সুপারস্টারের মৃত্যুরহস্যের জট খুলতে পারবেন অপূর্ব?

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ১৬: ৩২
Thumbnail image

বাংলাদেশের এক স্টাইলিশ সুপারস্টার, রঙিন দুনিয়ায় তাঁর জনপ্রিয়তা যখন তুঙ্গে, তখন হঠাৎ একদিন গলায় ফাঁস দিয়ে  তাঁর মৃত্যুর খবরে উত্তাল গোটা দেশ। সবার মনে প্রশ্ন, দেশের আনাচে-কানাচে যার লক্ষ লক্ষ ভক্ত, সেই নায়ক এত তারকাখ্যাতির মধ্যেও কেন আত্মহত্যা করবেন। একি সত্যিই কি আত্মহত্যা নাকি হত্যা।

গত শতকের নব্বুইয়ের দশকের আগে পরে চলচ্চিত্র যারা দেখেছেন বা খোঁজখবর রাখেন, তাদের কাছে এই গল্পের প্রেক্ষাপট খুবই পরিচিত মনে হবে। এখনকার অনেক তরুণের কাছে এটা একটা সাধারণ কাল্পনিক গল্পের প্লট মনে হতে পারে। কিন্তু না, এই ওয়েব সিরিজের মৃত্যুর ঘটনার সঙ্গে ঢালিউডের সুপারস্টার সালমান শাহের মৃত্যুর ঘটনার মিল আছে।

বুকের মধ্যে আগুন’ নামে ওয়েব সিরিজটি ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমানের মৃত্যুর ঘটনাকে উপজীব্য করে তৈরি করা না হলেও কল্পনাধর্মী এই সিরিজের সঙ্গে তার মিল পাওয়া যাবে বলে পরিচালক এর মধ্যেই জানিয়েছেন। এটি আগামী মাসে মুক্তি পাবে। এতে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে প্রধান চরিত্রে দেখা যাবে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু এটি পরিচালনা করেছেন। আগামী ১৭ ফেব্রুয়ারি সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম হইচই বাংলাদেশে মুক্তি পাবে বলে আজ শনিবার ঘোষণা করা হয়।

গত ২৩ জানুয়ারি প্রকাশিত এর টিজারে দেখা যায়, রহস্যমোড়া এই মৃত্যুর জট খুলতে নেমেছেন এসপি গোলাম মামুন চরিত্রে অপূর্ব, তার উপস্থাপন নজর কেড়েছে দর্শকদের। সিরিজের পোস্টার শেয়ার করে অপূর্ব ফেসবুকে লিখেছেন, ‘এসপি গোলাম মামুন কি পারবে এই অন্ধকার রহস্যের সুরাহা করতে?’

‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজে আরও অভিনয় করছেন– তারিক আনাম খান, গাজী রাকায়েত, তানিয়া আহমেদ, তৌকীর আহমেদ, ইয়াশ রোহান, তমা মির্জা, শাহনাজ সুমি, তানভীর প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত