন কাজ দেখা যায়নি শাওকীর।
১ ঘণ্টা আগে১৯ এপ্রিল হয়েছে অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের ২০২৫-২৮ মেয়াদের নির্বাচন। এবার সভাপতি হিসেবে আজাদ আবুল কালাম ও সাধারণ সম্পাদক পদে রাশেদ মামুন অপু নির্বাচিত হয়েছেন।
১ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ ঘণ্টা আগে