বিনোদন প্রতিবেদক, ঢাকা
অভিনেতা আসাদুজ্জামান নূরের পদচারণা সবক্ষেত্রেই। মঞ্চ, টিভি নাটক, সিনেমা– সব মাধ্যমেই সাবলীল অভিনয় দিয়ে তৈরি করেছেন নিজের স্বাতন্ত্র। প্রশংসিত এই অভিনেতা এবার আসছেন ওয়েব প্ল্যাটফর্মে।
বাংলাদেশে গত কয়েক বছর ধরে ওটিটি মাধ্যম জনপ্রিয়তা পেতে শুরু করেছে। এ মাধ্যমের জন্য তৈরি হচ্ছে বড় বাজেটের সিনেমা, সিরিজ। তবে আসাদুজ্জামান নূর এখন অভিনয় অনেকটাই কমিয়ে দিয়েছেন, তাই এতদিন ওটিটির জন্য কোনো কাজ করা হয়নি তাঁর।
এই প্রথম তিনি দেখা দিলেন ‘ঊনলৌকিক’ ওয়েব সিরিজে। সিরিজটি বানিয়েছেন রবিউল আলম রবি। পাঁচটি আলাদা আলাদা গল্প নিয়ে বানানো হয়েছে সিরিজটি। আসাদুজ্জামান নূরকে পাওয়া যাচ্ছে দ্বিতীয় গল্পে। গল্পের নাম ‘ডোন্ট রাইট মি’। গতকাল থেকে নতুন ওটিটি মাধ্যম ‘চরকি’–তে দেখা যাচ্ছে এটি।
শিবব্রত বর্মনের লেখা গল্পের ওপর ভিত্তি করে নির্মিত ‘ডোন্ট রাইট মি’–র শুটিং হয় এ বছরের শুরুর দিকে। তখন সবে করোনার সঙ্গে লড়াই করে স্বাভাবিক জীবনে ফিরেছেন আসাদুজ্জামান নূর। মহামারির মধ্যেও সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে শুটিংয়ে অংশ নেন তিনি। এ গল্পের জন্য তিনি দুই দিন শুটিং করেছেন। আসাদুজ্জামান নূর বলেন, ‘এখন লম্বা সময় নিয়ে কাজ করার মতো শারীরিক অবস্থা নেই। তাই যখন জানলাম অল্প সময় দিলেই ভালো একটি গল্পের অংশ হতে পারব, তখন আর দ্বিধা করিনি।’
‘ডোন্ট রাইট মি’ একজন লেখক ও এক তরুণের জীবনের কিছু রহস্যময় গল্প নিয়ে তৈরি। পুরো ‘ঊনলৌকিক’ সিরিজটি সাইকোলজিকাল থ্রিলার ঘরানার হলেও এর একেকটি গল্পে পাওয়া যাবে ভিন্ন স্বাদ– জানিয়েছেন নির্মাতা।
অভিনেতা আসাদুজ্জামান নূরের পদচারণা সবক্ষেত্রেই। মঞ্চ, টিভি নাটক, সিনেমা– সব মাধ্যমেই সাবলীল অভিনয় দিয়ে তৈরি করেছেন নিজের স্বাতন্ত্র। প্রশংসিত এই অভিনেতা এবার আসছেন ওয়েব প্ল্যাটফর্মে।
বাংলাদেশে গত কয়েক বছর ধরে ওটিটি মাধ্যম জনপ্রিয়তা পেতে শুরু করেছে। এ মাধ্যমের জন্য তৈরি হচ্ছে বড় বাজেটের সিনেমা, সিরিজ। তবে আসাদুজ্জামান নূর এখন অভিনয় অনেকটাই কমিয়ে দিয়েছেন, তাই এতদিন ওটিটির জন্য কোনো কাজ করা হয়নি তাঁর।
এই প্রথম তিনি দেখা দিলেন ‘ঊনলৌকিক’ ওয়েব সিরিজে। সিরিজটি বানিয়েছেন রবিউল আলম রবি। পাঁচটি আলাদা আলাদা গল্প নিয়ে বানানো হয়েছে সিরিজটি। আসাদুজ্জামান নূরকে পাওয়া যাচ্ছে দ্বিতীয় গল্পে। গল্পের নাম ‘ডোন্ট রাইট মি’। গতকাল থেকে নতুন ওটিটি মাধ্যম ‘চরকি’–তে দেখা যাচ্ছে এটি।
শিবব্রত বর্মনের লেখা গল্পের ওপর ভিত্তি করে নির্মিত ‘ডোন্ট রাইট মি’–র শুটিং হয় এ বছরের শুরুর দিকে। তখন সবে করোনার সঙ্গে লড়াই করে স্বাভাবিক জীবনে ফিরেছেন আসাদুজ্জামান নূর। মহামারির মধ্যেও সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে শুটিংয়ে অংশ নেন তিনি। এ গল্পের জন্য তিনি দুই দিন শুটিং করেছেন। আসাদুজ্জামান নূর বলেন, ‘এখন লম্বা সময় নিয়ে কাজ করার মতো শারীরিক অবস্থা নেই। তাই যখন জানলাম অল্প সময় দিলেই ভালো একটি গল্পের অংশ হতে পারব, তখন আর দ্বিধা করিনি।’
‘ডোন্ট রাইট মি’ একজন লেখক ও এক তরুণের জীবনের কিছু রহস্যময় গল্প নিয়ে তৈরি। পুরো ‘ঊনলৌকিক’ সিরিজটি সাইকোলজিকাল থ্রিলার ঘরানার হলেও এর একেকটি গল্পে পাওয়া যাবে ভিন্ন স্বাদ– জানিয়েছেন নির্মাতা।
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
৫ ঘণ্টা আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
৭ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
১০ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
১২ ঘণ্টা আগে