বিনোদন ডেস্ক
গতকাল বৃহস্পতিবার মুক্তি পেয়েছে দক্ষিণী সিনেমার অন্যতম নায়ক থালাপতি বিজয় অভিনীত সিনেমা ‘লিও’। মুক্তির আগেই সিনেমাটি ভেঙেছে অগ্রিম টিকিট বিক্রির বিভিন্ন রেকর্ড। তবে মুক্তির পর সিনেমাটি পেয়েছে মিশ্র প্রতিক্রিয়া, সমালোচকদের কথায় উঠে এসেছে ‘দুর্বল চিত্রনাট্যের’ কথা। কিন্তু ছবিটি মুক্তির প্রথম দিন থেকে আয় রীতিমতো পালটে দিচ্ছে সব হিসাব।
বলিউড মুভি রিভিউজ জানিয়েছে, মুক্তির প্রথম দিন বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ১৪৬ কোটি রুপি। এটির প্রথম দিনের আয় সব তামিল সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছে। শুধু তাই নয়, ‘প্যান ইন্ডিয়ান’ সিনেমা হিসেবেও প্রথম দিনের আয়ের দিক থেকে ‘লিও’ তৃতীয় স্থানে অবস্থান করছে। এ ছাড়া শুধু ভারতেই ‘লিও’ প্রথম দিন আয় করেছে ৬৫ কোটি রুপি।
সিনেমা বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়াবালানের মতে, সিংহ হতে চাইলেও শেষমেশ বিড়াল হয়েছে ‘লিও’ সিনেমাটি। শুরুতে সম্ভাবনা থাকলেও এর শেষটা হতাশাজনক। তাঁর কথায়, ‘প্রত্যাশা পূরণ করতে পারেনি ‘লিও’।’
মনোবালার মতে, এটি লোকেশের ক্যারিয়ারে সবচেয়ে দুর্বল সিনেমার একটি।
তবে বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ অবশ্য সিনেমাটি বেশ পছন্দ করেছেন। তিনি লিখেছেন, ‘ব্লকবাস্টার’ ও ‘মাস্টারপিস’। এখন দেখার বিষয় সপ্তাহ শেষে কেমন আয় দাঁড়ায় বিজয়ের ‘লিও’র।
উল্লেখ্য, বিশ্বজুড়ে ১৬০ কোটি রুপির অগ্রিম টিকিট বিক্রি হয়েছে এই সিনেমার। এর মধ্যে ৮৭ কোটি রুপি এসেছে ভারতের বাজার থেকে, বাকি ৭২ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছে উত্তর আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে।
‘কাইথি’, ‘মাস্টার’, ‘বিক্রম’-এর মতো আলোচিত সিনেমার নির্মাতা লোকেশ কানাগরাজের সঙ্গে বিজয়ের এটা দ্বিতীয় কাজ। লিও সিনেমায় আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, তৃষা, অর্জুন, গৌতম বাসুদেব মেনন, মনসুর আলি খান, প্রিয়া আনন্দ প্রমুখ।
গতকাল বৃহস্পতিবার মুক্তি পেয়েছে দক্ষিণী সিনেমার অন্যতম নায়ক থালাপতি বিজয় অভিনীত সিনেমা ‘লিও’। মুক্তির আগেই সিনেমাটি ভেঙেছে অগ্রিম টিকিট বিক্রির বিভিন্ন রেকর্ড। তবে মুক্তির পর সিনেমাটি পেয়েছে মিশ্র প্রতিক্রিয়া, সমালোচকদের কথায় উঠে এসেছে ‘দুর্বল চিত্রনাট্যের’ কথা। কিন্তু ছবিটি মুক্তির প্রথম দিন থেকে আয় রীতিমতো পালটে দিচ্ছে সব হিসাব।
বলিউড মুভি রিভিউজ জানিয়েছে, মুক্তির প্রথম দিন বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ১৪৬ কোটি রুপি। এটির প্রথম দিনের আয় সব তামিল সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছে। শুধু তাই নয়, ‘প্যান ইন্ডিয়ান’ সিনেমা হিসেবেও প্রথম দিনের আয়ের দিক থেকে ‘লিও’ তৃতীয় স্থানে অবস্থান করছে। এ ছাড়া শুধু ভারতেই ‘লিও’ প্রথম দিন আয় করেছে ৬৫ কোটি রুপি।
সিনেমা বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়াবালানের মতে, সিংহ হতে চাইলেও শেষমেশ বিড়াল হয়েছে ‘লিও’ সিনেমাটি। শুরুতে সম্ভাবনা থাকলেও এর শেষটা হতাশাজনক। তাঁর কথায়, ‘প্রত্যাশা পূরণ করতে পারেনি ‘লিও’।’
মনোবালার মতে, এটি লোকেশের ক্যারিয়ারে সবচেয়ে দুর্বল সিনেমার একটি।
তবে বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ অবশ্য সিনেমাটি বেশ পছন্দ করেছেন। তিনি লিখেছেন, ‘ব্লকবাস্টার’ ও ‘মাস্টারপিস’। এখন দেখার বিষয় সপ্তাহ শেষে কেমন আয় দাঁড়ায় বিজয়ের ‘লিও’র।
উল্লেখ্য, বিশ্বজুড়ে ১৬০ কোটি রুপির অগ্রিম টিকিট বিক্রি হয়েছে এই সিনেমার। এর মধ্যে ৮৭ কোটি রুপি এসেছে ভারতের বাজার থেকে, বাকি ৭২ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছে উত্তর আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে।
‘কাইথি’, ‘মাস্টার’, ‘বিক্রম’-এর মতো আলোচিত সিনেমার নির্মাতা লোকেশ কানাগরাজের সঙ্গে বিজয়ের এটা দ্বিতীয় কাজ। লিও সিনেমায় আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, তৃষা, অর্জুন, গৌতম বাসুদেব মেনন, মনসুর আলি খান, প্রিয়া আনন্দ প্রমুখ।
আগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪ ’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ আনিকা আলম।
১২ ঘণ্টা আগেনয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
১৪ ঘণ্টা আগেকয়েক মাস আগে মুম্বাইয়ের হাজী আলীর দরগা সংস্কারের জন্য প্রায় দেড় কোটি রুপি দান করেছিলেন অক্ষয় কুমার। এবার তিনি এগিয়ে এলেন অযোধ্যার রাম মন্দিরের ১২০০ হনুমানদের সাহায্যে। দিয়েছেন এক কোটি রুপি।
১৫ ঘণ্টা আগেসুড়ঙ্গ হিট হওয়ার পর অনেকেই মনে করেছিলেন, সিনেমার যাত্রাটা দীর্ঘ হবে নিশোর। তমাও নতুন সম্ভাবনার স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু হয়েছে তার উল্টো। সুড়ঙ্গ মুক্তির পর অনেকটা আড়ালেই চলে যান তাঁরা দুজন।
১৬ ঘণ্টা আগে