বিনোদন ডেস্ক
অভিনেতা ও সংগীতশিল্পী বিজয় অ্যান্টনির ১৬ বছরের কন্যা মীরার আত্মহত্যার ঘটনায় এখনো শোকাহত তামিল ইন্ডাস্ট্রি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে পড়াশোনার চাপ সইতে না-পেরে এই সিদ্ধান্ত নেয় মীরা। তবে এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, ভারতজুড়ে অনেক ছাত্রই পড়াশোনার চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিচ্ছেন। সম্প্রতি চেন্নাইয়ের এক ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে নিজের জীবনের দুর্বল এবং সংবেদনশীল এক মুহূর্তের কথা তুলে ধরলেন দক্ষিণের সুপারস্টার কমল হাসান।
আত্মহত্যার প্রসঙ্গ উঠতেই কমল হাসান নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উদাহরণ হিসাবে তুলে ধরেন। আত্মহত্যার ভাবনা ঘিরে ধরেছিল তরুণ কমল হাসানকেও। তিনি বলেন, ‘আমার বয়স ২০ কী ২১ হবে, তখন আমি অনেকবার আত্মহত্যা করার কথা ভেবেছি। ভেবেছি এই জীবন রেখে কী হবে।’
দক্ষিণী সিনেমার তারকা হলেও কমল হাসানের জনপ্রিয়তা সারা ভারতে। শিশুশিল্পী হিসাবে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন ৬ বছর বয়সী কমল হাসান। এরপর ‘নায়কন’, ‘দশাবতারম’, ‘ইন্ডিয়ান’, তো রয়েছেই, পাশাপাশি, সাম্প্রতিক সময়ে ‘বিক্রম’-এর মতো সিনেমায় দর্শকের নজর কেড়েছেন অভিনেতা। দেখতে দেখতে শোবিজে ৬২ বছর কাটিয়ে ফেলেছেন তিনি। ক্যারিয়ারে তাঁর ঝুলিতে রয়েছে অজস্র সাফল্য। কিন্তু ক্যারিয়ারের শুরুতে এমনটা ছিল না। যৌবনে পা দেওয়ার পর কমল হাসান কাজ দিয়ে সমালোচকদের নজর কাড়লেও দর্শকমহলে নিজের স্থান করে নিতে পারছিলেন না। আর তাতেই অবসাদ ঘিরে ধরেছিল তাঁকে।
তিনি বলেন, ‘আসলে আমার কাজ সেই সময় বাণিজ্যিক ছবির নির্মাতাদের চোখে পড়ছিল না। তখন ভেবেছিলাম আমি মরে গেলে হয়তো এই ইন্ডাস্ট্রি বুঝবে কত বড় প্রতিভাবান শিল্পী হারিয়েছে তাঁরা। তখন আমার গুরু আনানথু বলেছিলেন এ সব চিন্তা বাদ দিয়ে সঠিক সময়ের অপেক্ষা করো।’
পড়ুয়াদের উদ্দেশে কমল হাসানের বার্তা, এই ধরনের নেতিবাচক চিন্তা মাথায় আসলে তাঁরা যেন সঠিক পদক্ষেপ নেয়। সবশেষে তিনি বলেন, ‘মৃত্যু জীবনেরই একটা অংশ। আমি এখন জীবন ও মৃত্যুকে আলাদা করে দেখি না। জীবন অনন্ত নয়, মৃত্যু তো আসবেই। সেটা ডেকে আনার প্রয়োজন নেই’।
কমল হাসানকে আগামীতে দেখা যাবে এস শংকরের ‘ইন্ডিয়ান ২’ এবং নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮’ সিনেমাতে।
অভিনেতা ও সংগীতশিল্পী বিজয় অ্যান্টনির ১৬ বছরের কন্যা মীরার আত্মহত্যার ঘটনায় এখনো শোকাহত তামিল ইন্ডাস্ট্রি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে পড়াশোনার চাপ সইতে না-পেরে এই সিদ্ধান্ত নেয় মীরা। তবে এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, ভারতজুড়ে অনেক ছাত্রই পড়াশোনার চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিচ্ছেন। সম্প্রতি চেন্নাইয়ের এক ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে নিজের জীবনের দুর্বল এবং সংবেদনশীল এক মুহূর্তের কথা তুলে ধরলেন দক্ষিণের সুপারস্টার কমল হাসান।
আত্মহত্যার প্রসঙ্গ উঠতেই কমল হাসান নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উদাহরণ হিসাবে তুলে ধরেন। আত্মহত্যার ভাবনা ঘিরে ধরেছিল তরুণ কমল হাসানকেও। তিনি বলেন, ‘আমার বয়স ২০ কী ২১ হবে, তখন আমি অনেকবার আত্মহত্যা করার কথা ভেবেছি। ভেবেছি এই জীবন রেখে কী হবে।’
দক্ষিণী সিনেমার তারকা হলেও কমল হাসানের জনপ্রিয়তা সারা ভারতে। শিশুশিল্পী হিসাবে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন ৬ বছর বয়সী কমল হাসান। এরপর ‘নায়কন’, ‘দশাবতারম’, ‘ইন্ডিয়ান’, তো রয়েছেই, পাশাপাশি, সাম্প্রতিক সময়ে ‘বিক্রম’-এর মতো সিনেমায় দর্শকের নজর কেড়েছেন অভিনেতা। দেখতে দেখতে শোবিজে ৬২ বছর কাটিয়ে ফেলেছেন তিনি। ক্যারিয়ারে তাঁর ঝুলিতে রয়েছে অজস্র সাফল্য। কিন্তু ক্যারিয়ারের শুরুতে এমনটা ছিল না। যৌবনে পা দেওয়ার পর কমল হাসান কাজ দিয়ে সমালোচকদের নজর কাড়লেও দর্শকমহলে নিজের স্থান করে নিতে পারছিলেন না। আর তাতেই অবসাদ ঘিরে ধরেছিল তাঁকে।
তিনি বলেন, ‘আসলে আমার কাজ সেই সময় বাণিজ্যিক ছবির নির্মাতাদের চোখে পড়ছিল না। তখন ভেবেছিলাম আমি মরে গেলে হয়তো এই ইন্ডাস্ট্রি বুঝবে কত বড় প্রতিভাবান শিল্পী হারিয়েছে তাঁরা। তখন আমার গুরু আনানথু বলেছিলেন এ সব চিন্তা বাদ দিয়ে সঠিক সময়ের অপেক্ষা করো।’
পড়ুয়াদের উদ্দেশে কমল হাসানের বার্তা, এই ধরনের নেতিবাচক চিন্তা মাথায় আসলে তাঁরা যেন সঠিক পদক্ষেপ নেয়। সবশেষে তিনি বলেন, ‘মৃত্যু জীবনেরই একটা অংশ। আমি এখন জীবন ও মৃত্যুকে আলাদা করে দেখি না। জীবন অনন্ত নয়, মৃত্যু তো আসবেই। সেটা ডেকে আনার প্রয়োজন নেই’।
কমল হাসানকে আগামীতে দেখা যাবে এস শংকরের ‘ইন্ডিয়ান ২’ এবং নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮’ সিনেমাতে।
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
৪৩ মিনিট আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
২ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৫ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৭ ঘণ্টা আগে