পারিবারিক আদালতে ধানুশ-ঐশ্বরিয়ার বিচ্ছেদের আবেদন

বিনোদন ডেস্ক
আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ২০: ০২
Thumbnail image

দুই বছর ধরে বিবাহবিচ্ছেদ নিয়ে চলেছে নানা আলোচনা-সমালোচনা। এবার সত্যিই পারিবারিক আদালতে বিচ্ছেদের আবেদন করেছেন দক্ষিণী তারকা ধানুশ ও ঐশ্বরিয়া রজনীকান্ত। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ঐশ্বরিয়া সম্প্রতি পারিবারিক আদালতে বিচ্ছেদের জন্য আবেদন করেছেন। আরও জানা যায় যে পারস্পরিক সমঝোতার মাধ্যমেই তাঁরা বিচ্ছেদে যাচ্ছেন। শিগগির এই মামলার শুনানি হবে।

দুই বছর আগে বিচ্ছেদের ঘোষণা দেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা ধানুশ ও রজনীকান্তের কন্যা ঐশ্বরিয়া। এর পর থেকেই আলাদা থাকছেন তাঁরা।

২০২২ সালে ধানুশ প্রথম এক্সে জানান, ‘১৮ বছর ধরে আমাদের একসঙ্গে থেকেছি। এ সময় বন্ধু হিসেবে, মা-বাবা হিসেবে, এ আমরা সব সময় একে অপরের শুভাকাঙ্ক্ষী হিসেবে পাশে থেকেছি। আমাদের এই সময়ের বোঝাপড়ার ভ্রমণটা দারুণ ছিল। আজ থেকে আমরা এমন এক পথে যাচ্ছি, যেটা আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিচ্ছেদে যাচ্ছি। আমরা বোঝাপড়ার জন্যও সময় নিয়েছি। দয়া করে আমাদের এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন।’

পরবর্তী সময়ে ঐশ্বরিয়াও ইনস্টাগ্রামে একই রকম বার্তা পোস্ট করেন। তিনি সে সময় লেখেন, ‘কোনো ক্যাপশনের প্রয়োজন নেই। একমাত্র আপনাদের বোঝাপড়া ও ভালোবাসার প্রয়োজন অনুভব করছি।’

ধানুশ ও ঐশ্বরিয়া। ছবি: সংগৃহীত২০০৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ধানুশ-ঐশ্বরিয়া। তাঁদের ইয়াত্রা ও লিঙ্গা নামে দুজন পুত্রসন্তান রয়েছে।

উল্লেখ্য, পরিচালক হিসেবে ‘লাল সালাম’ সিনেমা দিয়ে কাজে ফিরছেন ঐশ্বরিয়া। আর ধানুশকে সর্বশেষ দেখা গেছে প্রাইম ভিডিওর ‘ক্যাপ্টেন মিলার’ সিনেমায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত