টেলর সুইফটের বিড়ালের সম্পদ তাঁর প্রেমিকের চেয়ে বেশি

বিনোদন ডেস্ক
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৮: ৩৫
Thumbnail image

কদিন আগেই গ্র‍্যামিতে ইতিহাস গড়েছেন পপ সুপারস্টার টেলর সুইফট। চতুর্থবারের মতো ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে তাঁর অ্যালবাম ‘মিডনাইটস’। এর আগে চারবার এ পুরস্কার পাননি আর কোনো শিল্পী। পুরস্কারের পাশাপাশি গত বছর থেকে টেলরের সম্পদের পরিমাণ বাড়ছে উল্লেখযোগ্য হারে। গত বছরের রেকর্ড-ব্রেকিং ইরাস ট্যুরের কল্যাণে বিলিয়নিয়ার বনে গেছেন তিনি।

টেলর সুইফট তাঁর সংগীত এবং পারফরম্যান্সের ছাড়াও আয় করেন তাঁর পোষ্য দিয়ে। বিশ্বের সবচেয়ে ধনী পোষ্যদের তালিকায় নাম রয়েছে তাঁর তিন বিড়ালের একটি অলিভিয়ার। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, অলিভিয়া বেনসন নামের ওই বিড়ালের মোট সম্পদের পরিমাণ টেলরের প্রেমিক মার্কিন ক্রীড়াবিদ ট্র্যাভিস কেলসের সম্পত্তির দ্বিগুণের বেশি। টেলর সুইফটের বিড়ালের মোট সম্পদের পরিমাণ ৯ কোটি ৭০ লাখ ডলার। আর টেলরের প্রেমিক ট্র্যাভিস কেলসির মোট সম্পদের পরিমাণ ৪ কোটি ডলার।

অলিভিয়া ছাড়াও টেলরের আরও দুই পোষ্য বিড়াল মেরেডিথ গ্রে এবং বেঞ্জামিন বাটন। তবে অলিভিয়ার জনপ্রিয়তার ধারে-কাছে নেই এই দুই পোষ্য টেলরের ইনস্টাগ্রাম ভিডিওতে মাঝে মাঝেই উঁকি দেয় এই বিড়াল। বিশেষ করে সাদা লোমওয়ালা, মোটাসোটা অলিভিয়ার দুষ্টুমি দেখতে অনুরাগীরা টেলরের প্রোফাইল ঘাঁটেন। সেখান থেকেই আসে প্রচুর ভিউ। আয় হয় কোটি কোটি টাকা।

এ ছাড়া টেলর সুইফটের সঙ্গে অনেকগুলো মিউজিক ভিডিও, বিজ্ঞাপন ও বিভিন্ন ছবিতে অলিভিয়াকে ক্যামিও (অতিথি চরিত্র) উপস্থাপন করে এই সম্পদমূল্য তৈরি হয়েছে। ২০১৪ সালে নির্মিত ডায়েট কোকের বিজ্ঞাপনেও বিড়ালটিকে দেখা গেছে।

প্রসঙ্গত, স্কটিশ বিড়াল অলিভিয়া বেনসনকে ২০১৪ সালে টেলর সুইফট দত্তক নিয়েছিলেন। আমেরিকার ক্রাইম ড্রামা ‘ল অ্যান্ড অর্ডার: স্পেশাল ভিকটিম ইউনিট’-এর একটি চরিত্র অলিভিয়া বেনসনের নামানুসারে রাখেন বিড়ালটির নাম।

তবে টেলরের অলিভিয়া বেনসন কিন্তু পৃথিবীর সবচেয়ে সম্পদশালী পোষ্য নয়। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে এটি। এ তালিকায় সবচেয়ে ধনী পোষা প্রাণী গুন্থার করপোরেশনের জার্মান শেফার্ড কুকুর ‘গুন্থার সিক্স’। এর মূল্য ৫০ কোটি ডলার। ২০০০ সালে পপসম্রাজ্ঞী ম্যাডোনার মিয়ামি ম্যানশন কিনে এই কুকুরের নামে নিবন্ধন করার পর বেশ শোরগোল পড়ে যায়। ওই বাড়িই ২ কোটি ৯০ লাখ ডলারে সম্প্রতি বিক্রি হয়।

টেলর সুইফট ও তাঁর বিড়াল অলিভিয়া বেনসনআর দ্বিতীয় ধনী পোষ্য বিড়ালের নাম নালা ক্যাট, যার দাম ১০ কোটি ডলার। ইনস্টাগ্রামে ৪০ লাখ অনুসরণকারী নিয়ে কিছুদিন আগেই নালা ক্যাট সর্বাধিক জনপ্রিয় বিড়ালের খেতাব জিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের আগস্টে ব্রিটিশ অভিনেতা জো অ্যালউইনের সঙ্গে সম্পর্ক ভেঙেছেন টেলর সুইফট। এরপর হঠাৎ করেই ক্রীড়াবিদ ট্র্যাভিস কেলসের সঙ্গে নাম শোনা যায় এই পপকুইনের। এরপর থেকেই একসঙ্গে দেখা যেতে থাকে দুজনকে।

তবে গত বছরের শেষে এসে টেলর নিজেই জানিয়েছেন, ট্র্যাভিস কেলসের সঙ্গেই তিনি সুখী অনুভব করেন। এককথায়, প্রকাশ্যেই এখন প্রেম চলছে এই জুটির। টেলরকে যেমন দেখা যাচ্ছে ট্র্যাভিসের খেলার মাঠে, তেমনি ট্র্যাভিসও আসছেন টেলরের কনসার্টে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত