‘লিও’র ট্রেলার প্রদর্শনী, বিজয়ের ভক্তদের সিনেমা হল ভাঙচুর

বিনোদন ডেস্ক
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১৫: ৪৭
Thumbnail image

দক্ষিণের জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়ের পরবর্তী সিনেমা ‘লিও’র ট্রেলার মুক্তি পেয়েছে গত বৃহস্পতিবার। মুক্তির পরই প্রশংসা কুড়ানোর পাশাপাশি তা রীতিমতো ভাইরাল। এখন পর্যন্ত এটি দেখা হয়েছে ৩ কোটি ৭৫ লাখ বারের বেশিবার।

তবে শুধু ট্রেলার ঝড় তোলেনি, ট্রেলার মুক্তিকে কেন্দ্র করে সিনেমা হল ভেঙে তছনছ করেছে বিজয়ের ভক্তরা। এ ঘটনার বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।

ভিডিওতে দেখা গেছে, সিনেমা হলের সামনে ‘বিজয়’ ধ্বনিতে মুখরিত। অসংখ্য ভক্ত প্রেক্ষাগৃহে প্রবেশের জন্য অপেক্ষা করছে। আরেকটি ভিডিওতে দেখা যায়, প্রেক্ষাগৃহের অধিকাংশ আসন ভেঙে তছনছ করে দিয়েছে। অনেকে ভাঙা সিটের ওপরে দাঁড়িয়ে ভিডিও করছে।

এ বিষয়ে ভারতের বক্স অফিস বিশ্লেষক মনোবালা ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘ট্রেলার প্রদর্শনীর পর রোহিনি হল ভেঙে দিয়েছে বিজয়ভক্তরা।’

চেন্নাইয়ের রোহিনি থিয়েটারে ভাঙচুর করেছে বিজয়ের ভক্তরা। ছবি: সংগৃহীতভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ‘লিও’ সিনেমার ট্রেলারের বিশেষ প্রদর্শনীর আয়োজন করে চেন্নাইয়ের রোহিনি থিয়েটার। বড় পর্দায় ট্রেলার প্রদর্শনীর পর প্রেক্ষাগৃহটি সম্পূর্ণ অগোছালো অবস্থায় পাওয়া যায়। ভেঙে ফেলা হয়েছে হলের সিট। নেটিজেনদের অনেকের অভিযোগ, খুব বাজে আয়োজন ছিল এটি। আয়োজকদের অব্যবস্থাপনার কারণে এমন ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, পরিচালক লোকেশ কনগরাজের ‘লোকেশ সিনেমাটিক ইউনিভার্স’-এর তৃতীয় কিস্তি ‘লিও’। তাই অনেকেই মনে করছেন, ইউনিভার্সের আগের দুই সিনেমা ‘কাইথি’ ও ‘বিক্রম’-এর অনেক চরিত্র ‘লিও’ সিনেমায় দেখা যেতে পারে। ২৭৫ কোটি রুপির বিশাল বাজেটের সিনেমাটিতে বিজয় ছাড়াও অভিনয় করছেন সঞ্জয় দত্ত, প্রিয়া আনন্দ, গৌতম মেনন প্রমুখ। আগামী ১৯ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত