বিনোদন ডেস্ক
একটি পুরোনো জমিদারবাড়ির দরজা ঠেলে ভেতরে ঢুকল দেব। ‘পারু পারু’ বলে কয়েকবার ডাকল। দোতলার বারান্দা থেকে দেবকে দেখে হাসতে হাসতে লুকিয় পড়ল পারু। তার হাসির শব্দ প্রতিধ্বনিত হলো জমিদারবাড়ির দেয়ালে দেয়ালে। সিঁড়ি বেয়ে ওপরে উঠে এল দেব। পারু দেয়ালের আড়াল থেকে বলল, ‘কী চাও তুমি?’ দেব উত্তর দিল, ‘তোকে কাছে পেতে চাই পারু।’ উত্তরে পারু বলে, ‘আমি তো তোমার পাশেই আছি, খুঁজে নাও আমাকে।’
স্টার জলসার নতুন সিরিয়াল ‘তুমি আশেপাশে থাকলে’র দ্বিতীয় প্রোমোতে দেখা গেছে এমন দৃশ্য। ‘বাংলা মিডিয়াম’ সিরিয়ালের বিদায়ের পর গতকাল থেকে চ্যানেলটিতে শুরু হয়েছে তুমি আশেপাশে থাকলের প্রচার। রোহান ভট্টাচার্য ও অঙ্গনা রায় প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করছেন এতে। ধারাবাহিকটি তৈরি হচ্ছে ভৌতিক গল্প নিয়ে। রোহানের চরিত্র দেবের সঙ্গে বিয়ে হবে অঙ্গনার চরিত্র পারুর। কিছুদিন পর মৃত্যু হবে পারুর। দ্বিতীয় বিয়ে করবে দেব। এরপর আবার তার জীবনে ফিরবে পারু। তবে মানুষ নয়, ভূত হয়ে।
তুমি আশেপাশে থাকলে সিরিয়ালের মাধ্যমে দুই বছর পর ছোট পর্দায় ফিরলেন রোহান। তিনি বলেন, ‘গত দুই বছরে ১৭টি সিরিয়ালের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। চেয়েছিলাম এমন গল্প নিয়ে টিভিতে ফিরতে, যা হবে একেবারে আলাদা। এত দিন পরে মনের মতো একটা গল্প পেয়েছি। এ সিরিয়ালে আমার চরিত্রের নাম দেব। পেশায় গোয়েন্দা। সিরিয়ালটি দেখে অনেক সময় মনে হবে সিনেমা দেখছেন।’
অঙ্গনা বলেন, ‘দেব আর পারু ছোটবেলা থেকে ঘনিষ্ঠ বন্ধু। পারু দেবকে প্রচণ্ড ভালোবাসে। সে-ও গোয়েন্দা গল্পের ভক্ত। যেহেতু দেব গোয়েন্দা, তাই তার কাজে সাহায্য করে পারু। এটা আমার প্রথম টিভি সিরিয়াল আর রোহানের কামব্যাক শো। দুজনের জন্যই তাই এটা খুব স্পেশাল।’ তুমি আশেপাশে থাকলে পরিচালনা করছেন অনুপম হরি।
একটি পুরোনো জমিদারবাড়ির দরজা ঠেলে ভেতরে ঢুকল দেব। ‘পারু পারু’ বলে কয়েকবার ডাকল। দোতলার বারান্দা থেকে দেবকে দেখে হাসতে হাসতে লুকিয় পড়ল পারু। তার হাসির শব্দ প্রতিধ্বনিত হলো জমিদারবাড়ির দেয়ালে দেয়ালে। সিঁড়ি বেয়ে ওপরে উঠে এল দেব। পারু দেয়ালের আড়াল থেকে বলল, ‘কী চাও তুমি?’ দেব উত্তর দিল, ‘তোকে কাছে পেতে চাই পারু।’ উত্তরে পারু বলে, ‘আমি তো তোমার পাশেই আছি, খুঁজে নাও আমাকে।’
স্টার জলসার নতুন সিরিয়াল ‘তুমি আশেপাশে থাকলে’র দ্বিতীয় প্রোমোতে দেখা গেছে এমন দৃশ্য। ‘বাংলা মিডিয়াম’ সিরিয়ালের বিদায়ের পর গতকাল থেকে চ্যানেলটিতে শুরু হয়েছে তুমি আশেপাশে থাকলের প্রচার। রোহান ভট্টাচার্য ও অঙ্গনা রায় প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করছেন এতে। ধারাবাহিকটি তৈরি হচ্ছে ভৌতিক গল্প নিয়ে। রোহানের চরিত্র দেবের সঙ্গে বিয়ে হবে অঙ্গনার চরিত্র পারুর। কিছুদিন পর মৃত্যু হবে পারুর। দ্বিতীয় বিয়ে করবে দেব। এরপর আবার তার জীবনে ফিরবে পারু। তবে মানুষ নয়, ভূত হয়ে।
তুমি আশেপাশে থাকলে সিরিয়ালের মাধ্যমে দুই বছর পর ছোট পর্দায় ফিরলেন রোহান। তিনি বলেন, ‘গত দুই বছরে ১৭টি সিরিয়ালের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। চেয়েছিলাম এমন গল্প নিয়ে টিভিতে ফিরতে, যা হবে একেবারে আলাদা। এত দিন পরে মনের মতো একটা গল্প পেয়েছি। এ সিরিয়ালে আমার চরিত্রের নাম দেব। পেশায় গোয়েন্দা। সিরিয়ালটি দেখে অনেক সময় মনে হবে সিনেমা দেখছেন।’
অঙ্গনা বলেন, ‘দেব আর পারু ছোটবেলা থেকে ঘনিষ্ঠ বন্ধু। পারু দেবকে প্রচণ্ড ভালোবাসে। সে-ও গোয়েন্দা গল্পের ভক্ত। যেহেতু দেব গোয়েন্দা, তাই তার কাজে সাহায্য করে পারু। এটা আমার প্রথম টিভি সিরিয়াল আর রোহানের কামব্যাক শো। দুজনের জন্যই তাই এটা খুব স্পেশাল।’ তুমি আশেপাশে থাকলে পরিচালনা করছেন অনুপম হরি।
মেয়ের বিষয়ে একই পথে হাঁটলেন আলিয়া ভাট। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছোট্ট মেয়ের রাহার সব ছবি সরিয়ে ফেলেছেন এ অভিনেত্রী। এ নিয়ে ভক্তদের মনে উদ্রেক ঘটেছে আফসোস, হতাশার! আবার এ সিদ্ধান্তকে সাধুবাদও জানিয়েছেন অনেকেই। সব মিলিয়ে এ নিয়ে সরগরম নেটপাড়া। তবে এ বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু বলেননি...
২ ঘণ্টা আগেবিশ্বের সর্বোচ্চ আয়কারী অভিনেতা-অভিনেত্রীদের তালিকা প্রকাশ করেছে প্রখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস। আর ২০২৪ সালের জন্য প্রকাশিত এই তালিকায় ডোয়াইন জনসন চার বছর পর আবারও শীর্ষে ফিরেছেন। গত বছরে তিনি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে রায়ান রেনল্ডস ও জেরি সাইনফেল্ডের মতো তারকাদের পেছনে ফেলে শীর্ষ স্থান দখল...
৪ ঘণ্টা আগেভারতের জনপ্রিয় সংগীত শিল্পী শ্রেয়া ঘোষালের এক্স হ্যান্ডেল (টুইটার) হ্যাক হয়েছে। বিগত ১৬ দিন ধরে তাঁর অ্যাকাউন্ট সাইবার হ্যাকারদের কবলে রয়েছে। বারবার চেষ্টার পরও এক্স হ্যান্ডেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি। অবশেষে ভক্তদের জন্য সতর্কবার্তা দিয়েছেন এ কণ্ঠশিল্পী। তাঁর এক্স হ্যান্ডেল...
৫ ঘণ্টা আগেঅভিনেতা নিলয় আলমগীরের পশুপ্রেমের কথা তাঁর কাছের মানুষ কমবেশি সবাই জানেন। মাঝেমধ্যেই তিনি পথপশুদের জন্য খাবারের ব্যবস্থা করেন। কয়েক দিন আগেও সেন্ট মার্টিনের কুকুরগুলোর জন্য খাবার সংগ্রহের উদ্যোগ নিয়েছিলেন নিলয়। কারণ ওই সময়টায় দ্বীপটিতে পর্যটকদের প্রবেশ বন্ধ ছিল। এবার নাটকেও দেখা মিলবে নিলয়ের...
৭ ঘণ্টা আগে