মোশাররফ করিম জাত অভিনেতা: চঞ্চল চৌধুরী

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩, ১৩: ১৭
আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১৩: ২৮

২০ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেতে যাচ্ছে মোশাররফ করিম অভিনীত ওয়েব সিরিজ ‘মহানগর ২’। এবার অভিনেতা মোশাররফ করিম ও মহানগর সিরিজের কলাকুশলীদের জন্য শুভকামনা জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। 

মোশাররফ করিমকে জাত অভিনেতা আখ্যা দিয়ে অভিনেতা চঞ্চল লিখেছেন, ‘মোশাররফ করিমকে নিয়ে নতুন করে কিছু বলার নাই। সে সত্যিকারের জাত অভিনেতা।’

মহানগরের পরিচালক আশফাক নিপুনের প্রশংসায় তিনি লিখেছেন, ‘আমি বলব মহানগর নিয়ে। আশফাক নিপুনকে নিয়ে। মহানগর ২-এর ট্রেলার বলে দেয়, অনেক চমক আর ভালো লাগায় আচ্ছন্ন হতে পারি আমরা। নতুন যাঁরা যোগ হলেন এই যাত্রায়, তাঁদের প্রকাশ আর অভিব্যক্তি বলে দেয়, নিপুণ সুনিপুণ কর্ম সাধন করেছেন, যা আগের চেয়ে আরও ভালো। যে ভালোতে অন্যদের মতো আমিও আনন্দিত এবং অপেক্ষারত।’ 

অন্য অভিনেতাদের প্রশংসা করতে ভোলেননি চঞ্চল, তিনি বলেন, ‘চমক লাগল দিব্য জ্যোতির কয়েকটা শট দেখে। সঙ্গে তানজিকা আর বাবু ভাই মানে ফজলুর রহমান বাবু, উনি তো একজনই। শ্যামল মাওলা তো শক্তিশালী অভিনেতা, ওর আরও এগিয়ে যাওয়া দেখতে চাই। কী চমক অপেক্ষা করছে মহানগর ২-এ, তার অপেক্ষায় আমরা সবাই।’ 

আগামী ২০ এপ্রিল হইচইয়ে মুক্তি পেতে যাচ্ছে ওয়েব সিরিজ ‘মহানগর–২ ’মহানগরের জন্য শুভকামনা জানিয়ে তিনি বলেন, ‘মহানগর ২ ভালো হলে, বাংলাদেশের ওটিটি আরও চলমান গতিতে পৌঁছালে, আমাদের সবার লাভ। আমরা সবাই ভালো কাজ দর্শকদের দেখাতে চাই। দিব্যরা আমাদের রিলে রেইসের কাঠিটা হাতে নিয়ে এগিয়ে যাক অনেক দূর। উৎসাহ এবং সাহস দিয়ে আমরা নতুনদের পাশে থাকতে চাই। এই কথাগুলো বলছি কারণ, আমাদের সম্ভাব্য ভালো কাজগুলোকে সম্মান আর স্বীকৃতি জানাতেও অনেক সময় আমরা কার্পণ্য বোধ করি। ভালো কাজের জয় হোক।’ 

ওয়েব সিরিজ ‘মহানগর’ মুক্তির পর থেকেই এর নতুন সিজন নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। কবে দ্বিতীয় সিজন আসবে, অভিনয়ে কারা থাকবেন, এমনকি দ্বিতীয় সিজন আদৌ আসবে কি না তা নিয়েও শুরু হয় জল্পনা। জল্পনার অবসান ঘটিয়ে কয়েক দিন আগে ওটিটি প্ল্যাটফর্ম হইচই জানায়, ২০ এপ্রিল থেকে দেখা যাবে আলোচিত এ ওয়েব সিরিজের নতুন সিজন। অর্থাৎ ঈদের আগেই দর্শক উপভোগ করতে পারবেন ‘মহানগর ২’।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত