বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রতিবছর জুনের তৃতীয় রোববার পুরো বিশ্বে পালিত হয় ‘বাবা দিবস।’ আর তাই পুরো বিশ্বেই বাবাদের নিয়ে দিনটি বিশেষভাবে উদ্যাপন করেন সন্তানেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে বাবা দিবসে বাবাকে নিয়ে স্মৃতিচারণা করেছেন শোবিজের তারকারা। গত বছরের শেষে বাবা হারানো জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ফেসবুকে তাঁর বাবাকে নিয়ে স্মৃতিচারণা করেছেন। তাঁর মতে, ‘বাবাহীন পৃথিবী যে একজন সন্তানের জন্য কতটা অন্ধকার ও বিবর্ণ, যে সন্তান বাবাকে হারিয়েছে, সেটা কেবল সেই জানে।’
চঞ্চল তাঁর ফেসবুকে লিখেছেন, ‘বাবাহীন পৃথিবী যে একজন সন্তানের জন্য কতটা অন্ধকার, বিবর্ণ… যে সন্তান বাবাকে হারিয়েছে, সেটা কেবল সেই জানে। বাবা দিবস এ বছর থেকে আমার কাছে চোখের নোনা জলে ভেসে যাওয়া সমুদ্র, অকূল পাথার, বাবা ডাকে আর্তনাদ করা সন্তানের হাহাকার।’
চঞ্চল আরও লিখেছেন, ‘সাদা কফিনে মোড়া বাবার বয়ে নেওয়া শরীরটা যখন চিতার আগুনে পোড়ে দাউ দাউ করে, অথবা কবরের অন্ধকারে চিরতরে বাবাকে রেখে আসে কোনো সন্তান, আমৃত্যু দেখা হয় না পিতা আর সন্তানের, তাঁর কাছে বাবা দিবস কতটা বেদনার, সেটা আর কেউ জানে না। ইহলোক বা পরলোকে সকল বাবা শান্তিতে থাকুন… এই প্রার্থনা। সকল বাবার প্রতি শ্রদ্ধা।’
উল্লেখ্য, দুই সপ্তাহ ধরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা থাকার পর গত বছরের ২৭ ডিসেম্বর সন্ধ্যায় মস্তিষ্কে রক্তক্ষরণ মারা যান চঞ্চল চৌধুরীর বাবা রাধাগোবিন্দ চৌধুরী।
প্রতিবছর জুনের তৃতীয় রোববার পুরো বিশ্বে পালিত হয় ‘বাবা দিবস।’ আর তাই পুরো বিশ্বেই বাবাদের নিয়ে দিনটি বিশেষভাবে উদ্যাপন করেন সন্তানেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে বাবা দিবসে বাবাকে নিয়ে স্মৃতিচারণা করেছেন শোবিজের তারকারা। গত বছরের শেষে বাবা হারানো জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ফেসবুকে তাঁর বাবাকে নিয়ে স্মৃতিচারণা করেছেন। তাঁর মতে, ‘বাবাহীন পৃথিবী যে একজন সন্তানের জন্য কতটা অন্ধকার ও বিবর্ণ, যে সন্তান বাবাকে হারিয়েছে, সেটা কেবল সেই জানে।’
চঞ্চল তাঁর ফেসবুকে লিখেছেন, ‘বাবাহীন পৃথিবী যে একজন সন্তানের জন্য কতটা অন্ধকার, বিবর্ণ… যে সন্তান বাবাকে হারিয়েছে, সেটা কেবল সেই জানে। বাবা দিবস এ বছর থেকে আমার কাছে চোখের নোনা জলে ভেসে যাওয়া সমুদ্র, অকূল পাথার, বাবা ডাকে আর্তনাদ করা সন্তানের হাহাকার।’
চঞ্চল আরও লিখেছেন, ‘সাদা কফিনে মোড়া বাবার বয়ে নেওয়া শরীরটা যখন চিতার আগুনে পোড়ে দাউ দাউ করে, অথবা কবরের অন্ধকারে চিরতরে বাবাকে রেখে আসে কোনো সন্তান, আমৃত্যু দেখা হয় না পিতা আর সন্তানের, তাঁর কাছে বাবা দিবস কতটা বেদনার, সেটা আর কেউ জানে না। ইহলোক বা পরলোকে সকল বাবা শান্তিতে থাকুন… এই প্রার্থনা। সকল বাবার প্রতি শ্রদ্ধা।’
উল্লেখ্য, দুই সপ্তাহ ধরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা থাকার পর গত বছরের ২৭ ডিসেম্বর সন্ধ্যায় মস্তিষ্কে রক্তক্ষরণ মারা যান চঞ্চল চৌধুরীর বাবা রাধাগোবিন্দ চৌধুরী।
পল্লিকবি জসীমউদ্দীনের কবিতায় ইমন চৌধুরী তৈরি করলেন গান। কবির ‘হলুদ বরণী’ কবিতা অবলম্বনে তৈরি হয়েছে ‘ফুল নেয়া ভালো নয়’ শিরোনামের গানটি। এই গান দিয়ে শুরু হলো ইমন চৌধুরীর নতুন মিউজিক প্রজেক্ট বেঙ্গল সিম্ফনি।
১৯ মিনিট আগেরোজার ঈদে মুক্তি পাবে আদর আজাদ ও শবনম বুবলী অভিনীত সিনেমা ‘পিনিক’। গত শনিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত পোস্টারে বুবলীকে পাওয়া গেল ভিন্নরূপে।
২৫ মিনিট আগেলাখো তরুণীর হৃদয় ভেঙে বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক দর্শন রাভাল। দীর্ঘদিনের প্রেমিকা ধারাল সুরেলিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। ঘনিষ্ঠজনদের নিয়ে হয় বিয়ের আনুষ্ঠানিকতা।
২ ঘণ্টা আগেএকের পর এক দুর্ঘটনার কবলে বলিউড তারকারা। সাইফ আলী খানের ওপর হামলার ঘটনার রেশ এখনো কাটেনি বলিপাড়ায়। এরই মধ্যে এবার দুর্ঘটনার সম্মুখীন অর্জুন কাপুর। ছাদ ভেঙে গুরুতর জখম হয়েছেন এই অভিনেতা।
৪ ঘণ্টা আগে