বিনোদন ডেস্ক
দক্ষিণ ভারতের জনপ্রিয় নির্মাতা সুকামার পরিচালিত সিনেমা ‘রাঙ্গাস্থালাম’ মুক্তি পায় ২০১৮ সালে। এতে প্রথমবার রাম চরণের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ব্যবসাসফল সিনেমাটির সিক্যুয়েল নিয়ে গত কয়েকদিন নানা গুঞ্জনের খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। সেই গুঞ্জন কি তাহলে সত্যি হতে যাচ্ছে?
আজ সোমবার রাম চরণকে নিয়ে পরিচালক সুকুমারের প্রাথমিক নাম ‘আরসি ১৭’ সিনেমার ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান মিথরি মুভি মেকার্স (এমএমএম)। এরপর থেকেই জল্পনার শুরু, তবে কি ‘রাঙ্গাস্থালাম’ এর সিক্যুয়েল আসতে যাচ্ছে?
রাম চরণ ও সুকুমারের একে অপরকে আলিঙ্গন করার একটি ছবি শেয়ার করে ক্যাপশনে মিথরি মুভি মেকার্স লিখেছে, ‘পৃথিবীকে ছিন্নভিন্ন করে দেওয়ার জন্য তেজি বাহিনী পুনরায় একত্রিত হচ্ছে। গ্লোবাল স্টার রামচরণ ও দ্য ম্যাভেরিক ডিরেক্টর সুকুমার ‘‘আরসি ১৭’’ দিয়ে ভারতীয় সিনেমায় নতুন রং যোগ করতে প্রস্তুত।’
তবে সিনেমাটিতে সামান্থা রুথ প্রভুর অন্তর্ভুক্তির সঙ্গে আর কারা থাকছেন তা জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠান। এক্সে ঘোষণাটি আসার সঙ্গে সঙ্গেই তা হয়ে যায় ভাইরাল। মন্তব্যের ঘরে ভক্তদের শুভকামনায় ভাসছেন রাম চরণ ও সুকুমার। একজন লিখেছেন, ‘চমৎকার কম্বো।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘অল দ্য বেস্ট টিম।’
কয়েক দিন আগেই, অভিনেত্রী জাহ্নবী কাপুরের বিপরীতে নতুন সিনেমা ‘আরসি ১৬’ এর ঘোষণা দিয়েছেন রাম চরণ। সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা বুচি বাবু সানা। সিনেমাটির মাধ্যমে রাস চরণের বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে যা জাহ্নবী কাপুরকে।
এদিকে, মুক্তির অপেক্ষায় আছে এস শংকর পরিচালিত রাম চরণের সিনেমা ‘গেম চেঞ্জার’। সিনেমাটিতে অভিনেতার বিপরীতে দেখা যাবে কিয়ারা আদভানিকে। অভিনেতাকে সবশেষ দেখা গেছে এসএস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমায়, সিনেমাটিতে সহ-অভিনেতা ছিলেন জুনিয়র এনটিআর।
দক্ষিণ ভারতের জনপ্রিয় নির্মাতা সুকামার পরিচালিত সিনেমা ‘রাঙ্গাস্থালাম’ মুক্তি পায় ২০১৮ সালে। এতে প্রথমবার রাম চরণের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ব্যবসাসফল সিনেমাটির সিক্যুয়েল নিয়ে গত কয়েকদিন নানা গুঞ্জনের খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। সেই গুঞ্জন কি তাহলে সত্যি হতে যাচ্ছে?
আজ সোমবার রাম চরণকে নিয়ে পরিচালক সুকুমারের প্রাথমিক নাম ‘আরসি ১৭’ সিনেমার ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান মিথরি মুভি মেকার্স (এমএমএম)। এরপর থেকেই জল্পনার শুরু, তবে কি ‘রাঙ্গাস্থালাম’ এর সিক্যুয়েল আসতে যাচ্ছে?
রাম চরণ ও সুকুমারের একে অপরকে আলিঙ্গন করার একটি ছবি শেয়ার করে ক্যাপশনে মিথরি মুভি মেকার্স লিখেছে, ‘পৃথিবীকে ছিন্নভিন্ন করে দেওয়ার জন্য তেজি বাহিনী পুনরায় একত্রিত হচ্ছে। গ্লোবাল স্টার রামচরণ ও দ্য ম্যাভেরিক ডিরেক্টর সুকুমার ‘‘আরসি ১৭’’ দিয়ে ভারতীয় সিনেমায় নতুন রং যোগ করতে প্রস্তুত।’
তবে সিনেমাটিতে সামান্থা রুথ প্রভুর অন্তর্ভুক্তির সঙ্গে আর কারা থাকছেন তা জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠান। এক্সে ঘোষণাটি আসার সঙ্গে সঙ্গেই তা হয়ে যায় ভাইরাল। মন্তব্যের ঘরে ভক্তদের শুভকামনায় ভাসছেন রাম চরণ ও সুকুমার। একজন লিখেছেন, ‘চমৎকার কম্বো।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘অল দ্য বেস্ট টিম।’
কয়েক দিন আগেই, অভিনেত্রী জাহ্নবী কাপুরের বিপরীতে নতুন সিনেমা ‘আরসি ১৬’ এর ঘোষণা দিয়েছেন রাম চরণ। সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা বুচি বাবু সানা। সিনেমাটির মাধ্যমে রাস চরণের বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে যা জাহ্নবী কাপুরকে।
এদিকে, মুক্তির অপেক্ষায় আছে এস শংকর পরিচালিত রাম চরণের সিনেমা ‘গেম চেঞ্জার’। সিনেমাটিতে অভিনেতার বিপরীতে দেখা যাবে কিয়ারা আদভানিকে। অভিনেতাকে সবশেষ দেখা গেছে এসএস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমায়, সিনেমাটিতে সহ-অভিনেতা ছিলেন জুনিয়র এনটিআর।
শুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৩২ মিনিট আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৩ ঘণ্টা আগেগত মার্চে প্রতিষ্ঠার ৫০ বছর উদ্যাপন উপলক্ষে দুই মাসের সফরে যুক্তরাষ্ট্রে যায় ব্যান্ড সোলস। সেই সফরে ছিলেন না ভোকাল নাসিম আলী খান। সেই সময় গুঞ্জন উঠেছিল, সোলসের সঙ্গে ৪৫ বছরের সম্পর্কের ইতি টানছেন কণ্ঠশিল্পী নাসিম।
৩ ঘণ্টা আগেদীর্ঘ ১৫ বছর বিটিভির কোনো অনুষ্ঠানে উপস্থাপনা করছেন সংগীতশিল্পী আগুন। অনুষ্ঠানের নাম ‘আগুন ঝরা সন্ধ্যা’। এরই মধ্যে দুটি পর্বের শুটিং সম্পন্ন হয়েছে।
১৪ ঘণ্টা আগে