আসছে ‘মোহমায়া’র দ্বিতীয় অধ্যায়

বিনোদন ডেস্ক
আপডেট : ১৮ মে ২০২১, ১২: ২৩
Thumbnail image

ঢাকা: ‘মোহ’ কেটে যায় তবু ‘মায়া’ কাটে না- এ গল্পই বলে ওয়েব সিরিজ ‘মোহমায়া’। প্রথম সিজনের তুমুল দর্শকপ্রিয়তার পর সোমবার এল দ্বিতীয় কিস্তির ট্রেলার। সেখানে উঠে এসেছে রহস্য ও রোমাঞ্চের গন্ধ। ‘মোহ আর মায়ার পরিণতি কী?’ এ প্রশ্নের সূত্র ধরে এগিয়ে যাবে দ্বিতীয় অধ্যায়ের গল্প।

পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় মানেই নতুন চমক। আর যদি তাতে যোগ হয় স্বস্তিকা-অনন্যা মতো নাম; তাহলে তো কোন কথাই নেই! ‘মোহমায়া’ তাই শুরু থেকেই দর্শকদের বাড়তি আকর্ষণ কুড়িয়েছে।

দুই নারীর জীবনের গল্প ‘মোহমায়া’। নির্মাতা কমলেশ্বর মুখোপাধ্যায়ের প্রথম ওয়েব সিরিজ এটি। ওয়েব সিরিজে স্বস্তিকা মুখোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায় দুজনেই মায়ের ভূমিকায় অভিনয় করছেন।

অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই-এর সঙ্গে এটি স্বস্তিকার ষষ্ঠ কাজ।

প্রথমে স্ক্রিপ্টের পাঁচ পাতা পড়ে আমি না করে দিয়েছিলাম। এত জটিল চরিত্র! এরপর আবার হ্যাঁ বলি। এই চরিত্র যেভাবে কথা বলে, আমার মনে হয় আমাদের জেনারেশনের মায়েরাও এভাবেই কথা বলে। এতে নিজেকেও নতুন করে আবিষ্কার করা যায়। এরকম কাজ আমি আগে করিনি।

স্বস্তিকা মুখোপাধ্যায়

এ সিরিজ দিয়ে ওটিটিতে পথ চলা শুরু করছেন অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। তিনি বলছেন, ‘মোহমায়া এমনই এক গল্প, যেটা শোনার পরই আমি রাজি হয়ে গিয়েছিলাম। আমি সিনেমা ও টেলিভিশনে অভিনয় করেছি। তবে মোহমায়ার মতো গল্প এই প্রথম। অনেকগুলো স্তর রয়েছে এই চরিত্রে।’

প্রথম সিজনের ৫টি পর্বে দেখা গিয়েছিল এক বনেদি পরিবারের গল্প। ছোট ছেলে মিকি, মেয়ে মিঠি আর স্বামীকে নিয়ে অরুণার ছোট্ট ছিমছাম সংসার। বড় ছেলে নিমো চাকরি সূত্রে বহুদিন কলকাতার বাইরে। এখন মিকিও কানাডা যাওয়ায় সেই শূন্যস্থান পূরণ করতে পেয়িং গেস্ট হিসেবে মিকির স্কুলের বন্ধু ঋষি থাকতে আসে। এরপর থেকেই বিভিন্ন অস্বাভাবিকতা দেখা দেয়।

‘মোহমায়া’ চ্যাপ্টার টু এর ট্রেলার:

প্রবাসে চলে যাওয়া দুই ছেলের শূন্যস্থানে অরুণার মাতৃত্বের সংকট ও নিরাপত্তাহীনতায় স্বস্তির প্রলেপ দেয় ঋষির উপস্থিতি। মাতৃহারা ঋষিও তার মা মায়ার স্থানে বসায় অরুণাকে। সমান্তরালে চলতে থাকে মায়ের অতৃপ্ত আত্মার সঙ্গে ঋষির কথোপকথন, যা মূলত কাজ করছে এক ভৌতিক উপাদান হিসেবে।

২৬ মার্চ থেকে হইচইয়ে এই ওয়েব সিরিজের প্রথম অধ্যায় শুরু হয়েছিল। ২১ মে থেকে শুরু হবে দ্বিতীয় অধ্যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত