বিনোদন ডেস্ক
দক্ষিণের জনপ্রিয় তেলেগু অভিনেতা গৌতম কার্তিক। তাঁর দীর্ঘ নয় বছরের অভিনয় ক্যারিয়ারের ঝুলিতে রয়েছে বহু জনপ্রিয় সিনেমা। অপরদিকে, দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী মনজিমা মোহন। এম. মুথাইবা পরিচালিত তামিল অ্যাকশন-ড্রামা ছবি ‘দেবারতাম’ মুক্তি পায় ২০১৯ সালে। সিনেমাটি বক্স অফিসে সুপারহিট ব্যবসা করেছিল। ছবিটিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন অভিনেতা গৌতম কার্তিক ও মানজিমা মোহন।
সিনেমার পর এবার ব্যক্তিগত জীবনেও জুড়ে গেলেন দক্ষিণের এই জুটি। আজ সোমবার চেন্নাইতে সাত পাকে বাঁধা পড়েছেন গৌতম ও মানজিমা।
তিন বছর ধরেই তাঁদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। গত অক্টোবরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন তাঁরা।
আজ ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করেছেন দুই তারকা। গৌতম ও মানজিমার ঘনিষ্ঠ বন্ধু, পরিবারের সদস্যদের উপস্থিতিতে ছোট পরিসরে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিয়েতে আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক মণিরত্নম, গৌতম মেনন, অভিনেতা বিক্রম প্রভু, আরকে সুরেশ, শিবকুমার, ঐশ্বরিয়া রজনীকান্ত প্রমুখ।
গৌতম দক্ষিণের জনপ্রিয় অভিনেতা কার্তিকের ছেলে। মণিরত্নমের ‘কাদাল’ দিয়ে সিনেমায় অভিষেক হয় তাঁর।
মানজিমা শিশুশিল্পী হিসেবে মালয়লাম সিনেমা দিয়ে কাজ শুরু করেন। এরপর ২০১৫ সালে ‘অরু ভাদাক্কান সেলফি’ সিনেমায় নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করেন। মালয়লাম, তামিল ছাড়াও তেলেগু ছবিতে দেখা গেছে তাঁকে।
গত ১১ ফেব্রুয়ারি মনজিমা অভিনীত সিনেমা ‘এফআইআর’ মুক্তি পায়। বর্তমানে তিনি কাজ করছেন তেলেগু ভাষার সিনেমা ‘অক্টোবর ৩১ লেডিস নাইট’-এ।
অন্যদিকে কার্তিক অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ইয়াতা সাতাম’। অ্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমা গত ১১ মার্চ মুক্তি পেয়েছে। বর্তমানে তিনি কাজ করছেন ‘১৬ আগস্ট ১৯৪৭’ শিরোনামের একটি সিনেমায়।
দক্ষিণের জনপ্রিয় তেলেগু অভিনেতা গৌতম কার্তিক। তাঁর দীর্ঘ নয় বছরের অভিনয় ক্যারিয়ারের ঝুলিতে রয়েছে বহু জনপ্রিয় সিনেমা। অপরদিকে, দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী মনজিমা মোহন। এম. মুথাইবা পরিচালিত তামিল অ্যাকশন-ড্রামা ছবি ‘দেবারতাম’ মুক্তি পায় ২০১৯ সালে। সিনেমাটি বক্স অফিসে সুপারহিট ব্যবসা করেছিল। ছবিটিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন অভিনেতা গৌতম কার্তিক ও মানজিমা মোহন।
সিনেমার পর এবার ব্যক্তিগত জীবনেও জুড়ে গেলেন দক্ষিণের এই জুটি। আজ সোমবার চেন্নাইতে সাত পাকে বাঁধা পড়েছেন গৌতম ও মানজিমা।
তিন বছর ধরেই তাঁদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। গত অক্টোবরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন তাঁরা।
আজ ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করেছেন দুই তারকা। গৌতম ও মানজিমার ঘনিষ্ঠ বন্ধু, পরিবারের সদস্যদের উপস্থিতিতে ছোট পরিসরে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিয়েতে আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক মণিরত্নম, গৌতম মেনন, অভিনেতা বিক্রম প্রভু, আরকে সুরেশ, শিবকুমার, ঐশ্বরিয়া রজনীকান্ত প্রমুখ।
গৌতম দক্ষিণের জনপ্রিয় অভিনেতা কার্তিকের ছেলে। মণিরত্নমের ‘কাদাল’ দিয়ে সিনেমায় অভিষেক হয় তাঁর।
মানজিমা শিশুশিল্পী হিসেবে মালয়লাম সিনেমা দিয়ে কাজ শুরু করেন। এরপর ২০১৫ সালে ‘অরু ভাদাক্কান সেলফি’ সিনেমায় নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করেন। মালয়লাম, তামিল ছাড়াও তেলেগু ছবিতে দেখা গেছে তাঁকে।
গত ১১ ফেব্রুয়ারি মনজিমা অভিনীত সিনেমা ‘এফআইআর’ মুক্তি পায়। বর্তমানে তিনি কাজ করছেন তেলেগু ভাষার সিনেমা ‘অক্টোবর ৩১ লেডিস নাইট’-এ।
অন্যদিকে কার্তিক অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ইয়াতা সাতাম’। অ্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমা গত ১১ মার্চ মুক্তি পেয়েছে। বর্তমানে তিনি কাজ করছেন ‘১৬ আগস্ট ১৯৪৭’ শিরোনামের একটি সিনেমায়।
মেয়ের বিষয়ে একই পথে হাঁটলেন আলিয়া ভাট। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছোট্ট মেয়ের রাহার সব ছবি সরিয়ে ফেলেছেন এ অভিনেত্রী। এ নিয়ে ভক্তদের মনে উদ্রেক ঘটেছে আফসোস, হতাশার! আবার এ সিদ্ধান্তকে সাধুবাদও জানিয়েছেন অনেকেই। সব মিলিয়ে এ নিয়ে সরগরম নেটপাড়া। তবে এ বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু বলেননি...
১২ ঘণ্টা আগেবিশ্বের সর্বোচ্চ আয়কারী অভিনেতা-অভিনেত্রীদের তালিকা প্রকাশ করেছে প্রখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস। আর ২০২৪ সালের জন্য প্রকাশিত এই তালিকায় ডোয়াইন জনসন চার বছর পর আবারও শীর্ষে ফিরেছেন। গত বছরে তিনি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে রায়ান রেনল্ডস ও জেরি সাইনফেল্ডের মতো তারকাদের পেছনে ফেলে শীর্ষ স্থান দখল...
১৪ ঘণ্টা আগেভারতের জনপ্রিয় সংগীত শিল্পী শ্রেয়া ঘোষালের এক্স হ্যান্ডেল (টুইটার) হ্যাক হয়েছে। বিগত ১৬ দিন ধরে তাঁর অ্যাকাউন্ট সাইবার হ্যাকারদের কবলে রয়েছে। বারবার চেষ্টার পরও এক্স হ্যান্ডেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি। অবশেষে ভক্তদের জন্য সতর্কবার্তা দিয়েছেন এ কণ্ঠশিল্পী। তাঁর এক্স হ্যান্ডেল...
১৬ ঘণ্টা আগেঅভিনেতা নিলয় আলমগীরের পশুপ্রেমের কথা তাঁর কাছের মানুষ কমবেশি সবাই জানেন। মাঝেমধ্যেই তিনি পথপশুদের জন্য খাবারের ব্যবস্থা করেন। কয়েক দিন আগেও সেন্ট মার্টিনের কুকুরগুলোর জন্য খাবার সংগ্রহের উদ্যোগ নিয়েছিলেন নিলয়। কারণ ওই সময়টায় দ্বীপটিতে পর্যটকদের প্রবেশ বন্ধ ছিল। এবার নাটকেও দেখা মিলবে নিলয়ের...
১৮ ঘণ্টা আগে