মিঠাইকে নিয়ে দুশ্চিন্তা

বিনোদন ডেস্ক
Thumbnail image

কলকাতার বিভিন্ন চ্যানেলে যত সিরিয়াল প্রচার হয়, সেগুলোর মধ্যে জি বাংলার ‘মিঠাই’ এখন জনপ্রিয়তার শীর্ষে। ‘মিঠাই’ এমন এক মেয়ের গল্প, যার পরিবার ঐতিহ্য মেনে অনেক বছর ধরে মিষ্টি তৈরি করে। মিষ্টি তৈরিতে সিদ্ধহস্ত মিঠাই নিজেও। সারাক্ষণ দুষ্টুমিতে মাতিয়ে রাখে চারপাশ।

মধ্যবিত্ত ঘরের মিঠাইয়ের বিয়ে হয়ে যায় বড় ঘরের ছেলে উচ্ছেবাবুর সঙ্গে। এরপর নানা সংকট নিয়ে এগিয়ে যাচ্ছে সিরিয়ালটির গল্প। ‘মিঠাই’ চরিত্রে অভিনয় করছেন সৌমিতৃষা কুণ্ডু।

কয়েক দিন ধরে ‘মিঠাই’কে নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিল তাঁর শ্বশুরবাড়ির লোকজন। একদল গুণ্ডা অপহরণ করে নিয়ে যায় মিঠাইকে। এ খবর পাওয়ার পর তাঁকে বাঁচাতে মাঠে নামে মিঠাইয়ের জীবনসঙ্গী উচ্ছেবাবু। অবশেষে স্ত্রীকে উদ্ধার করেন নায়ক।

মিঠাই সিরিয়ালের দৃশ্যওদিকে মিঠাইকে বাঁচাতে গিয়ে যদি উচ্ছেবাবুর কিছু হয়, এ চিন্তাতেই কাহিল ছিল তাঁর শ্বশুরবাড়ির লোকজন। দুজন সুস্থ-স্বাভাবিকভাবে বাড়ি ফেরায় স্বস্তি ফিরে আসে পরিবারে। ‘মিঠাই’ সিরিয়ালের সাম্প্রতিক পর্বে এমনই ঘটনা দেখা যাচ্ছে। কিন্তু ঘটনা কি এত সহজেই শেষ হয়ে যায়? এর রেশ চলবে গল্পের আরও কিছুদূর পর্যন্ত।

স্বামী উচ্ছেবাবুর মন গলানোর দায়িত্ব নিয়েছিল মিঠাই। অপহরণের এ ঘটনার পর উচ্ছেবাবু শক্ত করে আঁকড়ে ধরেছে স্ত্রীর হাত। এতে মিঠাই যারপরনাই খুশি। উচ্ছেবাবুর এখন আস্তে আস্তে মনে ধরেছে তাঁর এই দুষ্টু-মিষ্টি স্ত্রীকে। মিঠাই-উচ্ছেবাবু মানে সৌমিতৃষা ও আদৃতের সম্পর্কের রসায়ন দেখার অপেক্ষায় থাকেন সিরিয়ালপ্রেমী দর্শকেরা। তাই সিরিয়ালটি  টিআরপিতে নিজের অবস্থান ধরে রেখেছে বেশ কয়েক মাস ধরে।

জি বাংলায় প্রতি সোম থেকে রোববার বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে সিরিয়ালটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত