বিনোদন ডেস্ক
ঢাকা: বিতর্কে অ্যামাজন প্রাইমের মুক্তি প্রতীক্ষিত সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ২’। মনোজ বাজপেয়ী অভিনীত এ সিরিজের বিরুদ্ধে প্রবল আপত্তি তামিলদের। অভিযোগ, এতে তামিলদেরকে অপমান করা হয়েছে। তাঁদেরকে নেতিবাচকভাবে দেখানো হয়েছে। এ অভিযোগে কিছুদিন ধরেই তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যম। টুইটারে ট্রেন্ডিং ‘ফ্যামিলি ম্যান ২ এগেনেস্ট তামিলিয়ানস’ হ্যাশট্যাগ।
সিরিজটি নিষিদ্ধ করার দাবি তুলেছেন অনেকেই। ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ এর প্রচার যাতে আটকে যায়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে চিঠি দিয়েছেন তামিলনাড়ু রাজ্যসভার সাংসদ ভায়কো। একই অভিযোগ তুলে একের পর এক টুইট করে যাচ্ছেন তামিলনাড়ুর রাজনৈতিক দল নাম তামিলিয়ার কাচির নেতা সিরাম। ৪ জুন অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে সিরিজটি। তার আগে এমন বিতর্ক প্রযোজনা সংস্থা ও কলাকুশলীদেরকে খানিকটা বিপাকে ফেলেছে।
এ সিরিজে অভিনয় করেছেন দক্ষিণী তারকা সামান্থা আক্কিনেনি। ওটিটিতে এটাই প্রথম অভিনয় তাঁর। সামান্থা যে চরিত্রে অভিনয় করেছেন, সেটির নাম রাজি। তামিল বিদ্রোহী। আন্দোলনকারীদের অভিযোগ, এ চরিত্রের মাধ্যমে লিবারেশন টাইগার্স অব তামিল ইলমের যোদ্ধাদের অপমান করা হয়েছে। তাঁদেরকে ভুলভাবে দেখানো হয়েছে। তামিল ইলমের সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর যোগও দেখানো হয়েছে।
তবে এসব অভিযোগের জবাব দিয়েছেন সিরিজের নির্মাতা রাজ ও ডিকে। তাঁরা বলছেন, ‘ট্রেলারের কয়েকটি শট দেখে কিছু ধারণা করা হয়েছে, যেগুলো আসলেই ভুল। এ সিরিজের অভিনেতা-কলাকুশলীদের অনেকেই তামিল। তাঁদের প্রতি আমাদের অত্যন্ত ভালবাসা ও সম্মান আছে। এক বছরেরও বেশি সময় ধরে কঠিন পরিশ্রম করে আমরা সিরিজটি তৈরি করেছি। সবাইকে অনুরোধ করছি, মুক্তি পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। একবার দেখলে আপনারাই সিরিজের প্রশংসা করবেন।’
নির্মাতাদের এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ সিরিজে ধুরন্দর গোয়েন্দা শ্রীকান্ত তিওয়ারির ভূমিকায় তিনি। মনোজের স্ত্রীর চরিত্রে আছেন দক্ষিণী তারকা প্রিয়ামনি।
এর আগে জন আব্রাহাম অভিনীত ‘মাদ্রাজ ক্যাফে’ সিনেমা নিয়েও একই বিতর্ক তৈরি হয়েছিল। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজিব গান্ধী হত্যা নিয়ে নির্মিত ওই সিনেমাকে ঘিরেও তামিলদের আপত্তি প্রবল হয়েছিল। ভায়কো ও সিরাম, যাঁরা ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ সিরিজের বিরোধিতা করছেন, তাঁরা ওই সময় ‘মাদ্রাজ ক্যাফে’ নিষিদ্ধ করার দাবি তুলেছিলেন।
দেখুন ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ এর ট্রেলার:
ঢাকা: বিতর্কে অ্যামাজন প্রাইমের মুক্তি প্রতীক্ষিত সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ২’। মনোজ বাজপেয়ী অভিনীত এ সিরিজের বিরুদ্ধে প্রবল আপত্তি তামিলদের। অভিযোগ, এতে তামিলদেরকে অপমান করা হয়েছে। তাঁদেরকে নেতিবাচকভাবে দেখানো হয়েছে। এ অভিযোগে কিছুদিন ধরেই তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যম। টুইটারে ট্রেন্ডিং ‘ফ্যামিলি ম্যান ২ এগেনেস্ট তামিলিয়ানস’ হ্যাশট্যাগ।
সিরিজটি নিষিদ্ধ করার দাবি তুলেছেন অনেকেই। ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ এর প্রচার যাতে আটকে যায়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে চিঠি দিয়েছেন তামিলনাড়ু রাজ্যসভার সাংসদ ভায়কো। একই অভিযোগ তুলে একের পর এক টুইট করে যাচ্ছেন তামিলনাড়ুর রাজনৈতিক দল নাম তামিলিয়ার কাচির নেতা সিরাম। ৪ জুন অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে সিরিজটি। তার আগে এমন বিতর্ক প্রযোজনা সংস্থা ও কলাকুশলীদেরকে খানিকটা বিপাকে ফেলেছে।
এ সিরিজে অভিনয় করেছেন দক্ষিণী তারকা সামান্থা আক্কিনেনি। ওটিটিতে এটাই প্রথম অভিনয় তাঁর। সামান্থা যে চরিত্রে অভিনয় করেছেন, সেটির নাম রাজি। তামিল বিদ্রোহী। আন্দোলনকারীদের অভিযোগ, এ চরিত্রের মাধ্যমে লিবারেশন টাইগার্স অব তামিল ইলমের যোদ্ধাদের অপমান করা হয়েছে। তাঁদেরকে ভুলভাবে দেখানো হয়েছে। তামিল ইলমের সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর যোগও দেখানো হয়েছে।
তবে এসব অভিযোগের জবাব দিয়েছেন সিরিজের নির্মাতা রাজ ও ডিকে। তাঁরা বলছেন, ‘ট্রেলারের কয়েকটি শট দেখে কিছু ধারণা করা হয়েছে, যেগুলো আসলেই ভুল। এ সিরিজের অভিনেতা-কলাকুশলীদের অনেকেই তামিল। তাঁদের প্রতি আমাদের অত্যন্ত ভালবাসা ও সম্মান আছে। এক বছরেরও বেশি সময় ধরে কঠিন পরিশ্রম করে আমরা সিরিজটি তৈরি করেছি। সবাইকে অনুরোধ করছি, মুক্তি পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। একবার দেখলে আপনারাই সিরিজের প্রশংসা করবেন।’
নির্মাতাদের এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ সিরিজে ধুরন্দর গোয়েন্দা শ্রীকান্ত তিওয়ারির ভূমিকায় তিনি। মনোজের স্ত্রীর চরিত্রে আছেন দক্ষিণী তারকা প্রিয়ামনি।
এর আগে জন আব্রাহাম অভিনীত ‘মাদ্রাজ ক্যাফে’ সিনেমা নিয়েও একই বিতর্ক তৈরি হয়েছিল। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজিব গান্ধী হত্যা নিয়ে নির্মিত ওই সিনেমাকে ঘিরেও তামিলদের আপত্তি প্রবল হয়েছিল। ভায়কো ও সিরাম, যাঁরা ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ সিরিজের বিরোধিতা করছেন, তাঁরা ওই সময় ‘মাদ্রাজ ক্যাফে’ নিষিদ্ধ করার দাবি তুলেছিলেন।
দেখুন ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ এর ট্রেলার:
দক্ষিণ ইন্ডাস্ট্রির আবেদনময়ী অভিনেত্রী তামান্না ভাটিয়া। অভিনয় তো বটেই, ‘আজ কি রাত’–এর মতো আইটেম গানে ঘায়েল করেছেন লাখো পুরুষের মন। সিনেমা কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই থাকেন চর্চায়। একসময় গুঞ্জন ওঠে, অভিনেতা বিজয় বর্মাকে মন দিয়েছেন তিনি। অবশ্য ২০২৩ সালে সেই গুঞ্জনে সিলমোহর দিয়ে প্রেমের কথা...
৯ ঘণ্টা আগেবাংলাদেশের প্রথম ম্রো ভাষায় নির্মিত সিনেমা ‘কিওরি পেক্রা উও’, ইংরেজিতে ‘ডিয়ার মাদার’। সিনেমাটি এবার পা রাখতে চলেছে বিশ্ববিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। ৫ মার্চ কেমব্রিজ স্থানীয় সময় বেলা ২টা ৩০ মিনিট এবং বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে ইনডিজিনিয়াস স্টাডিজ গ্রুপ কেমব্রিজের আয়োজনে এই স্ক্রিনিং...
১৪ ঘণ্টা আগেআসন্ন রোজার ঈদে এনটিভিতে প্রচারিত হবে একক নাটক ‘খুচরা পাপী’। জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি। ‘পাইরেসি’ নাটকের পর দীর্ঘ এক যুগ পরে জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় অভিনয় করলেন মোশাররফ। ‘প্রাইভেট জামাই’ নাটকের পর আলমের নির্দেশনায় তানিয়া অভিনয় করলেন তিন বছর পর
১৪ ঘণ্টা আগে‘নারীজন্ম ধন্য হোক আপনভাগ্য গড়ার অধিকারে’ স্লোগানে নাট্যসংগঠন স্বপ্নদল উদ্যাপন করবে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫। ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে এক দিন আগে ৭ মার্চ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দলটি আয়োজন করেছে সম্মাননা প্রদান ও নাট্য প্রদর্শনীর।
১৪ ঘণ্টা আগে