বিনোদন ডেস্ক
অভিনয়জীবনের ইতি টানতে পারেন সুপারস্টার রজনীকান্ত। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন, দক্ষিণের খ্যাতিমান পরিচালক লোকেশ কানগরাজের নতুন সিনেমায় অভিনয় করবেন তিনি। আর ১৭১তম এই চলচ্চিত্রই হতে পারে এই সুপারস্টারের শেষ চলচ্চিত্র—এমনটাই এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
তামিল চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা মাইস্কিনের এক সাক্ষাৎকার থেকেই এই আলোচনার সূত্রপাত। তিনি জানান, ‘পরিচালক লোকেশ কানাগারাজের সঙ্গে জুটি বাঁধবেন রজনীকান্ত। সুপারস্টারের বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ সিনেমা হতে পারে এটি।’ তবে এ বিষয়ে লোকেশ বা রজনীকান্ত এখনো কোনো ঘোষণা দেননি।
তবে রজনীকান্তের মুখপাত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, ‘যে কেউ যা কিছু ইচ্ছে বলতেই পারে, এটি তার অধিকার। থালাইভাই একমাত্র ব্যক্তি, যিনি সিদ্ধান্ত নিতে পারেন। তবে তিনি এ বিষয়ে কারও সঙ্গে কথা বলেননি। আসলে, তাঁর হাতে বেশ কয়েকটি কাজ রয়েছে। তিনি ‘জেলার’ সিনেমার বাকি অংশের কাজ শেষ করেছেন এবং বর্তমানে ‘লাল সালাম’-এর শুটিং করছেন। এ ছাড়া তিনি আরেও নতুন কিছু সিনেমায় অভিনয় করতে রাজি হয়েছেন।’
৭২ বছর বয়সী তামিল সুপারস্টারের পরবর্তী সিনেমা ‘জেলার’। নেলসন পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ১০ আগস্ট। এরপর তাঁর পরবর্তী ছবি বড় মেয়ে ঐশ্বরিয়া পরিচালিত ‘লাল সালাম’, যেখানে ক্যামিও করবেন কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব। থালাইভার ১৭০ নম্বর ছবিটি পরিচালনা করবেন টিজে জ্ঞানভেল। এর পরেই তাঁর ১৭১ নম্বর ছবি, যা পরিচালনা করবেন লোকেশ কানাগরাজ। প্রযোজনা করবে সান পিকচার্স।
পাঁচ দশকেরও বেশি সময় ধরে রজনীকান্ত হিট এবং সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। সর্বশেষ ২০২১ সালে তাঁর ১৭০তম চলচ্চিত্র ‘আন্নাথি’ মুক্তির সময়েও অভিনয় থেকে অবসর নেওয়ার জল্পনা ছিল।
অভিনয়জীবনের ইতি টানতে পারেন সুপারস্টার রজনীকান্ত। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন, দক্ষিণের খ্যাতিমান পরিচালক লোকেশ কানগরাজের নতুন সিনেমায় অভিনয় করবেন তিনি। আর ১৭১তম এই চলচ্চিত্রই হতে পারে এই সুপারস্টারের শেষ চলচ্চিত্র—এমনটাই এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
তামিল চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা মাইস্কিনের এক সাক্ষাৎকার থেকেই এই আলোচনার সূত্রপাত। তিনি জানান, ‘পরিচালক লোকেশ কানাগারাজের সঙ্গে জুটি বাঁধবেন রজনীকান্ত। সুপারস্টারের বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ সিনেমা হতে পারে এটি।’ তবে এ বিষয়ে লোকেশ বা রজনীকান্ত এখনো কোনো ঘোষণা দেননি।
তবে রজনীকান্তের মুখপাত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, ‘যে কেউ যা কিছু ইচ্ছে বলতেই পারে, এটি তার অধিকার। থালাইভাই একমাত্র ব্যক্তি, যিনি সিদ্ধান্ত নিতে পারেন। তবে তিনি এ বিষয়ে কারও সঙ্গে কথা বলেননি। আসলে, তাঁর হাতে বেশ কয়েকটি কাজ রয়েছে। তিনি ‘জেলার’ সিনেমার বাকি অংশের কাজ শেষ করেছেন এবং বর্তমানে ‘লাল সালাম’-এর শুটিং করছেন। এ ছাড়া তিনি আরেও নতুন কিছু সিনেমায় অভিনয় করতে রাজি হয়েছেন।’
৭২ বছর বয়সী তামিল সুপারস্টারের পরবর্তী সিনেমা ‘জেলার’। নেলসন পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ১০ আগস্ট। এরপর তাঁর পরবর্তী ছবি বড় মেয়ে ঐশ্বরিয়া পরিচালিত ‘লাল সালাম’, যেখানে ক্যামিও করবেন কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব। থালাইভার ১৭০ নম্বর ছবিটি পরিচালনা করবেন টিজে জ্ঞানভেল। এর পরেই তাঁর ১৭১ নম্বর ছবি, যা পরিচালনা করবেন লোকেশ কানাগরাজ। প্রযোজনা করবে সান পিকচার্স।
পাঁচ দশকেরও বেশি সময় ধরে রজনীকান্ত হিট এবং সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। সর্বশেষ ২০২১ সালে তাঁর ১৭০তম চলচ্চিত্র ‘আন্নাথি’ মুক্তির সময়েও অভিনয় থেকে অবসর নেওয়ার জল্পনা ছিল।
আর কয়েকদিন পরেই বিয়ের এক বছর পূর্তি হবে পরম-পিয়ার। সম্প্রতি এক সাক্ষাৎকারে দাম্পত্য জীবন নিয়ে কথা বলেছেন তাঁরা। আলাপ করেছেন প্রাক্তনদের নিয়েও।
১ ঘণ্টা আগেমারা গেছেন চলচ্চিত্র চিত্রপরিচালক শাহ আলম মণ্ডল। আজ শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
১ ঘণ্টা আগেবিকেলের মধ্যেই কনসার্টস্থলে জমায়েত হন লাখো মানুষ। ভিড় ঠেকাতে হিমশিম অবস্থা আয়োজকদের। অনুষ্ঠানের শেষদিকে নগর বাউলের পারফর্ম করার কথা থাকলেও, ভিড় সামাল দিতে নির্ধারিত সময়ের আগেই জেমসকে মঞ্চে আনা হয়।
৬ ঘণ্টা আগেপ্রায় চার দশক পর আবারও মিঠুনের সঙ্গে দেখা যাবে বাংলাদেশের কোনো অভিনেত্রীকে। নির্মাতা মানস মুকুল পাল তাঁর পরবর্তী সিনেমায় মিঠুনের বিপরীতে আফসানা মিমির কথা ভাবছেন।
৭ ঘণ্টা আগে