Ajker Patrika

সুপারস্টার মহেশ বাবুর বাবা মারা গেছেন

বিনোদন ডেস্ক
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ১৩: ৫১
সুপারস্টার মহেশ বাবুর বাবা মারা গেছেন

দুই মাস আগেই মাকে হারিয়েছেন দক্ষিণী অভিনেতা মহেশ বাবু। এবার বাবাকেও হারালেন এই সুপারস্টার। আজ মঙ্গলবার ভোরে মারা গেছেন মহেশ বাবুর বাবা বর্ষীয়ান অভিনেতা গট্টামনানেনি শিব রাম কৃষ্ণামূর্তি। তবে তিনি কৃষ্ণা নামেই সুপরিচিত ছিলেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, হৃদ্‌রোগে আক্রান্ত হলে গতকাল সোমবার হায়দ্রাবাদের কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয় মহেশ বাবুর বাবাকে। অবস্থার অবনতি হলে তাঁকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে রাখা হয়। এরপর মঙ্গলবার ভোর ৪টার দিকে তাঁর মৃত্যু হয় বলে জানান চিকিৎসকেরা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

পাঁচ দশক আগে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেছিলেন কৃষ্ণা। ৩৫০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও পরিচালনাও করেছেন। রাজনীতিতেও সক্রিয় ছিলেন কৃষ্ণা। ১৯৮০ সালে কংগ্রেসের হয়ে নির্বাচনে অংশ নিয়ে এমপি হন। তবে রাজীব গান্ধীর মৃত্যুর পর রাজনীতি থেকে সরে যান তিনি। ২০০৯ সালে ভারত সরকার তাঁকে ‘পদ্মভূষণ’ সম্মাননা দেয়।

বর্ষীয়ান অভিনেতা কৃষ্ণার মৃত্যুতে শোকস্তব্ধ দক্ষিণ ভারতের চলচ্চিত্র অঙ্গন। শোক জানিয়েছেন তারকা ও বিশিষ্টজনেরা।

বাবা কৃষ্ণার সঙ্গে সুপারস্টার মহেশ বাবুগত সেপ্টেম্বরে মা ইন্দিরা দেবীকে হারিয়েছেন মহেশ বাবু। এর আগে জানুয়ারিতে বড় ভাই রমেশকে হারিয়েছেন। এ অবস্থায় অভিনেতার শোক সইবার প্রার্থনার পাশাপাশি গভীর সমবেদনা জানিয়েছেন অনেক তারকা ও ভক্ত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত