অনলাইন ডেস্ক
তামিল অভিনেতা কমল হাসান ‘উলগানায়াগান’ বা ‘লিডার অব দ্য ওয়ার্ল্ড’ বা বিশ্বনেতা–এর মতো খেতাবে সম্বোধিত হতে চান না। সম্প্রতি এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন অভিনেতা। তাঁর এক্স অ্যাকাউন্টের দীর্ঘ এক পোস্টে ইংরেজি ও তামিল ভাষায় এর কারণও ব্যাখ্যা করেছেন।
অভিনেতা পোস্টে উল্লেখ করেন, যদিও তিনি এই ধরনের উপাধির পেছনের ভালোবাসা ও সম্মানকে গভীরভাবে কৃতজ্ঞতার সঙ্গে নেন, তবে তাঁর বিশ্বাস, একজন শিল্পীকে কখনই তাঁর শিল্পের চেয়ে বড় করে দেখা উচিত নয়।
ওই পোস্টে অভিনেতা উল্লেখ করেন, তিনি সিনেমার ছাত্র হিসেবে ক্রমাগত শেখার ও উন্নতি করার চেষ্টা করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, সিনেমা একটি যৌথ সৃজনশীলতা যা অগণিত শিল্পী, কারিগরি শিল্পী এবং দর্শকদের অবদানে গঠিত।
কমল হাসান তাঁর পছন্দের কথাও উল্লেখ করেন। তিনি চান তাঁকে শুধু কমল হাসান বা কেএইচ নামে ডাকা হোক। তাঁর ভক্ত, মিডিয়া, সহকর্মী এবং রাজনৈতিক অনুসারীদের প্রতি আবেদন জানিয়েছেন, তাঁরা যেন অভিনেতার এই ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল হন।
প্রবীণ এই অভিনেতা স্পষ্ট করেছেন, এই সিদ্ধান্ত কাজে আরও মনোযোগী থাকার চেষ্টা। বছরের পর বছর ধরে তাঁকে অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা দেওয়ার জন্য ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
পোস্টে এ-ও বলেছেন, ‘উলগানায়াগান’সহ অন্যান্য ভালোবাসার খেতাবের জন্য সব সময় গভীর কৃতজ্ঞতা অনুভব করেছি। জনসাধারণ এবং সম্মানিত সহকর্মী ও ভক্তদের দেওয়া এই ধরনের প্রশংসা সব সময় আমাকে বিনয়ী করেছে। তাঁদের ভালোবাসা আমাকে সত্যিই মুগ্ধ করেছে।’
অভিনেতা আরও যুক্ত করেন, সিনেমা শিল্প কোনো একক ব্যক্তির ঊর্ধ্বে, আমি কেবল এই শিল্পের একজন ছাত্র। সব সময় নিজেকে মেলে ধরতে, আরও শিখতে এবং নিজের বিকাশ ঘটাতে চাই। সিনেমা অন্যান্য সৃজনশীল কাজের মতোই। অগণিত শিল্পী, কারিগরি শিল্পী এবং দর্শকদের সহযোগিতার মধ্য দিয়ে মানবতার বৈচিত্র্যময়, সমৃদ্ধ এবং ক্রমবর্ধমান গল্পের সত্যিকারের প্রতিফলনই হলো সিনেমা।
অভিনেতা পোস্টে বলেন, ‘এটি আমার বিশ্বাস যে, শিল্পীকে কখনো শিল্পের ঊর্ধ্বে রাখা উচিত নয়। আমি নিজের অসম্পূর্ণতা ও উন্নতির জন্য আমার কর্তব্য সম্পর্কে সব সময় সচেতন থাকতে চাই, সে জন্য অনেক চিন্তা–ভাবনা করার পর সব ধরনের উপাধি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ সর্বসাধারণের মধ্যে একজন হয়ে থাকার আকাঙ্ক্ষা কথা বলেছেন কমল হাসান।
এর আগে অভিনেতা অজিত কুমারও ভক্তদের ‘থালা’ (কর্তা) উপাধির পরিবর্তে তাঁকে শুধু ‘একে’ অথবা অজিত কুমার বলে সম্বোধন করার অনুরোধ করেছেন।
মণি রত্নম পরিচালিত ‘থাগ লাইফ’ সিনেমায় দেখা যাবে কমল হাসানকে। এ ছাড়া পরিচালক অন্বরিভু এবং এইচ বিনোদের সঙ্গেও কাজ করার কথা রয়েছে তাঁর।
তামিল অভিনেতা কমল হাসান ‘উলগানায়াগান’ বা ‘লিডার অব দ্য ওয়ার্ল্ড’ বা বিশ্বনেতা–এর মতো খেতাবে সম্বোধিত হতে চান না। সম্প্রতি এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন অভিনেতা। তাঁর এক্স অ্যাকাউন্টের দীর্ঘ এক পোস্টে ইংরেজি ও তামিল ভাষায় এর কারণও ব্যাখ্যা করেছেন।
অভিনেতা পোস্টে উল্লেখ করেন, যদিও তিনি এই ধরনের উপাধির পেছনের ভালোবাসা ও সম্মানকে গভীরভাবে কৃতজ্ঞতার সঙ্গে নেন, তবে তাঁর বিশ্বাস, একজন শিল্পীকে কখনই তাঁর শিল্পের চেয়ে বড় করে দেখা উচিত নয়।
ওই পোস্টে অভিনেতা উল্লেখ করেন, তিনি সিনেমার ছাত্র হিসেবে ক্রমাগত শেখার ও উন্নতি করার চেষ্টা করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, সিনেমা একটি যৌথ সৃজনশীলতা যা অগণিত শিল্পী, কারিগরি শিল্পী এবং দর্শকদের অবদানে গঠিত।
কমল হাসান তাঁর পছন্দের কথাও উল্লেখ করেন। তিনি চান তাঁকে শুধু কমল হাসান বা কেএইচ নামে ডাকা হোক। তাঁর ভক্ত, মিডিয়া, সহকর্মী এবং রাজনৈতিক অনুসারীদের প্রতি আবেদন জানিয়েছেন, তাঁরা যেন অভিনেতার এই ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল হন।
প্রবীণ এই অভিনেতা স্পষ্ট করেছেন, এই সিদ্ধান্ত কাজে আরও মনোযোগী থাকার চেষ্টা। বছরের পর বছর ধরে তাঁকে অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা দেওয়ার জন্য ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
পোস্টে এ-ও বলেছেন, ‘উলগানায়াগান’সহ অন্যান্য ভালোবাসার খেতাবের জন্য সব সময় গভীর কৃতজ্ঞতা অনুভব করেছি। জনসাধারণ এবং সম্মানিত সহকর্মী ও ভক্তদের দেওয়া এই ধরনের প্রশংসা সব সময় আমাকে বিনয়ী করেছে। তাঁদের ভালোবাসা আমাকে সত্যিই মুগ্ধ করেছে।’
অভিনেতা আরও যুক্ত করেন, সিনেমা শিল্প কোনো একক ব্যক্তির ঊর্ধ্বে, আমি কেবল এই শিল্পের একজন ছাত্র। সব সময় নিজেকে মেলে ধরতে, আরও শিখতে এবং নিজের বিকাশ ঘটাতে চাই। সিনেমা অন্যান্য সৃজনশীল কাজের মতোই। অগণিত শিল্পী, কারিগরি শিল্পী এবং দর্শকদের সহযোগিতার মধ্য দিয়ে মানবতার বৈচিত্র্যময়, সমৃদ্ধ এবং ক্রমবর্ধমান গল্পের সত্যিকারের প্রতিফলনই হলো সিনেমা।
অভিনেতা পোস্টে বলেন, ‘এটি আমার বিশ্বাস যে, শিল্পীকে কখনো শিল্পের ঊর্ধ্বে রাখা উচিত নয়। আমি নিজের অসম্পূর্ণতা ও উন্নতির জন্য আমার কর্তব্য সম্পর্কে সব সময় সচেতন থাকতে চাই, সে জন্য অনেক চিন্তা–ভাবনা করার পর সব ধরনের উপাধি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ সর্বসাধারণের মধ্যে একজন হয়ে থাকার আকাঙ্ক্ষা কথা বলেছেন কমল হাসান।
এর আগে অভিনেতা অজিত কুমারও ভক্তদের ‘থালা’ (কর্তা) উপাধির পরিবর্তে তাঁকে শুধু ‘একে’ অথবা অজিত কুমার বলে সম্বোধন করার অনুরোধ করেছেন।
মণি রত্নম পরিচালিত ‘থাগ লাইফ’ সিনেমায় দেখা যাবে কমল হাসানকে। এ ছাড়া পরিচালক অন্বরিভু এবং এইচ বিনোদের সঙ্গেও কাজ করার কথা রয়েছে তাঁর।
আলিয়া ফাখরির বিরুদ্ধে সরাসরি হত্যার চারটি এবং হত্যার সঙ্গে সম্পৃক্ততার চারটি অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া, একটি গ্র্যান্ড জুরি তাঁকে অগ্নিসংযোগের অভিযোগে অভিযুক্ত করেছে। সরাসরি হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হলে, আলিয়ার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন অ্যাটর্নি।
১ ঘণ্টা আগেঢাকার মঞ্চে প্রথম গান গেয়েছে পেনোয়া। সমুদ্রের পাড় কক্সবাজার থেকে রাজধানী ঢাকা। কংক্রিটের নগরে এসে মুগ্ধতা ছড়াল তাদের বিচিত্র কথা আর সুরের মায়া। গত ৩০ নভেম্বর প্রথম অ্যালবাম ‘এ রুহের তলে’ শিরোনামে সন্ধ্যাকালীন আয়োজনে রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে গান শোনায় ব্যান্ডটি।
৪ ঘণ্টা আগে২০১৬ সালে অমিতাভ রেজা চৌধুরীর ‘আয়নাবাজি’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল মাসুমা রহমান নাবিলার। প্রশংসিত হয়েছিল তাঁর অভিনয়। প্রথম সিনেমা দিয়ে বাজিমাত করলেও এরপর যেন সিনেমা থেকে হারিয়ে গিয়েছিলেন তিনি। মাঝে ‘আগস্ট ১৯৭৫’ সিনেমায় কাজ করলেও ছিলেন আলোচনার বাইরে। অবশেষে চলতি বছর রায়হান রাফীর ‘তুফান’-এ চমকে দিয়
৪ ঘণ্টা আগেআজ থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের আয়োজনে ১৮তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব। টিএসসি মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চস্থ হবে নাটক। চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।
৪ ঘণ্টা আগে