বিনোদন প্রতিবেদক, ঢাকা
ঈদ নিয়ে মাতামাতি শুরু হয়ে গেছে চারিদিকে। আগামীকাল ঈদুল আজহা। ঈদে দর্শকদের বিনোদনের জন্য কি কি করা যায় তা নিয়ে সিনেমা হল, টিভি চ্যানেলগুলো শেষ মুহূর্তের ব্যস্ততায় দিন পার করেছে। পিছিয়ে নেই দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিও। বিশেষ দিবসে চরকির আয়োজন থাকে চোখে পড়ার মতো। চরকির কোরবানি ঈদের আয়োজনের অন্যতম আকর্ষণ অরিজিনাল সিরিজ ‘সিন্ডিকেট’।
ক্রাইম থ্রিলার ‘সিন্ডিকেট’
কয়েকদিন থেকে অন্যমনস্ক আর শঙ্কিত ব্যাংক কর্মকর্তা জিশা এড়িয়ে চলছে তার প্রেমিক ও সহকর্মী আদনানকে। আদনান বুঝতে পারে জিশা কিছু লুকাচ্ছে তার কাছে। আরেক সহকর্মী স্বর্ণাকে সাথে নিয়ে সত্য জানতে নেমে পড়ে আদনান। একে একে তাদের সামনে উম্মোচিত হতে থাকে লুকিয়ে রাখা অনেক সত্য। আদনান কি শেষ পর্যন্ত জানতে পারবে ঠিক কি হয়েছিল জিশার সাথে?
এরই মধ্যে সিন্ডিকেট-এর টিজার ও ট্রেলার আলোচিত হয়েছে। এটা চরকির জন্য শিহাব শাহীনের দ্বিতীয় ওয়েব সিরিজ। এখানে প্রথমবারের মতো আফরান নিশো-তুষি-ফারিণকে একসাথে দেখা যাবে।
এই সিরিজের জন্য নিজেকে একদম ভিন্নভাবে তৈরি করেছেন হালের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তিনি বলেন, ‘আমাকে দেখা যাবে অ্যাসপারগার সিনড্রোমে আক্রান্ত। সেই সাথে বেশ ইন্ট্রোভার্ট। এই চরিত্রটা করার জন্য আমাকে চুল কাটতে হয়েছে। সেই সাথে রোগটা নিয়ে আমাকে অনেক গবেষণাও করতে হয়েছে। শিহাব ভাইয়ের সাথে কাজ করার অভিজ্ঞতা ও আনন্দ বরাবরের মতোই। সেই সাথে ফারিণ ও তুষি দুর্দান্ত কাজ করেছে। সিন্ডিকেট একটা ফুল প্যাকেজ সিরিজ। দর্শক খুব তাড়াতাড়ি সেটা দেখে বুঝতে পারবে।’
তাসনিয়া ফারিণ বলেন, ‘চরকিতে এটা আমার প্রথম সিরিজ। এই রকম চরিত্র এর আগে আমি কখনই করিনি। চরিত্রটা একই সাথে আকর্ষণীয় ও ঝুঁকিপূর্ণ। আমরা আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করেছি. বাকিটা এখন দর্শকের উপরে।'
নাজিফা তুষি বলেন, ‘এই ঈদটা আমার জন্য আসলে খুব স্পেশাল। এই প্রথম কোন ঈদে আমার কাজ রিলিজ হচ্ছে। সেই সাথে আমার অনেক প্রথমের সমন্বয় হয়েছে সিন্ডিকেট-এ। আমার প্রথম ওয়েব সিরিজ, প্রথমবার শিহাব ভাই, নিশো ভাই ও ফারিণের সাথে কাজ করা। ফারিণের সাথে এর আগে একটা প্রজেক্টে কাজ করলেও আমরা স্ক্রিন শেয়ার করিনি। তো সবমিলিয়ে এই কাজটা আমার জন্য স্মরণীয়। আর ট্রেইলার-টিজারেই সবাই এতো প্রশংসা করছে যেটা আমার জন্য খুব আনন্দের। একটা কনটেন্ট রিলিজের আগেই সবাই এতো রেসপন্স করছে সেটা আসলেও আমাদের জন্য ইনস্পায়ারিং।’
সিন্ডিকেট-এ অন্যান্য চরিত্রে দেখা যাবে শতাব্দী ওয়াদুদ, রাশেদ মামুন অপু, নাসির উদ্দিন খান সহ আরও অনেককে।
পরিচালক শিহাব শাহীন বলেন, ‘চরকির জন্য এটা আমার দ্বিতীয় সিরিজ। মরীচিকায় কাজের অভিজ্ঞতা একরকম আর এই সিরিজের অভিজ্ঞতা আরেক রকম। সিন্ডিকেট-এর গল্প, প্লট, কাহিনী সব কিছুই একদম ভিন্ন রকমের।’
এছাড়াও ৭ পর্বের এই সিরিজে রয়েছে দুটি গান। চরকির সাথে শিহাব শাহীনের এর আগের সিরিজ ছিল ‘মরিচীকা’। এছাড়াও চরকির প্রথম ওয়েব সিরিজ ‘মরিচীকা -তে প্রধান চরিত্রের একজন ছিলেন আফরান নিশো এবং ‘নেটওয়ার্কের বাইরে ওয়েব ফিল্মে ছিলেন তাসনিয়া ফারিণ, নাজিফা তুষি।
চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘দেখতে দেখতে চরকির বর্ষপূর্তি চলে এসেছে। ঈদ আর প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দর্শকের জন্য সিন্ডিকেট আসছে। নিশো, ফারিণ ও তুষিকে নিয়ে শিহাব ভাই অসাধারণ একটা কাজ দর্শকদের উপহার দিচ্ছেন। দর্শকের ঈদ কাটুক চরকির সাথে, ফিল্ম ফান ফুর্তিতে।’
ঈদ নিয়ে মাতামাতি শুরু হয়ে গেছে চারিদিকে। আগামীকাল ঈদুল আজহা। ঈদে দর্শকদের বিনোদনের জন্য কি কি করা যায় তা নিয়ে সিনেমা হল, টিভি চ্যানেলগুলো শেষ মুহূর্তের ব্যস্ততায় দিন পার করেছে। পিছিয়ে নেই দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিও। বিশেষ দিবসে চরকির আয়োজন থাকে চোখে পড়ার মতো। চরকির কোরবানি ঈদের আয়োজনের অন্যতম আকর্ষণ অরিজিনাল সিরিজ ‘সিন্ডিকেট’।
ক্রাইম থ্রিলার ‘সিন্ডিকেট’
কয়েকদিন থেকে অন্যমনস্ক আর শঙ্কিত ব্যাংক কর্মকর্তা জিশা এড়িয়ে চলছে তার প্রেমিক ও সহকর্মী আদনানকে। আদনান বুঝতে পারে জিশা কিছু লুকাচ্ছে তার কাছে। আরেক সহকর্মী স্বর্ণাকে সাথে নিয়ে সত্য জানতে নেমে পড়ে আদনান। একে একে তাদের সামনে উম্মোচিত হতে থাকে লুকিয়ে রাখা অনেক সত্য। আদনান কি শেষ পর্যন্ত জানতে পারবে ঠিক কি হয়েছিল জিশার সাথে?
এরই মধ্যে সিন্ডিকেট-এর টিজার ও ট্রেলার আলোচিত হয়েছে। এটা চরকির জন্য শিহাব শাহীনের দ্বিতীয় ওয়েব সিরিজ। এখানে প্রথমবারের মতো আফরান নিশো-তুষি-ফারিণকে একসাথে দেখা যাবে।
এই সিরিজের জন্য নিজেকে একদম ভিন্নভাবে তৈরি করেছেন হালের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তিনি বলেন, ‘আমাকে দেখা যাবে অ্যাসপারগার সিনড্রোমে আক্রান্ত। সেই সাথে বেশ ইন্ট্রোভার্ট। এই চরিত্রটা করার জন্য আমাকে চুল কাটতে হয়েছে। সেই সাথে রোগটা নিয়ে আমাকে অনেক গবেষণাও করতে হয়েছে। শিহাব ভাইয়ের সাথে কাজ করার অভিজ্ঞতা ও আনন্দ বরাবরের মতোই। সেই সাথে ফারিণ ও তুষি দুর্দান্ত কাজ করেছে। সিন্ডিকেট একটা ফুল প্যাকেজ সিরিজ। দর্শক খুব তাড়াতাড়ি সেটা দেখে বুঝতে পারবে।’
তাসনিয়া ফারিণ বলেন, ‘চরকিতে এটা আমার প্রথম সিরিজ। এই রকম চরিত্র এর আগে আমি কখনই করিনি। চরিত্রটা একই সাথে আকর্ষণীয় ও ঝুঁকিপূর্ণ। আমরা আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করেছি. বাকিটা এখন দর্শকের উপরে।'
নাজিফা তুষি বলেন, ‘এই ঈদটা আমার জন্য আসলে খুব স্পেশাল। এই প্রথম কোন ঈদে আমার কাজ রিলিজ হচ্ছে। সেই সাথে আমার অনেক প্রথমের সমন্বয় হয়েছে সিন্ডিকেট-এ। আমার প্রথম ওয়েব সিরিজ, প্রথমবার শিহাব ভাই, নিশো ভাই ও ফারিণের সাথে কাজ করা। ফারিণের সাথে এর আগে একটা প্রজেক্টে কাজ করলেও আমরা স্ক্রিন শেয়ার করিনি। তো সবমিলিয়ে এই কাজটা আমার জন্য স্মরণীয়। আর ট্রেইলার-টিজারেই সবাই এতো প্রশংসা করছে যেটা আমার জন্য খুব আনন্দের। একটা কনটেন্ট রিলিজের আগেই সবাই এতো রেসপন্স করছে সেটা আসলেও আমাদের জন্য ইনস্পায়ারিং।’
সিন্ডিকেট-এ অন্যান্য চরিত্রে দেখা যাবে শতাব্দী ওয়াদুদ, রাশেদ মামুন অপু, নাসির উদ্দিন খান সহ আরও অনেককে।
পরিচালক শিহাব শাহীন বলেন, ‘চরকির জন্য এটা আমার দ্বিতীয় সিরিজ। মরীচিকায় কাজের অভিজ্ঞতা একরকম আর এই সিরিজের অভিজ্ঞতা আরেক রকম। সিন্ডিকেট-এর গল্প, প্লট, কাহিনী সব কিছুই একদম ভিন্ন রকমের।’
এছাড়াও ৭ পর্বের এই সিরিজে রয়েছে দুটি গান। চরকির সাথে শিহাব শাহীনের এর আগের সিরিজ ছিল ‘মরিচীকা’। এছাড়াও চরকির প্রথম ওয়েব সিরিজ ‘মরিচীকা -তে প্রধান চরিত্রের একজন ছিলেন আফরান নিশো এবং ‘নেটওয়ার্কের বাইরে ওয়েব ফিল্মে ছিলেন তাসনিয়া ফারিণ, নাজিফা তুষি।
চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘দেখতে দেখতে চরকির বর্ষপূর্তি চলে এসেছে। ঈদ আর প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দর্শকের জন্য সিন্ডিকেট আসছে। নিশো, ফারিণ ও তুষিকে নিয়ে শিহাব ভাই অসাধারণ একটা কাজ দর্শকদের উপহার দিচ্ছেন। দর্শকের ঈদ কাটুক চরকির সাথে, ফিল্ম ফান ফুর্তিতে।’
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
৩৭ মিনিট আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
২ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৫ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৭ ঘণ্টা আগে