অনলাইন ডেস্ক
স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স আগামী ৪ বছরে দক্ষিণ কোরিয়ায় ২ দশমিক ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক–ইউলের সঙ্গে সাক্ষাতের পর নেটফ্লিক্সের সহকারী মহাব্যবস্থাপক টেড সারানডোস এ ঘোষণা দেন।
প্রেসিডেন্ট ইউন এক রাষ্ট্রীয় সফরে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি আগামীকাল বুধবার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করবেন।
এদিকে দক্ষিণ কোরিয়ায় স্কুইড গেমস নির্মাণের পর নেটফ্লিক্স বেশ লাভের মুখ দেখেছে। সারানডোস বলেন, ‘এশিয়ার চতুর্থ অর্থনীতির দেশ কোরিয়ায় এসব টাকা সিনেমা ও টেলিভিশন শো নির্মাণে খরচ করা হবে। কোরিয়ান ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির ওপর আমাদের আস্থা থাকায় আমরা এই সিদ্ধান্ত নিতে পেরেছি। আমরা জানি, এই ইন্ডাস্ট্রি সেরা সব গল্পকে তুলে আনবে পর্দায়।’
সারানডোস আরও বলেছেন, কোরিয়ার বিনোদন ইন্ডাস্ট্রির প্রতি প্রেসিডেন্ট ইউনের ভালোবাসা ও সমর্থন আমাদের এই সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করেছে। চলচ্চিত্র জগতে কোরিয়ান ওয়েভকে সামনে এগিয়ে নেওয়াও আমাদের লক্ষ্য।
নেটফ্লিক্সের এক মুখপাত্র যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলা যাচ্ছে না।
এদিকে নেটফ্লিক্সের এযাবৎকালের সবচেয়ে জনপ্রিয় সিরিজ হলো ২০২১ সালে দক্ষিণ কোরিয়ায় নির্মিত স্কুইড গেম। এটি মাত্র ২৮ দিনে ১১১ মিলিয়ন দর্শক পেয়েছিল। এই সিরিজে ঋণগ্রস্ত কিছু মানুষকে দেখানো হয়েছিল, যারা বিশাল অঙ্কের টাকা জেতার লোভে একটি ভয়ংকর খেলায় অংশ নেয়।
এদিকে এ বছরের শুরুর দিকে দক্ষিণ কোরিয়ার রিয়্যালিটি শো ‘ফিজিক্যাল ১০০’ সারা বিশ্বে বিদেশি ভাষার ক্যাটাগরিতে সবচেয়ে বেশি দেখা হয়েছে। নেটফ্লিক্সের ব্যবসা পৃথিবীর ১৯০টি দেশজুড়ে। তবে ইদানীং আমাজন, এইচবিও এবং ডিজনি তাদের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে। ফলে তারা সম্প্রতি বিশ্বের ১০টি দেশে এর দাম কমিয়েছে আরও বেশি সাবস্ক্রাইবার জোটানোর লক্ষ্যে।
স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স আগামী ৪ বছরে দক্ষিণ কোরিয়ায় ২ দশমিক ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক–ইউলের সঙ্গে সাক্ষাতের পর নেটফ্লিক্সের সহকারী মহাব্যবস্থাপক টেড সারানডোস এ ঘোষণা দেন।
প্রেসিডেন্ট ইউন এক রাষ্ট্রীয় সফরে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি আগামীকাল বুধবার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করবেন।
এদিকে দক্ষিণ কোরিয়ায় স্কুইড গেমস নির্মাণের পর নেটফ্লিক্স বেশ লাভের মুখ দেখেছে। সারানডোস বলেন, ‘এশিয়ার চতুর্থ অর্থনীতির দেশ কোরিয়ায় এসব টাকা সিনেমা ও টেলিভিশন শো নির্মাণে খরচ করা হবে। কোরিয়ান ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির ওপর আমাদের আস্থা থাকায় আমরা এই সিদ্ধান্ত নিতে পেরেছি। আমরা জানি, এই ইন্ডাস্ট্রি সেরা সব গল্পকে তুলে আনবে পর্দায়।’
সারানডোস আরও বলেছেন, কোরিয়ার বিনোদন ইন্ডাস্ট্রির প্রতি প্রেসিডেন্ট ইউনের ভালোবাসা ও সমর্থন আমাদের এই সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করেছে। চলচ্চিত্র জগতে কোরিয়ান ওয়েভকে সামনে এগিয়ে নেওয়াও আমাদের লক্ষ্য।
নেটফ্লিক্সের এক মুখপাত্র যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলা যাচ্ছে না।
এদিকে নেটফ্লিক্সের এযাবৎকালের সবচেয়ে জনপ্রিয় সিরিজ হলো ২০২১ সালে দক্ষিণ কোরিয়ায় নির্মিত স্কুইড গেম। এটি মাত্র ২৮ দিনে ১১১ মিলিয়ন দর্শক পেয়েছিল। এই সিরিজে ঋণগ্রস্ত কিছু মানুষকে দেখানো হয়েছিল, যারা বিশাল অঙ্কের টাকা জেতার লোভে একটি ভয়ংকর খেলায় অংশ নেয়।
এদিকে এ বছরের শুরুর দিকে দক্ষিণ কোরিয়ার রিয়্যালিটি শো ‘ফিজিক্যাল ১০০’ সারা বিশ্বে বিদেশি ভাষার ক্যাটাগরিতে সবচেয়ে বেশি দেখা হয়েছে। নেটফ্লিক্সের ব্যবসা পৃথিবীর ১৯০টি দেশজুড়ে। তবে ইদানীং আমাজন, এইচবিও এবং ডিজনি তাদের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে। ফলে তারা সম্প্রতি বিশ্বের ১০টি দেশে এর দাম কমিয়েছে আরও বেশি সাবস্ক্রাইবার জোটানোর লক্ষ্যে।
‘লাভ হোস্টেল’ থেকে ‘রেস থ্রি’, ‘আশ্রম’ থেকে ‘অ্যানিমেল’—বারবার খলনায়কের চরিত্রে অভিনয় করে মানুষের মন জিতে নিয়েছেন ববি দেওল। খলনায়কের চরিত্রে তিনি এতটাই আকর্ষণীয় হয়ে উঠেছেন যে এখন অন্য চরিত্রে ভাবাই যায় না তাঁকে। কিন্তু ববি নিজেও কি নিজেকে বারবার ভিলেনের চরিত্রে দেখতে চান? পুরোনো রোমান্টিক...
২ মিনিট আগেমেয়ের বিষয়ে একই পথে হাঁটলেন আলিয়া ভাট। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছোট্ট মেয়ের রাহার সব ছবি সরিয়ে ফেলেছেন এ অভিনেত্রী। এ নিয়ে ভক্তদের মনে উদ্রেক ঘটেছে আফসোস, হতাশার! আবার এ সিদ্ধান্তকে সাধুবাদও জানিয়েছেন অনেকেই। সব মিলিয়ে এ নিয়ে সরগরম নেটপাড়া। তবে এ বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু বলেননি...
১৮ ঘণ্টা আগেবিশ্বের সর্বোচ্চ আয়কারী অভিনেতা-অভিনেত্রীদের তালিকা প্রকাশ করেছে প্রখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস। আর ২০২৪ সালের জন্য প্রকাশিত এই তালিকায় ডোয়াইন জনসন চার বছর পর আবারও শীর্ষে ফিরেছেন। গত বছরে তিনি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে রায়ান রেনল্ডস ও জেরি সাইনফেল্ডের মতো তারকাদের পেছনে ফেলে শীর্ষ স্থান দখল...
২০ ঘণ্টা আগেভারতের জনপ্রিয় সংগীত শিল্পী শ্রেয়া ঘোষালের এক্স হ্যান্ডেল (টুইটার) হ্যাক হয়েছে। বিগত ১৬ দিন ধরে তাঁর অ্যাকাউন্ট সাইবার হ্যাকারদের কবলে রয়েছে। বারবার চেষ্টার পরও এক্স হ্যান্ডেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি। অবশেষে ভক্তদের জন্য সতর্কবার্তা দিয়েছেন এ কণ্ঠশিল্পী। তাঁর এক্স হ্যান্ডেল...
১ দিন আগে