বিনোদন প্রতিবেদক, ঢাকা
১৯৮৯ সালে প্রকাশ পায় আশির দশকের অন্যতম শীর্ষ ব্যান্ড সোলসের অ্যালবাম ‘এ এমন পরিচয়’। সালাউদ্দিন সজলের লেখা এই অ্যালবামের শিরোনাম গানটির সুর করেন পার্থ বড়ুয়া।
‘এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা/সবিনয় নিবেদন কিছুই যে লাগে না/নিজেরই অজান্তে’—তপন চৌধুরীর কণ্ঠে এই গানটি তখন থেকে এখনো সমান জনপ্রিয়। পরবর্তী সময়ে ২৭ বছর পর গানটিতে নতুন করে কণ্ঠ দেন পার্থ বড়ুয়া, যেটি প্রকাশ পায় ২০১৬ সালে।
এবার একই শিরোনামে তৈরি হচ্ছে ওয়েব সিরিজ ‘এ এমন পরিচয়’। সিরিজের শিরোনাম সংগীত হিসেবে থাকছে গানটি। এর জন্য নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন পার্থ বড়ুয়া।
কয়েক দিন আগে প্রকাশ করা হয়েছে সিরিয়ালটির প্রোমো। তাতে শোনা যাচ্ছে ‘এ এমন পরিচয়’ -এর নতুন ভার্সনের এক ঝলক।
সিরিয়ালটি প্রযোজনা করছে গুড কোম্পানি। প্রতিষ্ঠানটির সিইও সরদার সানিয়াত হোসেন বলেন, ‘শিরোনাম সংগীত হিসেবে গানটি বাছাই করি আমরা। এর জন্য পার্থ বড়ুয়ার কাছ থেকে অনুমতি নিয়েছি। সিরিয়ালের জন্য গানটি নতুন করে তৈরি করে দিয়েছেন তিনি।’
‘এ এমন পরিচয়’ সিরিয়ালটি বানাচ্ছেন নজরুল ইসলাম রাজু। শতাধিক পর্বের এ সিরিয়াল প্রচার হবে অনলাইন প্ল্যাটফর্ম জি ফাইভে। প্রধান চরিত্রগুলোতে অভিনয় করছেন শ্যামল মওলা, আইশা খান, শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, সুষমা সরকার প্রমুখ। নির্মাতা সূত্রে জানা গেছে, প্রেম, প্রতিশোধ আর প্রতিজ্ঞা—এ তিনটি
বিষয়ের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে ‘এ এমন পরিচয়’।
আগামী মাসের শুরুর দিকে সিরিয়ালটির প্রচার শুরু হবে।
১৯৮৯ সালে প্রকাশ পায় আশির দশকের অন্যতম শীর্ষ ব্যান্ড সোলসের অ্যালবাম ‘এ এমন পরিচয়’। সালাউদ্দিন সজলের লেখা এই অ্যালবামের শিরোনাম গানটির সুর করেন পার্থ বড়ুয়া।
‘এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা/সবিনয় নিবেদন কিছুই যে লাগে না/নিজেরই অজান্তে’—তপন চৌধুরীর কণ্ঠে এই গানটি তখন থেকে এখনো সমান জনপ্রিয়। পরবর্তী সময়ে ২৭ বছর পর গানটিতে নতুন করে কণ্ঠ দেন পার্থ বড়ুয়া, যেটি প্রকাশ পায় ২০১৬ সালে।
এবার একই শিরোনামে তৈরি হচ্ছে ওয়েব সিরিজ ‘এ এমন পরিচয়’। সিরিজের শিরোনাম সংগীত হিসেবে থাকছে গানটি। এর জন্য নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন পার্থ বড়ুয়া।
কয়েক দিন আগে প্রকাশ করা হয়েছে সিরিয়ালটির প্রোমো। তাতে শোনা যাচ্ছে ‘এ এমন পরিচয়’ -এর নতুন ভার্সনের এক ঝলক।
সিরিয়ালটি প্রযোজনা করছে গুড কোম্পানি। প্রতিষ্ঠানটির সিইও সরদার সানিয়াত হোসেন বলেন, ‘শিরোনাম সংগীত হিসেবে গানটি বাছাই করি আমরা। এর জন্য পার্থ বড়ুয়ার কাছ থেকে অনুমতি নিয়েছি। সিরিয়ালের জন্য গানটি নতুন করে তৈরি করে দিয়েছেন তিনি।’
‘এ এমন পরিচয়’ সিরিয়ালটি বানাচ্ছেন নজরুল ইসলাম রাজু। শতাধিক পর্বের এ সিরিয়াল প্রচার হবে অনলাইন প্ল্যাটফর্ম জি ফাইভে। প্রধান চরিত্রগুলোতে অভিনয় করছেন শ্যামল মওলা, আইশা খান, শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, সুষমা সরকার প্রমুখ। নির্মাতা সূত্রে জানা গেছে, প্রেম, প্রতিশোধ আর প্রতিজ্ঞা—এ তিনটি
বিষয়ের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে ‘এ এমন পরিচয়’।
আগামী মাসের শুরুর দিকে সিরিয়ালটির প্রচার শুরু হবে।
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
২ ঘণ্টা আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
৩ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৬ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৮ ঘণ্টা আগে