বিনোদন ডেস্ক
দক্ষিণ ভারতের অভিনেত্রী রাশমিকা মান্দানা মৃত্যুর মুখ থেকে ফিরলেন। মাঝ আকাশে অভিনেত্রীর বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ইনস্টাগ্রামে অভিনেত্রী নিজেই জানালেন সে অভিজ্ঞতার কথা। ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি ছবির কোলাজ পোস্ট করেছেন রাশমিকা। সেখানে অভিনেত্রীর ভ্রমণসঙ্গী হিসেবে অভিনেত্রী শ্রদ্ধা দাসকে দেখা গেছে।
কোলাজ দুটি ছবির একটিতে রাশমিকা ও শ্রদ্ধাকে হাসিমুখেই ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায়। কিন্তু নিচের আরেকটি ছবিতে, দুজনের পা সামনের সিটে ঠেকানো অবস্থায় দেখা গেছে। সেখানে পা রেখেই নিজেদের ভারসাম্য বজায় রেখেছিলেন তাঁরা। ছবিতে রাশমিকা লিখেছেন, ‘আপনাদের জানিয়ে রাখি, আজ আমরা মৃত্যুর মুখ থেকে ফিরলাম।’
এনডিটিভির প্রতিবেদন অনুসারে, রাশমিকা মান্দানা মুম্বাই থেকে হায়দরাবাদে যাচ্ছিলেন। মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের বিমান ছেড়ে যাওয়ার পরই বিমানটিতে ত্রুটি দেখা দেয়। প্রায় তিরিশ মিনিট পর আবার বিমানবন্দরে ফ্লাইট ফিরিয়ে আনা হয়।
বিমান সংস্থার মুখপাত্র ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘বিমান ওড়ার কিছুক্ষণের মধ্যেই টেকনিক্যাল সমস্যা দেখা দেয়। আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই তা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। কী সমস্যা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।’
উল্লেখ্য, রাশমিকাকে সর্বশেষ দেখা গেছে রণবীর কাপুরের বিপরীতে ‘অ্যানিমেল’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় আছে আল্লু অর্জুনের বিপরীতে ‘পুষ্পা ২’। আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে দ্বিতীয় পর্ব ‘পুষ্পা: দ্য রুল’।
দক্ষিণ ভারতের অভিনেত্রী রাশমিকা মান্দানা মৃত্যুর মুখ থেকে ফিরলেন। মাঝ আকাশে অভিনেত্রীর বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ইনস্টাগ্রামে অভিনেত্রী নিজেই জানালেন সে অভিজ্ঞতার কথা। ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি ছবির কোলাজ পোস্ট করেছেন রাশমিকা। সেখানে অভিনেত্রীর ভ্রমণসঙ্গী হিসেবে অভিনেত্রী শ্রদ্ধা দাসকে দেখা গেছে।
কোলাজ দুটি ছবির একটিতে রাশমিকা ও শ্রদ্ধাকে হাসিমুখেই ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায়। কিন্তু নিচের আরেকটি ছবিতে, দুজনের পা সামনের সিটে ঠেকানো অবস্থায় দেখা গেছে। সেখানে পা রেখেই নিজেদের ভারসাম্য বজায় রেখেছিলেন তাঁরা। ছবিতে রাশমিকা লিখেছেন, ‘আপনাদের জানিয়ে রাখি, আজ আমরা মৃত্যুর মুখ থেকে ফিরলাম।’
এনডিটিভির প্রতিবেদন অনুসারে, রাশমিকা মান্দানা মুম্বাই থেকে হায়দরাবাদে যাচ্ছিলেন। মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের বিমান ছেড়ে যাওয়ার পরই বিমানটিতে ত্রুটি দেখা দেয়। প্রায় তিরিশ মিনিট পর আবার বিমানবন্দরে ফ্লাইট ফিরিয়ে আনা হয়।
বিমান সংস্থার মুখপাত্র ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘বিমান ওড়ার কিছুক্ষণের মধ্যেই টেকনিক্যাল সমস্যা দেখা দেয়। আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই তা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। কী সমস্যা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।’
উল্লেখ্য, রাশমিকাকে সর্বশেষ দেখা গেছে রণবীর কাপুরের বিপরীতে ‘অ্যানিমেল’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় আছে আল্লু অর্জুনের বিপরীতে ‘পুষ্পা ২’। আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে দ্বিতীয় পর্ব ‘পুষ্পা: দ্য রুল’।
সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে মিজানুর রহমান লাবুর সিনেমা ‘আতরবিবিলেন’। ফারজানা সুমি ও গোলাম মুস্তফা প্রকাশ অভিনীত সিনেমাটি এ বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চান নির্মাতা।
৪ ঘণ্টা আগেগতকাল ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। লিভারের জটিলতায় ভুগছিলেন তিনি। চলতি বছরেই প্রেক্ষাগৃহে আসছে নির্মাতার শেষ সিনেমা ‘চাঁদের অমাবস্যা’
৫ ঘণ্টা আগেগল্পটা শুরু হয়েছিল ১৩ বছর আগে। একটি শুটিং হাউসে। ২০১২ সালের ৯ এপ্রিলের কথা। সেদিনই প্রথম আদনান আল রাজীবের সঙ্গে দেখা হয় মেহজাবীন চৌধুরীর। একটি কাজের ব্যাপারে আলাপ করতে শুটিং স্পটে এসেছিলেন রাজীব।
১৪ ঘণ্টা আগেচলতি বছরের শুরুতেই জানা গিয়েছিল রোজার ঈদে মুক্তি পাবে এম রাহিম পরিচালিত সিনেমা ‘জংলি’। ইতিমধ্যে শুরু হয়েছে সিনেমার প্রচার। এবার এল জংলির বিশ্বব্যাপী মুক্তির ঘোষণা। ২৫ এপ্রিল বিদেশে মুক্তি পাবে সিনেমাটি।
১৫ ঘণ্টা আগে