বিনোদন ডেস্ক
জি বাংলার ‘অপরাজিতা অপু’ সিরিয়াল দিয়ে শুরু হয়েছিল অভিনেত্রী সুস্মিতা দের ক্যারিয়ার। এটি দিয়ে ভালোই আলোচিত হয়েছিলেন তিনি। অপু হয়ে জনপ্রিয়তা পেয়ে চ্যানেল বদল করেন সুস্মিতা। তবে এর পরই উল্টো দিকে ঘুরতে শুরু করে তাঁর ভাগ্য। সুস্মিতার দ্বিতীয় সিরিয়াল স্টার জলসার ‘বৌমা একঘর’ বন্ধ হয়ে যায় তিন মাসের মাথায়। এবার অল্প সময়ে বন্ধ হতে চলেছে তাঁর অভিনীত আরেকটি সিরিয়াল ‘পঞ্চমী’।
স্টার জলসায় গত বছরের ডিসেম্বরে শুরু হয়েছিল পঞ্চমীর প্রচার। আট মাসের মাথায় এসে সিরিয়ালটির বিদায়ঘণ্টা বেজে গেছে। এরই মধ্যে পঞ্চমীর শেষ দিনের শুটিং সেরে ফেলেছেন সুস্মিতা। ইনস্টাগ্রামে সেদিনের কিছু ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘কত কত স্মৃতি তৈরি হয়েছে এই কয়েক মাসে। অনেক নতুন সম্পর্ক তৈরি হয়েছে। শুটিং ফ্লোরে যেমন আনন্দের দিন কাটিয়েছি, তেমনি কিছু মন খারাপের স্মৃতিও রয়েছে। পঞ্চমী হিসেবে আমার যাত্রা শেষ হলো। সব শুরুরই শেষ থাকে। আবার নতুনভাবে দেখা হবে।’
পঞ্চমী নামের এক ইচ্ছেধারী নাগিনের গল্প নিয়ে তৈরি হয়েছে সিরিয়ালটি। বাংলা সিরিয়ালে এ ধরনের গল্প আগে দেখা যায়নি। তাই শুরুর সপ্তাহেই টিআরপি তালিকায় বাজিমাত করে দ্বিতীয় অবস্থানে এসেছিল। তবে ধীরে ধীরে টিআরপি তালিকায় পিছিয়ে পড়তে থাকে। জানা গেছে, ২৭ আগস্ট বাংলাদেশ সময় রাত ৯টায় স্টার জলসার পর্দায় প্রচারিত হবে পঞ্চমীর শেষ পর্ব। পরদিন থেকে ওই স্লটে শুরু হবে নতুন সিরিয়াল ‘লাভ বিয়ে আজকাল’।
অভিনয়: সুস্মিতা দে, রাজদীপ গুপ্ত, শিঞ্জিনী চক্রবর্তী প্রমুখ।
চ্যানেল: স্টার জলসা
প্রচার: প্রতিদিন রাত ৯টা (বাংলাদেশ সময়)
জি বাংলার ‘অপরাজিতা অপু’ সিরিয়াল দিয়ে শুরু হয়েছিল অভিনেত্রী সুস্মিতা দের ক্যারিয়ার। এটি দিয়ে ভালোই আলোচিত হয়েছিলেন তিনি। অপু হয়ে জনপ্রিয়তা পেয়ে চ্যানেল বদল করেন সুস্মিতা। তবে এর পরই উল্টো দিকে ঘুরতে শুরু করে তাঁর ভাগ্য। সুস্মিতার দ্বিতীয় সিরিয়াল স্টার জলসার ‘বৌমা একঘর’ বন্ধ হয়ে যায় তিন মাসের মাথায়। এবার অল্প সময়ে বন্ধ হতে চলেছে তাঁর অভিনীত আরেকটি সিরিয়াল ‘পঞ্চমী’।
স্টার জলসায় গত বছরের ডিসেম্বরে শুরু হয়েছিল পঞ্চমীর প্রচার। আট মাসের মাথায় এসে সিরিয়ালটির বিদায়ঘণ্টা বেজে গেছে। এরই মধ্যে পঞ্চমীর শেষ দিনের শুটিং সেরে ফেলেছেন সুস্মিতা। ইনস্টাগ্রামে সেদিনের কিছু ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘কত কত স্মৃতি তৈরি হয়েছে এই কয়েক মাসে। অনেক নতুন সম্পর্ক তৈরি হয়েছে। শুটিং ফ্লোরে যেমন আনন্দের দিন কাটিয়েছি, তেমনি কিছু মন খারাপের স্মৃতিও রয়েছে। পঞ্চমী হিসেবে আমার যাত্রা শেষ হলো। সব শুরুরই শেষ থাকে। আবার নতুনভাবে দেখা হবে।’
পঞ্চমী নামের এক ইচ্ছেধারী নাগিনের গল্প নিয়ে তৈরি হয়েছে সিরিয়ালটি। বাংলা সিরিয়ালে এ ধরনের গল্প আগে দেখা যায়নি। তাই শুরুর সপ্তাহেই টিআরপি তালিকায় বাজিমাত করে দ্বিতীয় অবস্থানে এসেছিল। তবে ধীরে ধীরে টিআরপি তালিকায় পিছিয়ে পড়তে থাকে। জানা গেছে, ২৭ আগস্ট বাংলাদেশ সময় রাত ৯টায় স্টার জলসার পর্দায় প্রচারিত হবে পঞ্চমীর শেষ পর্ব। পরদিন থেকে ওই স্লটে শুরু হবে নতুন সিরিয়াল ‘লাভ বিয়ে আজকাল’।
অভিনয়: সুস্মিতা দে, রাজদীপ গুপ্ত, শিঞ্জিনী চক্রবর্তী প্রমুখ।
চ্যানেল: স্টার জলসা
প্রচার: প্রতিদিন রাত ৯টা (বাংলাদেশ সময়)
ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী শ্রেয়া ঘোষালের এক্স হ্যান্ডেল (টুইটার) হ্যাক হয়েছে। বিগত ১৬ দিন ধরে তাঁর অ্যাকাউন্ট সাইবার হ্যাকারদের কবলে রয়েছে। বারবার চেষ্টার পরও এক্স হ্যান্ডেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি। অবশেষে ভক্তদের জন্য সতর্কবার্তা দিয়েছেন এ কণ্ঠশিল্পী। তাঁর এক্স হ্যান্ডেল...
২৭ মিনিট আগেঅভিনেতা নিলয় আলমগীরের পশুপ্রেমের কথা তাঁর কাছের মানুষ কমবেশি সবাই জানেন। মাঝেমধ্যেই তিনি পথপশুদের জন্য খাবারের ব্যবস্থা করেন। কয়েক দিন আগেও সেন্ট মার্টিনের কুকুরগুলোর জন্য খাবার সংগ্রহের উদ্যোগ নিয়েছিলেন নিলয়। কারণ ওই সময়টায় দ্বীপটিতে পর্যটকদের প্রবেশ বন্ধ ছিল। এবার নাটকেও দেখা মিলবে নিলয়ের...
২ ঘণ্টা আগেগোল্ডেন গ্লোবস, এসএজি, ডিজিএ, বাফটাসহ হলিউডের গুরুত্বপূর্ণ পুরস্কার প্রদান শেষে অনেকটা সারমর্ম ও মূল আকর্ষণ হিসেবে হাজির হয় অস্কার। বাংলাদেশ সময় ৩ মার্চ অর্থাৎ আগামীকাল সকালে দেওয়া হবে মর্যাদাপূর্ণ একাডেমি অ্যাওয়ার্ডস। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে...
২ ঘণ্টা আগেরোমান্টিক-কমেডি ঘরানার ‘ব্যাচেলর ইন ট্রিপ’ নামের সিনেমা বানিয়েছেন নাসিম সাহনিক। এ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রী শান্তা পলের। নিজের প্রথম সিনেমা নিয়ে আশাবাদী এই অভিনেত্রী। ইতিমধ্যে সেন্সর বোর্ড থেকে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। জানা গেছে, শিগগির ঘোষণা করা...
২ ঘণ্টা আগে