বিনোদন প্রতিবেদক, ঢাকা
নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করছেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। এবার ইউটিউবের চ্যানেলের জন্য নাটক বানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগামী ঈদে প্রচারের লক্ষ্যে এখন চলছে গল্প লেখার কাজ। নাটকটি বানাবেন মহিদুল মহিম।
দুই বছর আগে অভিনয়ে নাম লিখিয়েছেন পড়শী। সাজিন আহমেদ বাবুর পরিচালনায় ‘মারিয়া ওয়ান পিস’ নামের নাটকটিতে পড়শীর সহশিল্পী ছিলেন ঋষি কৌশিক। এরপর বিশেষ দিবস উপলক্ষে নির্মিত বেশ কয়েকটি নাটকে দেখা গেছে তাঁকে। ইতিমধ্যে অভিনয়েও প্রশংসিত হয়েছেন তিনি। অনেক নির্মাতা তাঁকে নিয়ে কাজ করার আগ্রহ দেখাচ্ছেন। তবে পড়শী চান পছন্দ অনুযায়ী গল্প, নির্মাতা ও সহশিল্পীদের সঙ্গে কাজ করতে। সেই ভাবনা থেকেই নাটক প্রযোজনার পরিকল্পনা করেছেন। আগামী রোজার ঈদে প্রচারের লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছেন তিনি। পুরো বিষয়টির তত্ত্বাবধানে থাকবেন পড়শীর ভাই স্বাক্ষর।
পড়শীর নাটক প্রযোজনার বিষয়ে স্বাক্ষর বলেন, ‘দুই বছর যাবৎ পড়শী নাটকে অভিনয় করছে। এখন অনেক চিত্রনাট্য আসে। অনেক সময় সবকিছু পছন্দ না হলেও অনুরোধের কারণে সেই নাটকে পড়শীকে অভিনয় করতে হয়। কিন্তু সে চায় সবকিছু মিলে গেলেই অভিনয় করতে। প্রযোজনা করলে এমনটা সম্ভব। তাই পারিবারিকভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
স্বাক্ষর জানান, পড়শীর এখন যে ইউটিউব চ্যানেল আছে, সেখানেই প্রথম দিকের নাটকগুলো প্রকাশ পাবে। পরবর্তী সময়ে দর্শকের সাড়া পেলে নাটকের জন্য আলাদা চ্যানেল খুলতে চান পড়শী।
গত ঈদুল আজহায় পড়শীকে নাটকে দেখা না গেলেও আগামী ভালোবাসা দিবসের তিনটি নাটকে দেখা যাবে তাঁকে। নাটকগুলো পরিচালনা করবেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, মহিদুল মহিম ও মাহমুদুর রহমান হিমি। এতে পড়শীর সঙ্গে দেখা যাবে তৌসিফ মাহবুব ও জোভানকে। এখন নাটকের শুটিং নিয়েই ব্যস্ত পড়শী।
নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করছেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। এবার ইউটিউবের চ্যানেলের জন্য নাটক বানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগামী ঈদে প্রচারের লক্ষ্যে এখন চলছে গল্প লেখার কাজ। নাটকটি বানাবেন মহিদুল মহিম।
দুই বছর আগে অভিনয়ে নাম লিখিয়েছেন পড়শী। সাজিন আহমেদ বাবুর পরিচালনায় ‘মারিয়া ওয়ান পিস’ নামের নাটকটিতে পড়শীর সহশিল্পী ছিলেন ঋষি কৌশিক। এরপর বিশেষ দিবস উপলক্ষে নির্মিত বেশ কয়েকটি নাটকে দেখা গেছে তাঁকে। ইতিমধ্যে অভিনয়েও প্রশংসিত হয়েছেন তিনি। অনেক নির্মাতা তাঁকে নিয়ে কাজ করার আগ্রহ দেখাচ্ছেন। তবে পড়শী চান পছন্দ অনুযায়ী গল্প, নির্মাতা ও সহশিল্পীদের সঙ্গে কাজ করতে। সেই ভাবনা থেকেই নাটক প্রযোজনার পরিকল্পনা করেছেন। আগামী রোজার ঈদে প্রচারের লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছেন তিনি। পুরো বিষয়টির তত্ত্বাবধানে থাকবেন পড়শীর ভাই স্বাক্ষর।
পড়শীর নাটক প্রযোজনার বিষয়ে স্বাক্ষর বলেন, ‘দুই বছর যাবৎ পড়শী নাটকে অভিনয় করছে। এখন অনেক চিত্রনাট্য আসে। অনেক সময় সবকিছু পছন্দ না হলেও অনুরোধের কারণে সেই নাটকে পড়শীকে অভিনয় করতে হয়। কিন্তু সে চায় সবকিছু মিলে গেলেই অভিনয় করতে। প্রযোজনা করলে এমনটা সম্ভব। তাই পারিবারিকভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
স্বাক্ষর জানান, পড়শীর এখন যে ইউটিউব চ্যানেল আছে, সেখানেই প্রথম দিকের নাটকগুলো প্রকাশ পাবে। পরবর্তী সময়ে দর্শকের সাড়া পেলে নাটকের জন্য আলাদা চ্যানেল খুলতে চান পড়শী।
গত ঈদুল আজহায় পড়শীকে নাটকে দেখা না গেলেও আগামী ভালোবাসা দিবসের তিনটি নাটকে দেখা যাবে তাঁকে। নাটকগুলো পরিচালনা করবেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, মহিদুল মহিম ও মাহমুদুর রহমান হিমি। এতে পড়শীর সঙ্গে দেখা যাবে তৌসিফ মাহবুব ও জোভানকে। এখন নাটকের শুটিং নিয়েই ব্যস্ত পড়শী।
রোববার রাতে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র। রাজধানীর একটি হাসপাতালে জীবনের শেষ ১৪টি দিন মৃত্যুর সঙ্গে লড়ে শেষ পর্যন্ত হেরে গেলেন তিনি। প্রিয়জনদের কাঁদিয়ে চলে গেলেন ওপারে। ১৯৪১ সালের ১৮ আগস্ট চাঁদপুরের নতুন বাজারের গুয়াখোলায় মামাবাড়িতে জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র।
১৫ ঘণ্টা আগেতাহসানের বিয়ে নিয়ে আলোচনা এখনো তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই এ উন্মাদনার প্রমাণ মিলছে। গায়ক তাহসান ও তাঁর নতুন জীবনসঙ্গী রোজা আহমেদের বিয়ের ছবি ঘুরছে হাজারো পোস্টে। শুভকামনার বন্যার সঙ্গে চলছে নানা কৌতূহল। সবচেয়ে বেশি প্রশ্ন—হানিমুনে কোথায় যাচ্ছেন তাহসান-রোজা দম্পতি।
১৫ ঘণ্টা আগেপ্রথমবার ওটিটি কনটেন্টে অভিনয় করলেন সুমাইয়া শিমু ও ইসলাম উদ্দিন পালাকার। নুহাশ হুমায়ূন পরিচালিত ‘পেট কাটা ষ’-এর দ্বিতীয় সিজন ‘২ষ’-এর ‘বেসুরা’ পর্বে দেখা যাবে তাঁদের অভিনয়। এই পর্ব দিয়েই শেষ হচ্ছে সিরিজটির দ্বিতীয় সিজন। চরকিতে প্রচারিত সিরিজটির গল্প রচনা করছেন নুহাশ হুমায়ূন ও তাঁর মা গুলতেকিন খান।
১৬ ঘণ্টা আগেদ্য ব্রুটালিস্ট, এমিলিয়া পেরেজ ও শোগান—৮২তম গোল্ডেন গ্লোবসের মঞ্চে এ তিনটি নামই বারবার উচ্চারিত হলো। বাংলাদেশ সময় ৬ জানুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দ্য বেভারলি হিলটন হোটেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার দেওয়া শুরু হয়।
১৬ ঘণ্টা আগে