বিনোদন প্রতিবেদক, ঢাকা
নগরবাউল জেমসের অসংখ্য গানের গীতিকার বিশু শিকদার। ‘দুষ্টু ছেলের দল’, ‘বিজলী’, ‘যদি এই শীতে’, ‘আমি তোমাদেরই লোক’, ‘সেলাই দিদিমনি’, ‘অবশেষে জেনেছি’, ‘তুফান’, ‘দিওয়ানা মাস্তানা’সহ জেমসের জন্য অনেক গান লিখেছেন বিশু শিকদার। মূলত জেমসের জন্যই গান লিখতেন এই গীতিকবি। এমনকি এক যুগ পর গত বছরে ‘আই লাভ ইউ’ নামে জেমস যে গান প্রকাশ করেন, সে গানও জেমসের সঙ্গে যৌথভাবে বিশুর লেখা। ২১ জানুয়ারি নড়াইলের লোহাগড়ায় নিজ বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন বিশু।
বিশুর মৃত্যুর শোক প্রবলভাবে ছুঁয়ে গেছে জেমসকে। তাঁর মৃত্যুর পর ফেসবুকে পোস্ট করেছিলেন নগরবাউল, ফোনে তাঁর পরিবারের খোঁজ নিয়েছেন। এতেই সীমাবদ্ধ থাকেননি, জেমস ছুটে গেছেন বিশুর গ্রামের বাড়িতে। তাঁর পরিবারকে সান্ত্বনা দিয়েছেন। বিশু শিকদারের দুই মেয়ে সপ্তম শ্রেণিতে পড়ুয়া সুকন্যা ও দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া রাফিয়া রশ্মির সার্বিক দায়িত্বও নিয়েছেন এই রকস্টার।
জেমসের মুখপাত্র রবিন ঠাকুর জানিয়েছেন, সোমবার বেলা দুইটার দিকে নড়াইলের লোহাগড়ার ধোপাদহ গ্রামে বিশুর বাড়িতে পৌঁছান জেমস। তিনি বিশু শিকদারের কবর জিয়ারত করেন এবং তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন। বিশুর বাড়িতে প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন তিনি। বিশু শিকদারের দুই মেয়েকে কাছে টেনে নেন। বিশুর স্ত্রীকে তিনি আশ্বস্ত করে বলেন, দুই মেয়ের পড়াশোনা ও অন্যান্য খরচ বহন করবেন তিনি। এ ছাড়া পরিবারের যেকোনো প্রয়োজনে সংকোচ না করে জেমসের সঙ্গে যোগাযোগ করতে বলেন।
জেমসের সঙ্গে বিশু শিকদারের সম্পর্ক ছিল পরিবারের মতোই। জেমসের সার্বক্ষণিক সঙ্গী ছিলেন বিশু। ‘দুষ্টু ছেলের দল’ অ্যালবাম থেকেই তাঁদের একসঙ্গে পথচলা শুরু। এই দীর্ঘ সময়ে জেমসের জন্য প্রায় অর্ধশত গান লিখেছেন বিশু। অনেক গান জেমস ও বিশু লিখেছেন যৌথভাবে। এই গীতিকারের মৃত্যুতে খুব কাছের এক সহকর্মীকে হারালেন জেমস। তাই তাঁকে শেষবিদায় জানাতে ছুটে যান বিশু শিকদারের গ্রামের বাড়িতে।
নগরবাউল জেমসের অসংখ্য গানের গীতিকার বিশু শিকদার। ‘দুষ্টু ছেলের দল’, ‘বিজলী’, ‘যদি এই শীতে’, ‘আমি তোমাদেরই লোক’, ‘সেলাই দিদিমনি’, ‘অবশেষে জেনেছি’, ‘তুফান’, ‘দিওয়ানা মাস্তানা’সহ জেমসের জন্য অনেক গান লিখেছেন বিশু শিকদার। মূলত জেমসের জন্যই গান লিখতেন এই গীতিকবি। এমনকি এক যুগ পর গত বছরে ‘আই লাভ ইউ’ নামে জেমস যে গান প্রকাশ করেন, সে গানও জেমসের সঙ্গে যৌথভাবে বিশুর লেখা। ২১ জানুয়ারি নড়াইলের লোহাগড়ায় নিজ বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন বিশু।
বিশুর মৃত্যুর শোক প্রবলভাবে ছুঁয়ে গেছে জেমসকে। তাঁর মৃত্যুর পর ফেসবুকে পোস্ট করেছিলেন নগরবাউল, ফোনে তাঁর পরিবারের খোঁজ নিয়েছেন। এতেই সীমাবদ্ধ থাকেননি, জেমস ছুটে গেছেন বিশুর গ্রামের বাড়িতে। তাঁর পরিবারকে সান্ত্বনা দিয়েছেন। বিশু শিকদারের দুই মেয়ে সপ্তম শ্রেণিতে পড়ুয়া সুকন্যা ও দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া রাফিয়া রশ্মির সার্বিক দায়িত্বও নিয়েছেন এই রকস্টার।
জেমসের মুখপাত্র রবিন ঠাকুর জানিয়েছেন, সোমবার বেলা দুইটার দিকে নড়াইলের লোহাগড়ার ধোপাদহ গ্রামে বিশুর বাড়িতে পৌঁছান জেমস। তিনি বিশু শিকদারের কবর জিয়ারত করেন এবং তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন। বিশুর বাড়িতে প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন তিনি। বিশু শিকদারের দুই মেয়েকে কাছে টেনে নেন। বিশুর স্ত্রীকে তিনি আশ্বস্ত করে বলেন, দুই মেয়ের পড়াশোনা ও অন্যান্য খরচ বহন করবেন তিনি। এ ছাড়া পরিবারের যেকোনো প্রয়োজনে সংকোচ না করে জেমসের সঙ্গে যোগাযোগ করতে বলেন।
জেমসের সঙ্গে বিশু শিকদারের সম্পর্ক ছিল পরিবারের মতোই। জেমসের সার্বক্ষণিক সঙ্গী ছিলেন বিশু। ‘দুষ্টু ছেলের দল’ অ্যালবাম থেকেই তাঁদের একসঙ্গে পথচলা শুরু। এই দীর্ঘ সময়ে জেমসের জন্য প্রায় অর্ধশত গান লিখেছেন বিশু। অনেক গান জেমস ও বিশু লিখেছেন যৌথভাবে। এই গীতিকারের মৃত্যুতে খুব কাছের এক সহকর্মীকে হারালেন জেমস। তাই তাঁকে শেষবিদায় জানাতে ছুটে যান বিশু শিকদারের গ্রামের বাড়িতে।
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
১ ঘণ্টা আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
২ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৬ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৮ ঘণ্টা আগে