বিনোদন প্রতিবেদক
ওটিটি প্ল্যাটফর্ম হইচই তাদের পঞ্চম বর্ষে পা দিয়েছে। পৃথিবীব্যাপী বাংলা ভাষা-ভাষীদের কাছে মানসম্মত বাংলা কন্টেন্ট পৌঁছে দেয়ার অব্যাহত প্রচেষ্টার চার বছরে হইচই বাংলা ওটিটি প্ল্যাটফর্ম গুলোর মধ্যে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে। আর বিগত বছরে ক্রমান্বয়ে বেড়ে চলা সাবস্ক্রাইবারের সংখ্যা জন-মানুষের গল্প তাঁদের কাছে পৌঁছে দিতে অনুপ্রাণিত করেছে হইচইকে।
বাংলাদেশের প্রতিটি প্রান্ত থেকে অভূতপূর্ব সাড়া পাওয়ায় হইচই তাদের পঞ্চম বর্ষে বাংলাদেশ থেকে শঙ্খ দাস গুপ্ত, তানিম নূর, অমিতাভ রেজা চৌধুরী, সৈয়দ আহমেদ শাওকি এবং আশফাক নিপুণ এর পরিচালনায় ৫ টি নতুন অরিজিনাল সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছে।
সিরিজগুলো এক নজরে –
বলি
সোহরাব – রুস্তম – নাম দুটির সাথে বাঙ্গালীর আবেগ জড়ানো। প্রাচীন এক লোককাহিনীর ছায়া অবলম্বনে নির্মিত হচ্ছে অ্যাকশন/থ্রিলার বলি যেখানে মূল দুইটি চরিত্রে অভিনয় করেছেন তাকদীর দিয়ে দেশ মাতানো জুটি – চঞ্চল চৌধুরী এবং সোহেল মন্ডল। পরিচালনা করেছেন শঙ্খ দাস গুপ্ত।
কাইজার
একজন ভিডিও গেমে আসক্ত হোমিসাইড ডিটেক্টিভ। অস্বাস্থ্যকর সব অভ্যাস তার ব্যক্তি ও পেশা জীবনে নানা নেতিবাচক প্রভাব ফেলে। আরও শোনা যায় – কাইজার নাকি রক্ত ভয় পায়! পরিচালনায় – তানিম নূর।
বোধ
একজন অবসরপ্রাপ্ত বিচারপতির বোধের জাগরন এবং বিবেকের দংশন – অমিতাভ রেজা চৌধুরীর নতুন ওয়েব সিরিজ।
কারাগার
একটি জেল। সেল নাম্বার ৫০১। সেলটিতে রাখা বেশ কিছু কয়েদীর আত্মহত্যার পর থেকে সেলটি দীর্ঘদিন ধরে বন্ধ। এক সকালে সেলটিতে এক কয়েদীকে খুঁজে পাওয়া যায় যে দাবী করে সেলের ভেতরে সে ২০০ বছর ধরে বন্দী। তাকদীরের আকাশচুম্বী সাফল্যের পর সৈয়দ আহমেদ শাওকির নতুন ন্যারেটিভ থ্রিলার সিরিজ।
সাবরিনা
দুই বাংলা কাঁপানো ওয়েব সিরিজ মহানগরের পর আশফাক নিপুণ নিয়ে আসছেন সাবরিনা যেখানে সামাজিক অবস্থান নির্বিশেষে নারীদের উপর নিপীড়নের চিত্র তুলে ধরা হয়েছে। দুই নারীকে কেন্দ্র করে শিহরণ জাগানো একটি গল্প।
বাংলাদেশে নির্মিতব্য পাঁচটি সিরিজ ছাড়াও হইচই আরও বারোটি অরিজিনাল সিরিজের ঘোষণা দিয়েছে। আসন্ন এই সিরিজ গুলো হচ্ছে –
খ্যাপা শহর: মার্ডার ইন দ্যা হিলস এর পর পুলিশ আর গ্যাং ওয়ার নিয়ে অঞ্জন দত্তের দ্বিতীয় ওয়েব সিরিজ।
মন্দার: শেক্সপীয়ারের ম্যাকবেথ অবলম্বনে অনির্বাণ ভট্টাচার্যের নির্দেশনায় প্রথম ওয়েব সিরিজ।
গোরা: শাহানা দত্তের নতুন ডিটেক্টিভ সিরিজ গোরা। ডিটেক্টিভ গোরা চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর ডিজিটাল মাধ্যমে অভিষেক হতে যাচ্ছে।
ইন্দু: হ্যালো এবং পাপের মতো ব্লকবাস্টারের পর আরও একটি ফ্যামিলি ড্রামা/ থ্রিলার সিরিজ। অভিনয়ে ইশা সাহা।
ব্যোমকেশ ৭: শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস চোরাবালি অবলম্বনে আসছে ব্যোমকেশ ৭। অভিনয়ে অনির্বাণ ভট্টাচার্যের সাথে আছেন অর্জুন চক্রবর্তী, উষশি রায়, চন্দন সেন প্রমুখ।
একেন বাবু ৫: ডিটেক্টিভ একেন বাবু সিরিজের পঞ্চম সিজন। কাহিনী আবর্তিত হয়েছে একটি অ্যান্টিক হীরা চুরির ঘটনা নিয়ে।
রুদ্রবীণার অভিশাপ: তানসেনের তানপুরার সাফল্যের পর আলাপ আর শ্রুতির ভূমিকায় ফিরে আসছে বিক্রম চ্যাটার্জী আর রুপসা। হবে প্রাচীন একটি অভিশাপের অজানা রহস্যের উদ্ঘাটন।
মন্টু পাইলট ২: দেবালয় ভট্টাচার্যের নির্দেশনায় সৌরভ দাস আবার ফিরে আসছে মন্টুর ভূমিকায়।
ত্রৈলোক্য: ভারতের প্রথম সিরিয়াল কিলার – যে কিনা একজন মহিলা, উপরন্তু বাঙালি। দেবারতি মুখোপাধ্যায়ের রার কাহিনী অবলম্বনে আসছে নতুন সিরিজ।
টিকটিকি: ধ্রুব ব্যানার্জির ওয়েব সিরিজ। অভিনয়ে অনির্বাণ ভট্টাচার্য এবং কৌশিক গাঙ্গুলি।
বটতলার গোয়েন্দা: স্বপন কুমারের গল্প অবলম্বনে অনির্বাণ ভট্টাচার্যের পরিচালনায় নতুন ডিটেক্টিভ সিরিজ।
উত্তরণ: সুকান্ত গঙ্গোপাধ্যায়ের বটতলা উপন্যাস অবলম্বনে মধুমিতা সরকার অভিনীত ওয়েব সিরিজ উত্তরণ যেখানে দেখানো হয়েছে লিক হওয়া একটি এমএমএস ক্লিপ কীভাবে সাধারণ এক গৃহিণীর জীবন আমূল বদলে দেয়।
হইচই এর সহ-প্রতিষ্ঠাতা বিষ্ণু মোহতা বলেন, “সমৃদ্ধ কন্টেন্ট লাইব্রেরির কারণে বিগত চার বছরে হইচই ব্যাপক সাড়া পেয়েছে। পঞ্চম বছরে হইচই যে কন্টেন্টগুলো আনতে যাচ্ছে তা নিয়ে আমরা উদ্দীপ্ত এবং আশাবাদী যে দর্শকরাও সমান আগ্রহে কন্টেন্টগুলোকে গ্রহণ করবে। বাংলাদেশে হইচই এর যাত্রা শুরুর পর থেকে আমরা যে সাড়া পেয়েছি তা আমাদের গ্রাহকদের কাছে পৌঁছে যাওয়ার সহজতম উপায় খুঁজে বের করতে উৎসাহ দিয়েছে। এই লক্ষ্যকে সামনে রেখেই আইএসপি, মোবাইল ফোন অপারেটর, সুপার শপ, ডিটিএইচ সার্ভিস এবং অনলাইন মার্কেটপ্লেস গুলোর সাথে স্ট্র্যাটেজিক ডিস্ট্রিবিউশন পার্টনারশিপ শুরু করেছে যাতে করে গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছে যাওয়া যায়। পঞ্চম বছরে আমরা ডিজিটাল গিফট কার্ড চালু করছি। এতে করে গ্রাহকেরা হ্রাসকৃত মূল্যে এবং সহজে হইচই এ সাবস্ক্রাইব করতে পারবে। ডিজিটাল কন্টেন্ট উপভোগ করার অভিজ্ঞতাকে অবিস্মরণীয় করে রাখতে মানুষের কাছাকাছি যাওয়ার হইচই এর এই প্রয়াস অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।”
এসভিএফ এবং হইচই এর সহ-প্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি বলেন, “বিগত চার বছরে আমি একটি ধারণা কীভাবে বাংলা ভাষার সবচেয়ে বড় ওটিটি প্ল্যাটফর্মে রূপ নেয় তা প্রত্যক্ষ করেছি। আমার বিশ্বাস আমাদের কন্টেন্ট গুলোই আমাদের অন্যদের থেকে আলাদা করেছে এবং দর্শকদের কাছে আমাদের গ্রহণযোগ্যতা বাড়িয়েছে। দর্শকদের প্রতিনিয়ত বিনোদন দিয়ে যাওয়ার লক্ষ্যে পঞ্চম বছরে আমরা কন্টেন্টের মানের দিকেই গুরুত্ব দিচ্ছি। কন্টেন্টের মান নিশ্চিত করতে আমরা তানিম নূর, অমিতাভ রেজা চৌধুরী, আশফাক নিপুণ, সৃজিত মুখার্জী, অঞ্জন দত্ত ও অনির্বাণ ভট্টাচার্যের মতো ডিরেক্টর এবং প্রখ্যাত কলাকুশলীদের সাথে কাজ করছি। হইচই এর লক্ষ্য পঞ্চম বছরে একাধিক উৎকৃষ্ট মানের কন্টেন্ট নিয়ে আসা। এতোকিছু সম্ভব করার জন্য আমাদের টিমের একান্ত প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।”
এই বিষয়ে হইচই বাংলাদেশের প্রধান সাকিব আর খান বলেন, “সারা দেশ জুড়ে দর্শকরা যেভাবে আমাদের সাদরে গ্রহণ করেছে তাতে আমি অভিভূত। তাদের এই ভালবাসার কারণেই আমরা আমাদের পার্টনারশিপ গুলোর মাধ্যমে তাদের কাছে পৌঁছে যেতে পেরেছি। আরও একটি বছরের প্রারম্ভে আমরা দর্শকদের আরও চমকপ্রদ কন্টেন্ট উপহার দিতে চাই এবং এই লক্ষ্যে আমরা দুই বাংলার সেরা নির্মাতাদের সাথে কাজ করছি।”
হইচই হলো আরো সহজলভ্য
হইচই এর সাথে বাংলাদেশের অন্যতম বৃহত্তম টেলিকম প্রতিষ্ঠান গ্রামীনফোন এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) লিঙ্ক থ্রি এর সমঝোতা চুক্তি হয়েছে। গ্রামীণফোন এবং লিঙ্ক থ্রি এর গ্রাহকেরা তাদের নিজ নিজ অপারেটেরের সার্ভিসের সাথে অন্তর্ভুক্ত হইচই এর সাবস্ক্রিপশান পাচ্ছেন। এর ফলে অনলাইন বা ডিজিটাল পেমেন্টের সুবিধা যাদের নেই তাদের কাছেও পৌঁছে যেতে পেরেছে প্ল্যাটফর্মটি। সাবস্ক্রিপশান সহজলভ্য হয়েছে এবং বাংলা ভাষায় মানসম্মত বিনোদন দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দেয়া সম্ভব হয়েছে। দেশের প্রতিটি প্রান্ত থেকে দর্শকেরা এখন বাংলাদেশ ও ভারতের ৬৫০ এরও বেশি বাংলা মুভি এবং অরিজিনাল সিরিজ উপভোগ করতে পারবেন।
সাবস্ক্রিপশানের সহজলভ্যতা নিশ্চিত করতে হইচই এর মীনা বাজার এবং গ্যাজেট অ্যান্ড গিয়ার এর সাথে রয়েছে স্ট্র্যাটেজিক অফলাইন পার্টনারশিপ। এর মাধ্যমে গ্রাহকেরা সাবস্ক্রিপশান কার্ডের মাধ্যমে সাবস্ক্রাইব করতে সক্ষম হয়েছে।
এছাড়াও হইচই আনতে যাচ্ছে ডিজিটাল গিফট কার্ড। এর মাধ্যমে গ্রাহকেরা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে তাদের নিকটজনকে হইচই এর বিভিন্ন সাবস্ক্রিপশান প্যাকেজ গিফট করতে পারবেন। প্রাথমিকভাবে এটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সিংগাপুর এবং মধ্য প্রাচ্যে শুরু হচ্ছে। শীঘ্রই অন্যান্য দেশেও এই সুবিধা পাওয়া যাবে।
ওটিটি প্ল্যাটফর্ম হইচই তাদের পঞ্চম বর্ষে পা দিয়েছে। পৃথিবীব্যাপী বাংলা ভাষা-ভাষীদের কাছে মানসম্মত বাংলা কন্টেন্ট পৌঁছে দেয়ার অব্যাহত প্রচেষ্টার চার বছরে হইচই বাংলা ওটিটি প্ল্যাটফর্ম গুলোর মধ্যে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে। আর বিগত বছরে ক্রমান্বয়ে বেড়ে চলা সাবস্ক্রাইবারের সংখ্যা জন-মানুষের গল্প তাঁদের কাছে পৌঁছে দিতে অনুপ্রাণিত করেছে হইচইকে।
বাংলাদেশের প্রতিটি প্রান্ত থেকে অভূতপূর্ব সাড়া পাওয়ায় হইচই তাদের পঞ্চম বর্ষে বাংলাদেশ থেকে শঙ্খ দাস গুপ্ত, তানিম নূর, অমিতাভ রেজা চৌধুরী, সৈয়দ আহমেদ শাওকি এবং আশফাক নিপুণ এর পরিচালনায় ৫ টি নতুন অরিজিনাল সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছে।
সিরিজগুলো এক নজরে –
বলি
সোহরাব – রুস্তম – নাম দুটির সাথে বাঙ্গালীর আবেগ জড়ানো। প্রাচীন এক লোককাহিনীর ছায়া অবলম্বনে নির্মিত হচ্ছে অ্যাকশন/থ্রিলার বলি যেখানে মূল দুইটি চরিত্রে অভিনয় করেছেন তাকদীর দিয়ে দেশ মাতানো জুটি – চঞ্চল চৌধুরী এবং সোহেল মন্ডল। পরিচালনা করেছেন শঙ্খ দাস গুপ্ত।
কাইজার
একজন ভিডিও গেমে আসক্ত হোমিসাইড ডিটেক্টিভ। অস্বাস্থ্যকর সব অভ্যাস তার ব্যক্তি ও পেশা জীবনে নানা নেতিবাচক প্রভাব ফেলে। আরও শোনা যায় – কাইজার নাকি রক্ত ভয় পায়! পরিচালনায় – তানিম নূর।
বোধ
একজন অবসরপ্রাপ্ত বিচারপতির বোধের জাগরন এবং বিবেকের দংশন – অমিতাভ রেজা চৌধুরীর নতুন ওয়েব সিরিজ।
কারাগার
একটি জেল। সেল নাম্বার ৫০১। সেলটিতে রাখা বেশ কিছু কয়েদীর আত্মহত্যার পর থেকে সেলটি দীর্ঘদিন ধরে বন্ধ। এক সকালে সেলটিতে এক কয়েদীকে খুঁজে পাওয়া যায় যে দাবী করে সেলের ভেতরে সে ২০০ বছর ধরে বন্দী। তাকদীরের আকাশচুম্বী সাফল্যের পর সৈয়দ আহমেদ শাওকির নতুন ন্যারেটিভ থ্রিলার সিরিজ।
সাবরিনা
দুই বাংলা কাঁপানো ওয়েব সিরিজ মহানগরের পর আশফাক নিপুণ নিয়ে আসছেন সাবরিনা যেখানে সামাজিক অবস্থান নির্বিশেষে নারীদের উপর নিপীড়নের চিত্র তুলে ধরা হয়েছে। দুই নারীকে কেন্দ্র করে শিহরণ জাগানো একটি গল্প।
বাংলাদেশে নির্মিতব্য পাঁচটি সিরিজ ছাড়াও হইচই আরও বারোটি অরিজিনাল সিরিজের ঘোষণা দিয়েছে। আসন্ন এই সিরিজ গুলো হচ্ছে –
খ্যাপা শহর: মার্ডার ইন দ্যা হিলস এর পর পুলিশ আর গ্যাং ওয়ার নিয়ে অঞ্জন দত্তের দ্বিতীয় ওয়েব সিরিজ।
মন্দার: শেক্সপীয়ারের ম্যাকবেথ অবলম্বনে অনির্বাণ ভট্টাচার্যের নির্দেশনায় প্রথম ওয়েব সিরিজ।
গোরা: শাহানা দত্তের নতুন ডিটেক্টিভ সিরিজ গোরা। ডিটেক্টিভ গোরা চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর ডিজিটাল মাধ্যমে অভিষেক হতে যাচ্ছে।
ইন্দু: হ্যালো এবং পাপের মতো ব্লকবাস্টারের পর আরও একটি ফ্যামিলি ড্রামা/ থ্রিলার সিরিজ। অভিনয়ে ইশা সাহা।
ব্যোমকেশ ৭: শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস চোরাবালি অবলম্বনে আসছে ব্যোমকেশ ৭। অভিনয়ে অনির্বাণ ভট্টাচার্যের সাথে আছেন অর্জুন চক্রবর্তী, উষশি রায়, চন্দন সেন প্রমুখ।
একেন বাবু ৫: ডিটেক্টিভ একেন বাবু সিরিজের পঞ্চম সিজন। কাহিনী আবর্তিত হয়েছে একটি অ্যান্টিক হীরা চুরির ঘটনা নিয়ে।
রুদ্রবীণার অভিশাপ: তানসেনের তানপুরার সাফল্যের পর আলাপ আর শ্রুতির ভূমিকায় ফিরে আসছে বিক্রম চ্যাটার্জী আর রুপসা। হবে প্রাচীন একটি অভিশাপের অজানা রহস্যের উদ্ঘাটন।
মন্টু পাইলট ২: দেবালয় ভট্টাচার্যের নির্দেশনায় সৌরভ দাস আবার ফিরে আসছে মন্টুর ভূমিকায়।
ত্রৈলোক্য: ভারতের প্রথম সিরিয়াল কিলার – যে কিনা একজন মহিলা, উপরন্তু বাঙালি। দেবারতি মুখোপাধ্যায়ের রার কাহিনী অবলম্বনে আসছে নতুন সিরিজ।
টিকটিকি: ধ্রুব ব্যানার্জির ওয়েব সিরিজ। অভিনয়ে অনির্বাণ ভট্টাচার্য এবং কৌশিক গাঙ্গুলি।
বটতলার গোয়েন্দা: স্বপন কুমারের গল্প অবলম্বনে অনির্বাণ ভট্টাচার্যের পরিচালনায় নতুন ডিটেক্টিভ সিরিজ।
উত্তরণ: সুকান্ত গঙ্গোপাধ্যায়ের বটতলা উপন্যাস অবলম্বনে মধুমিতা সরকার অভিনীত ওয়েব সিরিজ উত্তরণ যেখানে দেখানো হয়েছে লিক হওয়া একটি এমএমএস ক্লিপ কীভাবে সাধারণ এক গৃহিণীর জীবন আমূল বদলে দেয়।
হইচই এর সহ-প্রতিষ্ঠাতা বিষ্ণু মোহতা বলেন, “সমৃদ্ধ কন্টেন্ট লাইব্রেরির কারণে বিগত চার বছরে হইচই ব্যাপক সাড়া পেয়েছে। পঞ্চম বছরে হইচই যে কন্টেন্টগুলো আনতে যাচ্ছে তা নিয়ে আমরা উদ্দীপ্ত এবং আশাবাদী যে দর্শকরাও সমান আগ্রহে কন্টেন্টগুলোকে গ্রহণ করবে। বাংলাদেশে হইচই এর যাত্রা শুরুর পর থেকে আমরা যে সাড়া পেয়েছি তা আমাদের গ্রাহকদের কাছে পৌঁছে যাওয়ার সহজতম উপায় খুঁজে বের করতে উৎসাহ দিয়েছে। এই লক্ষ্যকে সামনে রেখেই আইএসপি, মোবাইল ফোন অপারেটর, সুপার শপ, ডিটিএইচ সার্ভিস এবং অনলাইন মার্কেটপ্লেস গুলোর সাথে স্ট্র্যাটেজিক ডিস্ট্রিবিউশন পার্টনারশিপ শুরু করেছে যাতে করে গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছে যাওয়া যায়। পঞ্চম বছরে আমরা ডিজিটাল গিফট কার্ড চালু করছি। এতে করে গ্রাহকেরা হ্রাসকৃত মূল্যে এবং সহজে হইচই এ সাবস্ক্রাইব করতে পারবে। ডিজিটাল কন্টেন্ট উপভোগ করার অভিজ্ঞতাকে অবিস্মরণীয় করে রাখতে মানুষের কাছাকাছি যাওয়ার হইচই এর এই প্রয়াস অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।”
এসভিএফ এবং হইচই এর সহ-প্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি বলেন, “বিগত চার বছরে আমি একটি ধারণা কীভাবে বাংলা ভাষার সবচেয়ে বড় ওটিটি প্ল্যাটফর্মে রূপ নেয় তা প্রত্যক্ষ করেছি। আমার বিশ্বাস আমাদের কন্টেন্ট গুলোই আমাদের অন্যদের থেকে আলাদা করেছে এবং দর্শকদের কাছে আমাদের গ্রহণযোগ্যতা বাড়িয়েছে। দর্শকদের প্রতিনিয়ত বিনোদন দিয়ে যাওয়ার লক্ষ্যে পঞ্চম বছরে আমরা কন্টেন্টের মানের দিকেই গুরুত্ব দিচ্ছি। কন্টেন্টের মান নিশ্চিত করতে আমরা তানিম নূর, অমিতাভ রেজা চৌধুরী, আশফাক নিপুণ, সৃজিত মুখার্জী, অঞ্জন দত্ত ও অনির্বাণ ভট্টাচার্যের মতো ডিরেক্টর এবং প্রখ্যাত কলাকুশলীদের সাথে কাজ করছি। হইচই এর লক্ষ্য পঞ্চম বছরে একাধিক উৎকৃষ্ট মানের কন্টেন্ট নিয়ে আসা। এতোকিছু সম্ভব করার জন্য আমাদের টিমের একান্ত প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।”
এই বিষয়ে হইচই বাংলাদেশের প্রধান সাকিব আর খান বলেন, “সারা দেশ জুড়ে দর্শকরা যেভাবে আমাদের সাদরে গ্রহণ করেছে তাতে আমি অভিভূত। তাদের এই ভালবাসার কারণেই আমরা আমাদের পার্টনারশিপ গুলোর মাধ্যমে তাদের কাছে পৌঁছে যেতে পেরেছি। আরও একটি বছরের প্রারম্ভে আমরা দর্শকদের আরও চমকপ্রদ কন্টেন্ট উপহার দিতে চাই এবং এই লক্ষ্যে আমরা দুই বাংলার সেরা নির্মাতাদের সাথে কাজ করছি।”
হইচই হলো আরো সহজলভ্য
হইচই এর সাথে বাংলাদেশের অন্যতম বৃহত্তম টেলিকম প্রতিষ্ঠান গ্রামীনফোন এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) লিঙ্ক থ্রি এর সমঝোতা চুক্তি হয়েছে। গ্রামীণফোন এবং লিঙ্ক থ্রি এর গ্রাহকেরা তাদের নিজ নিজ অপারেটেরের সার্ভিসের সাথে অন্তর্ভুক্ত হইচই এর সাবস্ক্রিপশান পাচ্ছেন। এর ফলে অনলাইন বা ডিজিটাল পেমেন্টের সুবিধা যাদের নেই তাদের কাছেও পৌঁছে যেতে পেরেছে প্ল্যাটফর্মটি। সাবস্ক্রিপশান সহজলভ্য হয়েছে এবং বাংলা ভাষায় মানসম্মত বিনোদন দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দেয়া সম্ভব হয়েছে। দেশের প্রতিটি প্রান্ত থেকে দর্শকেরা এখন বাংলাদেশ ও ভারতের ৬৫০ এরও বেশি বাংলা মুভি এবং অরিজিনাল সিরিজ উপভোগ করতে পারবেন।
সাবস্ক্রিপশানের সহজলভ্যতা নিশ্চিত করতে হইচই এর মীনা বাজার এবং গ্যাজেট অ্যান্ড গিয়ার এর সাথে রয়েছে স্ট্র্যাটেজিক অফলাইন পার্টনারশিপ। এর মাধ্যমে গ্রাহকেরা সাবস্ক্রিপশান কার্ডের মাধ্যমে সাবস্ক্রাইব করতে সক্ষম হয়েছে।
এছাড়াও হইচই আনতে যাচ্ছে ডিজিটাল গিফট কার্ড। এর মাধ্যমে গ্রাহকেরা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে তাদের নিকটজনকে হইচই এর বিভিন্ন সাবস্ক্রিপশান প্যাকেজ গিফট করতে পারবেন। প্রাথমিকভাবে এটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সিংগাপুর এবং মধ্য প্রাচ্যে শুরু হচ্ছে। শীঘ্রই অন্যান্য দেশেও এই সুবিধা পাওয়া যাবে।
প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
৫ ঘণ্টা আগেবিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি।
৫ ঘণ্টা আগেপরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ তো আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার!
৬ ঘণ্টা আগেআগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
১১ ঘণ্টা আগে