পাল্টে গেল নায়িকা, তিশার বদলে তুষি

বিনোদন প্রতিবেদক
আপডেট : ১০ মে ২০২১, ১১: ২০
Thumbnail image

ঢাকা: ‘দ্য ডার্ক সাইড ঢাকা’ নামে নতুন ওয়েব ফিল্মের ঘোষণা দিয়েছিলেন পরিচালক রায়হান রাফি। জানিয়েছিলেন, তানজিন তিশা থাকবেন তাঁর এই সিনেমায়। কিন্তু হঠাৎ করেই অন্যখবর দিলেন তিনি। রায়হান রাফি গতকাল জানালেন তানজিন তিশা নয়, ওয়েব ফিল্মে তিশার স্থলাভিষিক্ত হচ্ছেন নাজিফা তুষি।

২০১৪ সালের লাক্স-চ্যানেল আই প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন তুষি। নিয়মিত অভিনয়-মডেলিং করছেন। রেদোয়ান রনির ‘আইসক্রিম’ সিনেমার নায়িকা তুষি।

 নাজিফা তুষি। ছবি: ইনস্টাগ্রামরাফি জানান, তিশার সঙ্গে শিডিউলসহ আরও কিছু বিষয় না মেলায় নতুন অভিনেত্রী নিতে হয়েছে। এর আগেও তুষি কাজ করেছেন রাফির পরিচালনায়।

পাঁচটি গল্প নিয়ে নির্মিত হচ্ছে ওয়েব ফিল্ম ‘দ্য ডার্ক সাইড ঢাকা’। প্রত্যেকটি গল্পে আলাদা আলাদা অভিনয়শিল্পী থাকবেন। মুক্তি পাবে আই থিয়েটারে। ঈদের সপ্তম বা নবম দিন এটি দেখা যাবে বলে জানিয়েছেন পরিচালক।

নাজিফা তুষি। ছবি: ইনস্টাগ্রামরাফি বলছেন, ‘ঢাকা প্রাণের শহর, স্বপ্নের শহর। এই শহরেই চলে নানারকম খেলা। এখানে কত নিষ্প্রাণ মানুষ ঘুরে বেড়ায়। আছে কত স্বপ্নভঙ্গ। লাল-নীল আলোয় আলোকিত ঢাকারও রয়েছে গাঢ় অন্ধকার অধ্যায়। ঢাকাকে আমরা নানাভাবে দেখেছি। আমাদের নতুন সিনেমায় ঢাকার আরেকটি অন্ধকার রূপ দেখা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত