বিনোদন প্রতিবেদক, ঢাকা
অভিনেতা আসাদুজ্জামান নূরের পদচারণা সবক্ষেত্রেই। মঞ্চ, টিভি নাটক, সিনেমা– সব মাধ্যমেই সাবলীল অভিনয় দিয়ে তৈরি করেছেন নিজের স্বাতন্ত্র। প্রশংসিত এই অভিনেতা এবার আসছেন ওয়েব প্ল্যাটফর্মে।
বাংলাদেশে গত কয়েক বছর ধরে ওটিটি মাধ্যম জনপ্রিয়তা পেতে শুরু করেছে। এ মাধ্যমের জন্য তৈরি হচ্ছে বড় বাজেটের সিনেমা, সিরিজ। তবে আসাদুজ্জামান নূর এখন অভিনয় অনেকটাই কমিয়ে দিয়েছেন, তাই এতদিন ওটিটির জন্য কোনো কাজ করা হয়নি তাঁর।
এই প্রথম তিনি দেখা দিলেন ‘ঊনলৌকিক’ ওয়েব সিরিজে। সিরিজটি বানিয়েছেন রবিউল আলম রবি। পাঁচটি আলাদা আলাদা গল্প নিয়ে বানানো হয়েছে সিরিজটি। আসাদুজ্জামান নূরকে পাওয়া যাচ্ছে দ্বিতীয় গল্পে। গল্পের নাম ‘ডোন্ট রাইট মি’। গতকাল থেকে নতুন ওটিটি মাধ্যম ‘চরকি’–তে দেখা যাচ্ছে এটি।
শিবব্রত বর্মনের লেখা গল্পের ওপর ভিত্তি করে নির্মিত ‘ডোন্ট রাইট মি’–র শুটিং হয় এ বছরের শুরুর দিকে। তখন সবে করোনার সঙ্গে লড়াই করে স্বাভাবিক জীবনে ফিরেছেন আসাদুজ্জামান নূর। মহামারির মধ্যেও সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে শুটিংয়ে অংশ নেন তিনি। এ গল্পের জন্য তিনি দুই দিন শুটিং করেছেন। আসাদুজ্জামান নূর বলেন, ‘এখন লম্বা সময় নিয়ে কাজ করার মতো শারীরিক অবস্থা নেই। তাই যখন জানলাম অল্প সময় দিলেই ভালো একটি গল্পের অংশ হতে পারব, তখন আর দ্বিধা করিনি।’
‘ডোন্ট রাইট মি’ একজন লেখক ও এক তরুণের জীবনের কিছু রহস্যময় গল্প নিয়ে তৈরি। পুরো ‘ঊনলৌকিক’ সিরিজটি সাইকোলজিকাল থ্রিলার ঘরানার হলেও এর একেকটি গল্পে পাওয়া যাবে ভিন্ন স্বাদ– জানিয়েছেন নির্মাতা।
অভিনেতা আসাদুজ্জামান নূরের পদচারণা সবক্ষেত্রেই। মঞ্চ, টিভি নাটক, সিনেমা– সব মাধ্যমেই সাবলীল অভিনয় দিয়ে তৈরি করেছেন নিজের স্বাতন্ত্র। প্রশংসিত এই অভিনেতা এবার আসছেন ওয়েব প্ল্যাটফর্মে।
বাংলাদেশে গত কয়েক বছর ধরে ওটিটি মাধ্যম জনপ্রিয়তা পেতে শুরু করেছে। এ মাধ্যমের জন্য তৈরি হচ্ছে বড় বাজেটের সিনেমা, সিরিজ। তবে আসাদুজ্জামান নূর এখন অভিনয় অনেকটাই কমিয়ে দিয়েছেন, তাই এতদিন ওটিটির জন্য কোনো কাজ করা হয়নি তাঁর।
এই প্রথম তিনি দেখা দিলেন ‘ঊনলৌকিক’ ওয়েব সিরিজে। সিরিজটি বানিয়েছেন রবিউল আলম রবি। পাঁচটি আলাদা আলাদা গল্প নিয়ে বানানো হয়েছে সিরিজটি। আসাদুজ্জামান নূরকে পাওয়া যাচ্ছে দ্বিতীয় গল্পে। গল্পের নাম ‘ডোন্ট রাইট মি’। গতকাল থেকে নতুন ওটিটি মাধ্যম ‘চরকি’–তে দেখা যাচ্ছে এটি।
শিবব্রত বর্মনের লেখা গল্পের ওপর ভিত্তি করে নির্মিত ‘ডোন্ট রাইট মি’–র শুটিং হয় এ বছরের শুরুর দিকে। তখন সবে করোনার সঙ্গে লড়াই করে স্বাভাবিক জীবনে ফিরেছেন আসাদুজ্জামান নূর। মহামারির মধ্যেও সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে শুটিংয়ে অংশ নেন তিনি। এ গল্পের জন্য তিনি দুই দিন শুটিং করেছেন। আসাদুজ্জামান নূর বলেন, ‘এখন লম্বা সময় নিয়ে কাজ করার মতো শারীরিক অবস্থা নেই। তাই যখন জানলাম অল্প সময় দিলেই ভালো একটি গল্পের অংশ হতে পারব, তখন আর দ্বিধা করিনি।’
‘ডোন্ট রাইট মি’ একজন লেখক ও এক তরুণের জীবনের কিছু রহস্যময় গল্প নিয়ে তৈরি। পুরো ‘ঊনলৌকিক’ সিরিজটি সাইকোলজিকাল থ্রিলার ঘরানার হলেও এর একেকটি গল্পে পাওয়া যাবে ভিন্ন স্বাদ– জানিয়েছেন নির্মাতা।
দক্ষিণ ইন্ডাস্ট্রির আবেদনময়ী অভিনেত্রী তামান্না ভাটিয়া। অভিনয় তো বটেই, ‘আজ কি রাত’–এর মতো আইটেম গানে ঘায়েল করেছেন লাখো পুরুষের মন। সিনেমা কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই থাকেন চর্চায়। একসময় গুঞ্জন ওঠে, অভিনেতা বিজয় বর্মাকে মন দিয়েছেন তিনি। অবশ্য ২০২৩ সালে সেই গুঞ্জনে সিলমোহর দিয়ে প্রেমের কথা...
১০ ঘণ্টা আগেবাংলাদেশের প্রথম ম্রো ভাষায় নির্মিত সিনেমা ‘কিওরি পেক্রা উও’, ইংরেজিতে ‘ডিয়ার মাদার’। সিনেমাটি এবার পা রাখতে চলেছে বিশ্ববিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। ৫ মার্চ কেমব্রিজ স্থানীয় সময় বেলা ২টা ৩০ মিনিট এবং বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে ইনডিজিনিয়াস স্টাডিজ গ্রুপ কেমব্রিজের আয়োজনে এই স্ক্রিনিং...
১৪ ঘণ্টা আগেআসন্ন রোজার ঈদে এনটিভিতে প্রচারিত হবে একক নাটক ‘খুচরা পাপী’। জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি। ‘পাইরেসি’ নাটকের পর দীর্ঘ এক যুগ পরে জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় অভিনয় করলেন মোশাররফ। ‘প্রাইভেট জামাই’ নাটকের পর আলমের নির্দেশনায় তানিয়া অভিনয় করলেন তিন বছর পর
১৪ ঘণ্টা আগে‘নারীজন্ম ধন্য হোক আপনভাগ্য গড়ার অধিকারে’ স্লোগানে নাট্যসংগঠন স্বপ্নদল উদ্যাপন করবে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫। ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে এক দিন আগে ৭ মার্চ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দলটি আয়োজন করেছে সম্মাননা প্রদান ও নাট্য প্রদর্শনীর।
১৪ ঘণ্টা আগে