বিনোদন ডেস্ক
দক্ষিণ ভারতের তারকা সিদ্ধার্থের সঙ্গে বেশ কয়েক বছর ধরেই প্রেম করছিলেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি। তবে তাঁদের এই প্রেম হয়েছে গোপনেই। এবার প্রেমকে পূর্ণতা দিলেন দুজন। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গতকাল বুধবার তেলেঙ্গানার এক মন্দিরে গোপনে সিদ্ধার্থকে বিয়ে করেছেন ‘জুবিলি’ অভিনেত্রী। দুজনের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরাই ছিলেন এই বিয়েতে।
অদিতি ও সিদ্ধার্থ দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। ২০১২ সালে সত্যদীপ মিশ্রাকে বিয়ে করেছিলেন অদিতি। অন্যদিকে ২০০৩ সালে অভিনেত্রী মেঘনাকে বিয়ে করেন সিদ্ধার্থ। কিন্তু তাঁদের সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। ২০০৯ সালে ভেঙে যায় সেই বিয়ে।
তার পর থেকেই অদিতি রাও হায়দারির সঙ্গে প্রেমের শুরু সিদ্ধার্থের। গুঞ্জনকে পাত্তা না দিয়ে একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেন সিদ্ধার্থ। তবে অদিতির সঙ্গে প্রেম নিয়ে কখনো মুখ খোলেননি তিনি।
২০২১ সালে তামিল সিনেমা ‘মহা সমুদ্রম’-এ একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন সিদ্ধার্থ ও অদিতি। একসঙ্গে শুধু সিনেমাতে অভিনয় নয় বরং নানা ফিল্মি পার্টিতেও এই দুজনকে একসঙ্গে দেখা গেছে। এবার সেই প্রেমেরই শুভ পরিণতি।
সিনেমার থেকে ওয়েব সিরিজে বেশি দেখা যাচ্ছে অদিতিকে। ‘জুবিলি’তে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের চরিত্র শ্রীকান্ত রায়ের স্ত্রী সুমিত্রাদেবীর ভূমিকায় অভিনয় করে পেয়েছেন প্রশংসা। ‘তাজ: দ্য রেইন অব রিভেঞ্জ’ সিরিজে আনারকলি হিসেবেও নজর কেড়েছেন অভিনেত্রী। অন্যদিকে দক্ষিণের নতুন বেশ কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন সিদ্ধার্থ। আপাতত, ভক্তরা অপেক্ষায় আছেন এই জুটির বিয়ের ছবি দেখার জন্য।
দক্ষিণ ভারতের তারকা সিদ্ধার্থের সঙ্গে বেশ কয়েক বছর ধরেই প্রেম করছিলেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি। তবে তাঁদের এই প্রেম হয়েছে গোপনেই। এবার প্রেমকে পূর্ণতা দিলেন দুজন। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গতকাল বুধবার তেলেঙ্গানার এক মন্দিরে গোপনে সিদ্ধার্থকে বিয়ে করেছেন ‘জুবিলি’ অভিনেত্রী। দুজনের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরাই ছিলেন এই বিয়েতে।
অদিতি ও সিদ্ধার্থ দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। ২০১২ সালে সত্যদীপ মিশ্রাকে বিয়ে করেছিলেন অদিতি। অন্যদিকে ২০০৩ সালে অভিনেত্রী মেঘনাকে বিয়ে করেন সিদ্ধার্থ। কিন্তু তাঁদের সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। ২০০৯ সালে ভেঙে যায় সেই বিয়ে।
তার পর থেকেই অদিতি রাও হায়দারির সঙ্গে প্রেমের শুরু সিদ্ধার্থের। গুঞ্জনকে পাত্তা না দিয়ে একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেন সিদ্ধার্থ। তবে অদিতির সঙ্গে প্রেম নিয়ে কখনো মুখ খোলেননি তিনি।
২০২১ সালে তামিল সিনেমা ‘মহা সমুদ্রম’-এ একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন সিদ্ধার্থ ও অদিতি। একসঙ্গে শুধু সিনেমাতে অভিনয় নয় বরং নানা ফিল্মি পার্টিতেও এই দুজনকে একসঙ্গে দেখা গেছে। এবার সেই প্রেমেরই শুভ পরিণতি।
সিনেমার থেকে ওয়েব সিরিজে বেশি দেখা যাচ্ছে অদিতিকে। ‘জুবিলি’তে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের চরিত্র শ্রীকান্ত রায়ের স্ত্রী সুমিত্রাদেবীর ভূমিকায় অভিনয় করে পেয়েছেন প্রশংসা। ‘তাজ: দ্য রেইন অব রিভেঞ্জ’ সিরিজে আনারকলি হিসেবেও নজর কেড়েছেন অভিনেত্রী। অন্যদিকে দক্ষিণের নতুন বেশ কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন সিদ্ধার্থ। আপাতত, ভক্তরা অপেক্ষায় আছেন এই জুটির বিয়ের ছবি দেখার জন্য।
ফিলিস্তিনি এক অধিকারকর্মীর সঙ্গে ইসরায়েলের এক সাংবাদিকের বন্ধুত্বের গল্প ডকুমেন্টারির অন্যতম উপজীব্য। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছর ধরে সংগ্রহ করা হয়েছে এই ডকুমেন্টারির তথ্য। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি, সেনাবাহিনীর নির্যাতন, দখলদারদের অত্যাচার সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে ডকুমেন্টারিটিতে।
৪ ঘণ্টা আগেদ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রুডি। এমিলিয়া প্যারেজ–এর জন্য জো সালডানা এবং অ্যা রিয়েল পেইন–এর জন্য কিয়েরা কালকিন পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।
৫ ঘণ্টা আগেছোট পর্দার অনেক অভিনয়শিল্পী ওটিটিতে মনোযোগী হলেও ব্যতিক্রম জাহিদ হাসান। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীরা ওটিটি দাপিয়ে বেড়ালেও ওয়েবে জাহিদের কাজ হাতে গোনা। সর্বশেষ দুই বছর আগে গৌতম কৌরির ওয়েব সিরিজ ‘কে’তে দেখা গিয়েছিল তাঁকে। বিরতি কাটিয়ে আবার ওটিটিতে ফিরছেন জাহিদ হাসান। ‘আমলনামা’ নামের ওয়েব ফিল্মে দেখা য
৮ ঘণ্টা আগেআন্দোলনে গত জুলাইয়ে সারা দেশ যখন উত্তাল, সে সময় ‘চলো ভুলে যাই’ শিরোনামের গান বাঁধেন পারশা মাহজাবীন। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গানটি। আলোচনায় চলে আসেন পারশা। সেই পারশা প্যারিসে ইউনেসকো সদর দপ্তরে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে গাইলেন।
৮ ঘণ্টা আগে