অনলাইন ডেস্ক
চলছে দেশের সবচেয়ে বড় বাউল গানের রিয়্যালিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২২ চতুর্থ আসর’। সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় মাছরাঙা টেলিভিশনে শিগগিরই দেখা যাবে ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২২ চতুর্থ আসর’। এর পঞ্চম অডিশন ও সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হয়েছে ১ জুলাই, ময়মনসিংহের মহারাজা রোডে অবস্থিত মুকুল নিকেতন উচ্চবিদ্যালয়ে।
দিনভর অসংখ্য প্রতিযোগীর গান শুনে বিচারকেরা বিচারকার্য সম্পন্ন করেন। বিচারক হিসেবে ঢাকা থেকে ছিলেন আজাদ দেওয়ান মুক্তি, লাভলি দেব, কাজল রেখা, কামরুজ্জামান রাব্বি। আর ময়মনসিংহ থেকে ছিলেন জাহিদুল কবির লিটন ও তন্নি সাহা।
তাল-সুর-লয়, উচ্চারণ এবং গায়কি-এই পাঁচটি বিষয়ে মার্কিং করে বিচারকেরা ম্যাজিক কার্ড প্রদান করেন দুইজন শিল্পীকে। তাঁরা হলেন মো. ফকির চান এবং মো. সাইফুল ইসলাম তানভীর। সারা দেশের মোট ১৮ জন প্রতিযোগী অংশ নেবেন মূল রাউন্ডে।
বাংলা লোকসংগীতে নতুন প্রতিভা অন্বেষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য যথাযথ আর্কাইভ তৈরির পাশাপাশি শিল্পীদের সহায়তা, মূল্যায়ন, গানের রাইটস ও রয়্যালটি যথাযথভাবে নিশ্চিত করার জন্য যাত্রা শুরু হয়েছিল সান ফাউন্ডেশনের। এরই ধারাবাহিকতায় শুরু হলো এবারের ম্যাজিক বাউলিয়ানা ২০২২। চতুর্থ আসরে ২৬ মে পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন সারা দেশের ৫০ হাজারেরও বেশি প্রতিযোগী।
ম্যাজিক বাউলিয়ানার প্রতিটি পর্ব দেখতে চোখ রাখুন মাছরাঙা টেলিভিশনের পর্দায়। ম্যাজিক বাউলিয়ানার আয়োজক মাছরাঙা টেলিভিশন। পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। ক্রিয়েটিভ এবং ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড। ওয়ার্ডরোব পার্টনার-দেশাল।
চলছে দেশের সবচেয়ে বড় বাউল গানের রিয়্যালিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২২ চতুর্থ আসর’। সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় মাছরাঙা টেলিভিশনে শিগগিরই দেখা যাবে ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২২ চতুর্থ আসর’। এর পঞ্চম অডিশন ও সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হয়েছে ১ জুলাই, ময়মনসিংহের মহারাজা রোডে অবস্থিত মুকুল নিকেতন উচ্চবিদ্যালয়ে।
দিনভর অসংখ্য প্রতিযোগীর গান শুনে বিচারকেরা বিচারকার্য সম্পন্ন করেন। বিচারক হিসেবে ঢাকা থেকে ছিলেন আজাদ দেওয়ান মুক্তি, লাভলি দেব, কাজল রেখা, কামরুজ্জামান রাব্বি। আর ময়মনসিংহ থেকে ছিলেন জাহিদুল কবির লিটন ও তন্নি সাহা।
তাল-সুর-লয়, উচ্চারণ এবং গায়কি-এই পাঁচটি বিষয়ে মার্কিং করে বিচারকেরা ম্যাজিক কার্ড প্রদান করেন দুইজন শিল্পীকে। তাঁরা হলেন মো. ফকির চান এবং মো. সাইফুল ইসলাম তানভীর। সারা দেশের মোট ১৮ জন প্রতিযোগী অংশ নেবেন মূল রাউন্ডে।
বাংলা লোকসংগীতে নতুন প্রতিভা অন্বেষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য যথাযথ আর্কাইভ তৈরির পাশাপাশি শিল্পীদের সহায়তা, মূল্যায়ন, গানের রাইটস ও রয়্যালটি যথাযথভাবে নিশ্চিত করার জন্য যাত্রা শুরু হয়েছিল সান ফাউন্ডেশনের। এরই ধারাবাহিকতায় শুরু হলো এবারের ম্যাজিক বাউলিয়ানা ২০২২। চতুর্থ আসরে ২৬ মে পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন সারা দেশের ৫০ হাজারেরও বেশি প্রতিযোগী।
ম্যাজিক বাউলিয়ানার প্রতিটি পর্ব দেখতে চোখ রাখুন মাছরাঙা টেলিভিশনের পর্দায়। ম্যাজিক বাউলিয়ানার আয়োজক মাছরাঙা টেলিভিশন। পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। ক্রিয়েটিভ এবং ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড। ওয়ার্ডরোব পার্টনার-দেশাল।
ভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ বাবা সিদ্দিকি নিহতের পর থেকে আবারও প্রাণ নাশের হুমকিতে বলিউড ভাইজান সালমান খান। বাড়িয়ে দেওয়া হয়েছে তাঁর নিরাপত্তা। কৃষ্ণসার হরিণ হত্যা অভিযোগে বিষ্ণোই গ্যাংয়ের এমন হুমকিতে সালমান। যেতে হয়েছিল হাজতেও। এরই মধ্যে বিগ বসের এক অংশগ্রহণকারীকে শিক্ষা দিতে থানায় আটকের...
১ ঘণ্টা আগেঢাকাই সিনেমায় দুই যুগের ক্যারিয়ার শাকিব খানের। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ক্রিকেটের সঙ্গে। শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান দল কিনেছে বিপিএলে। দলের নাম ঢাকা ক্যাপিটালস। শাকিবের ঢাকা ক্যাপিটালসের সঙ্গে ম্যাচ খেলবেন দেশের শোবিজ তারকারা। এমনটাই জানালেন শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান...
৪ ঘণ্টা আগে‘মুভিং বাংলাদেশ’ নামের সিনেমার জন্য বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে ফান্ডিং পেয়েছেন নুহাশ হুমায়ূন। সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছিল সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়। সম্প্রতি জানা গেছে, সিনেমাটির সঙ্গে আর যুক্ত থাকছে না সরকার। বাতিল করা হয়েছে মুভিং বাংলাদেশ সিনেমার জন্য ৫০ লাখ...
৪ ঘণ্টা আগেশাকিব খানকে কেন্দ্র করে তাঁর দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্বটা নতুন কিছু নয়। সুযোগ পেলেই তাঁরা পরস্পরের প্রতি খড়্গহস্ত হন। এবার টয়লেড ডে-র শুভেচ্ছা জানানোর নাম করে বুবলীকে খোঁচা দিলেন অপু।
১৫ ঘণ্টা আগে