বিনোদন প্রতিবেদক, ঢাকা
১৯৮৯ সালে প্রকাশ পায় আশির দশকের অন্যতম শীর্ষ ব্যান্ড সোলসের অ্যালবাম ‘এ এমন পরিচয়’। সালাউদ্দিন সজলের লেখা এই অ্যালবামের শিরোনাম গানটির সুর করেন পার্থ বড়ুয়া।
‘এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা/সবিনয় নিবেদন কিছুই যে লাগে না/নিজেরই অজান্তে’—তপন চৌধুরীর কণ্ঠে এই গানটি তখন থেকে এখনো সমান জনপ্রিয়। পরবর্তী সময়ে ২৭ বছর পর গানটিতে নতুন করে কণ্ঠ দেন পার্থ বড়ুয়া, যেটি প্রকাশ পায় ২০১৬ সালে।
এবার একই শিরোনামে তৈরি হচ্ছে ওয়েব সিরিজ ‘এ এমন পরিচয়’। সিরিজের শিরোনাম সংগীত হিসেবে থাকছে গানটি। এর জন্য নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন পার্থ বড়ুয়া।
কয়েক দিন আগে প্রকাশ করা হয়েছে সিরিয়ালটির প্রোমো। তাতে শোনা যাচ্ছে ‘এ এমন পরিচয়’ -এর নতুন ভার্সনের এক ঝলক।
সিরিয়ালটি প্রযোজনা করছে গুড কোম্পানি। প্রতিষ্ঠানটির সিইও সরদার সানিয়াত হোসেন বলেন, ‘শিরোনাম সংগীত হিসেবে গানটি বাছাই করি আমরা। এর জন্য পার্থ বড়ুয়ার কাছ থেকে অনুমতি নিয়েছি। সিরিয়ালের জন্য গানটি নতুন করে তৈরি করে দিয়েছেন তিনি।’
‘এ এমন পরিচয়’ সিরিয়ালটি বানাচ্ছেন নজরুল ইসলাম রাজু। শতাধিক পর্বের এ সিরিয়াল প্রচার হবে অনলাইন প্ল্যাটফর্ম জি ফাইভে। প্রধান চরিত্রগুলোতে অভিনয় করছেন শ্যামল মওলা, আইশা খান, শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, সুষমা সরকার প্রমুখ। নির্মাতা সূত্রে জানা গেছে, প্রেম, প্রতিশোধ আর প্রতিজ্ঞা—এ তিনটি
বিষয়ের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে ‘এ এমন পরিচয়’।
আগামী মাসের শুরুর দিকে সিরিয়ালটির প্রচার শুরু হবে।
১৯৮৯ সালে প্রকাশ পায় আশির দশকের অন্যতম শীর্ষ ব্যান্ড সোলসের অ্যালবাম ‘এ এমন পরিচয়’। সালাউদ্দিন সজলের লেখা এই অ্যালবামের শিরোনাম গানটির সুর করেন পার্থ বড়ুয়া।
‘এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা/সবিনয় নিবেদন কিছুই যে লাগে না/নিজেরই অজান্তে’—তপন চৌধুরীর কণ্ঠে এই গানটি তখন থেকে এখনো সমান জনপ্রিয়। পরবর্তী সময়ে ২৭ বছর পর গানটিতে নতুন করে কণ্ঠ দেন পার্থ বড়ুয়া, যেটি প্রকাশ পায় ২০১৬ সালে।
এবার একই শিরোনামে তৈরি হচ্ছে ওয়েব সিরিজ ‘এ এমন পরিচয়’। সিরিজের শিরোনাম সংগীত হিসেবে থাকছে গানটি। এর জন্য নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন পার্থ বড়ুয়া।
কয়েক দিন আগে প্রকাশ করা হয়েছে সিরিয়ালটির প্রোমো। তাতে শোনা যাচ্ছে ‘এ এমন পরিচয়’ -এর নতুন ভার্সনের এক ঝলক।
সিরিয়ালটি প্রযোজনা করছে গুড কোম্পানি। প্রতিষ্ঠানটির সিইও সরদার সানিয়াত হোসেন বলেন, ‘শিরোনাম সংগীত হিসেবে গানটি বাছাই করি আমরা। এর জন্য পার্থ বড়ুয়ার কাছ থেকে অনুমতি নিয়েছি। সিরিয়ালের জন্য গানটি নতুন করে তৈরি করে দিয়েছেন তিনি।’
‘এ এমন পরিচয়’ সিরিয়ালটি বানাচ্ছেন নজরুল ইসলাম রাজু। শতাধিক পর্বের এ সিরিয়াল প্রচার হবে অনলাইন প্ল্যাটফর্ম জি ফাইভে। প্রধান চরিত্রগুলোতে অভিনয় করছেন শ্যামল মওলা, আইশা খান, শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, সুষমা সরকার প্রমুখ। নির্মাতা সূত্রে জানা গেছে, প্রেম, প্রতিশোধ আর প্রতিজ্ঞা—এ তিনটি
বিষয়ের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে ‘এ এমন পরিচয়’।
আগামী মাসের শুরুর দিকে সিরিয়ালটির প্রচার শুরু হবে।
পল্লিকবি জসীমউদ্দীনের কবিতায় ইমন চৌধুরী তৈরি করলেন গান। কবির ‘হলুদ বরণী’ কবিতা অবলম্বনে তৈরি হয়েছে ‘ফুল নেয়া ভালো নয়’ শিরোনামের গানটি। এই গান দিয়ে শুরু হলো ইমন চৌধুরীর নতুন মিউজিক প্রজেক্ট বেঙ্গল সিম্ফনি।
২৬ মিনিট আগেরোজার ঈদে মুক্তি পাবে আদর আজাদ ও শবনম বুবলী অভিনীত সিনেমা ‘পিনিক’। গত শনিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত পোস্টারে বুবলীকে পাওয়া গেল ভিন্নরূপে।
৩২ মিনিট আগেলাখো তরুণীর হৃদয় ভেঙে বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক দর্শন রাভাল। দীর্ঘদিনের প্রেমিকা ধারাল সুরেলিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। ঘনিষ্ঠজনদের নিয়ে হয় বিয়ের আনুষ্ঠানিকতা।
২ ঘণ্টা আগেএকের পর এক দুর্ঘটনার কবলে বলিউড তারকারা। সাইফ আলী খানের ওপর হামলার ঘটনার রেশ এখনো কাটেনি বলিপাড়ায়। এরই মধ্যে এবার দুর্ঘটনার সম্মুখীন অর্জুন কাপুর। ছাদ ভেঙে গুরুতর জখম হয়েছেন এই অভিনেতা।
৪ ঘণ্টা আগে