পাইরেসির কবলে থালাপতি বিজয়ের ‘লিও’

বিনোদন ডেস্ক
আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১৬: ১৩
Thumbnail image

গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে দক্ষিণী সিনেমার অন্যতম নায়ক থালাপতি বিজয় অভিনীত সিনেমা ‘লিও’। মুক্তির আগেই সিনেমাটি ভেঙেছে অগ্রিম টিকিট বিক্রির বিভিন্ন রেকর্ড। আর মুক্তির পরও বক্স অফিসে দাপট ধরে রেখেছে সিনেমাটি। মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ১৪৬ কোটি রুপি।

তবে এত কিছুর পরও একটা ধাক্কা খেয়েছে সিনেমাটি। কারণ পাইরেসির কবলে পড়েছে এটি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, মুক্তির চার ঘণ্টা পর থেকেই অনলাইনের বিভিন্ন সাইটে এটির এইচডি সংস্করণ দেখা যাচ্ছে। কেউ কেউ আবার সিনেমা হল থেকে ছবিটি সরাসরি স্ট্রিমিংও করেছেন!

এদিকে সিনেমাসংশ্লিষ্টরা বিভিন্ন সাইট থেকে ভিডিওগুলো নামানোর চেষ্টা করছেন। আর ইতিমধ্যে কিছু সাইটকে তালিকাভুক্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

‘লিও’ সিনেমার দৃশ্যে থালাপতি বিজয়। ছবি: সংগৃহীতএদিকে মুক্তির দ্বিতীয় দিনেই ২০০ কোটি রুপি পেরিয়েছে সিনেমাটির আয়। প্রথম দিনের ১৪৬ কোটি রুপির পর দ্বিতীয় দিনে সিনেমাটি আয় করেছে ৭০ কোটি রুপিরও বেশি। আজ শনিবার ও আগামীকাল সাপ্তাহিক ছুটির সঙ্গে পূজার ছুটি মিলিয়ে সিনেমাটির আয় আরও বেড়ে যাবে বলে মনে করছেন বলিউড বাণিজ্য বিশ্লেষকেরা।

উল্লেখ্য, বিশ্বজুড়ে ১৬০ কোটি রুপির অগ্রিম টিকিট বিক্রি হয়েছে এই সিনেমার। এর মধ্যে ৮৭ কোটি রুপি এসেছে ভারতের বাজার থেকে, বাকি ৭২ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছে উত্তর আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে।

‘কাইথি’, ‘মাস্টার’, ‘বিক্রম’-এর মতো আলোচিত সিনেমার নির্মাতা লোকেশ কানাগরাজের সঙ্গে বিজয়ের এটা দ্বিতীয় কাজ। লিও সিনেমায় আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, তৃষা, অর্জুন, গৌতম বাসুদেব মেনন, মনসুর আলি খান, প্রিয়া আনন্দ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত