বিনোদন ডেস্ক
দক্ষিণের জনপ্রিয় তেলেগু অভিনেতা গৌতম কার্তিক। তাঁর দীর্ঘ নয় বছরের অভিনয় ক্যারিয়ারের ঝুলিতে রয়েছে বহু জনপ্রিয় সিনেমা। অপরদিকে, দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী মনজিমা মোহন। এম. মুথাইবা পরিচালিত তামিল অ্যাকশন-ড্রামা ছবি ‘দেবারতাম’ মুক্তি পায় ২০১৯ সালে। সিনেমাটি বক্স অফিসে সুপারহিট ব্যবসা করেছিল। ছবিটিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন অভিনেতা গৌতম কার্তিক ও মানজিমা মোহন।
সিনেমার পর এবার ব্যক্তিগত জীবনেও জুড়ে গেলেন দক্ষিণের এই জুটি। আজ সোমবার চেন্নাইতে সাত পাকে বাঁধা পড়েছেন গৌতম ও মানজিমা।
তিন বছর ধরেই তাঁদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। গত অক্টোবরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন তাঁরা।
আজ ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করেছেন দুই তারকা। গৌতম ও মানজিমার ঘনিষ্ঠ বন্ধু, পরিবারের সদস্যদের উপস্থিতিতে ছোট পরিসরে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিয়েতে আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক মণিরত্নম, গৌতম মেনন, অভিনেতা বিক্রম প্রভু, আরকে সুরেশ, শিবকুমার, ঐশ্বরিয়া রজনীকান্ত প্রমুখ।
গৌতম দক্ষিণের জনপ্রিয় অভিনেতা কার্তিকের ছেলে। মণিরত্নমের ‘কাদাল’ দিয়ে সিনেমায় অভিষেক হয় তাঁর।
মানজিমা শিশুশিল্পী হিসেবে মালয়লাম সিনেমা দিয়ে কাজ শুরু করেন। এরপর ২০১৫ সালে ‘অরু ভাদাক্কান সেলফি’ সিনেমায় নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করেন। মালয়লাম, তামিল ছাড়াও তেলেগু ছবিতে দেখা গেছে তাঁকে।
গত ১১ ফেব্রুয়ারি মনজিমা অভিনীত সিনেমা ‘এফআইআর’ মুক্তি পায়। বর্তমানে তিনি কাজ করছেন তেলেগু ভাষার সিনেমা ‘অক্টোবর ৩১ লেডিস নাইট’-এ।
অন্যদিকে কার্তিক অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ইয়াতা সাতাম’। অ্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমা গত ১১ মার্চ মুক্তি পেয়েছে। বর্তমানে তিনি কাজ করছেন ‘১৬ আগস্ট ১৯৪৭’ শিরোনামের একটি সিনেমায়।
দক্ষিণের জনপ্রিয় তেলেগু অভিনেতা গৌতম কার্তিক। তাঁর দীর্ঘ নয় বছরের অভিনয় ক্যারিয়ারের ঝুলিতে রয়েছে বহু জনপ্রিয় সিনেমা। অপরদিকে, দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী মনজিমা মোহন। এম. মুথাইবা পরিচালিত তামিল অ্যাকশন-ড্রামা ছবি ‘দেবারতাম’ মুক্তি পায় ২০১৯ সালে। সিনেমাটি বক্স অফিসে সুপারহিট ব্যবসা করেছিল। ছবিটিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন অভিনেতা গৌতম কার্তিক ও মানজিমা মোহন।
সিনেমার পর এবার ব্যক্তিগত জীবনেও জুড়ে গেলেন দক্ষিণের এই জুটি। আজ সোমবার চেন্নাইতে সাত পাকে বাঁধা পড়েছেন গৌতম ও মানজিমা।
তিন বছর ধরেই তাঁদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। গত অক্টোবরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন তাঁরা।
আজ ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করেছেন দুই তারকা। গৌতম ও মানজিমার ঘনিষ্ঠ বন্ধু, পরিবারের সদস্যদের উপস্থিতিতে ছোট পরিসরে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিয়েতে আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক মণিরত্নম, গৌতম মেনন, অভিনেতা বিক্রম প্রভু, আরকে সুরেশ, শিবকুমার, ঐশ্বরিয়া রজনীকান্ত প্রমুখ।
গৌতম দক্ষিণের জনপ্রিয় অভিনেতা কার্তিকের ছেলে। মণিরত্নমের ‘কাদাল’ দিয়ে সিনেমায় অভিষেক হয় তাঁর।
মানজিমা শিশুশিল্পী হিসেবে মালয়লাম সিনেমা দিয়ে কাজ শুরু করেন। এরপর ২০১৫ সালে ‘অরু ভাদাক্কান সেলফি’ সিনেমায় নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করেন। মালয়লাম, তামিল ছাড়াও তেলেগু ছবিতে দেখা গেছে তাঁকে।
গত ১১ ফেব্রুয়ারি মনজিমা অভিনীত সিনেমা ‘এফআইআর’ মুক্তি পায়। বর্তমানে তিনি কাজ করছেন তেলেগু ভাষার সিনেমা ‘অক্টোবর ৩১ লেডিস নাইট’-এ।
অন্যদিকে কার্তিক অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ইয়াতা সাতাম’। অ্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমা গত ১১ মার্চ মুক্তি পেয়েছে। বর্তমানে তিনি কাজ করছেন ‘১৬ আগস্ট ১৯৪৭’ শিরোনামের একটি সিনেমায়।
আগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪ ’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ আনিকা আলম।
১২ ঘণ্টা আগেনয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
১৪ ঘণ্টা আগেকয়েক মাস আগে মুম্বাইয়ের হাজী আলীর দরগা সংস্কারের জন্য প্রায় দেড় কোটি রুপি দান করেছিলেন অক্ষয় কুমার। এবার তিনি এগিয়ে এলেন অযোধ্যার রাম মন্দিরের ১২০০ হনুমানদের সাহায্যে। দিয়েছেন এক কোটি রুপি।
১৫ ঘণ্টা আগেসুড়ঙ্গ হিট হওয়ার পর অনেকেই মনে করেছিলেন, সিনেমার যাত্রাটা দীর্ঘ হবে নিশোর। তমাও নতুন সম্ভাবনার স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু হয়েছে তার উল্টো। সুড়ঙ্গ মুক্তির পর অনেকটা আড়ালেই চলে যান তাঁরা দুজন।
১৬ ঘণ্টা আগে