বিনোদন ডেস্ক
ঘোষণা এসেছে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের ৬৮ তম সিনেমার। ভেঙ্কট প্রভু পরিচালিত এবং অর্চনা কালপাথি প্রযোজিত সিনেমাটির নাম ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’। সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে আসার পরই প্রশংসা কুড়াচ্ছে ভক্তদের।
ফার্স্ট লুকের পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে প্রযোজক অর্চনা কালপাথি লিখেছেন, ‘আমাদের থালাপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ।’
ফার্স্ট লুকের পোস্টারটি দেখে ধারণা করা যাচ্ছে, এতে থালাপতি বিজয়কে দ্বৈত ভূমিকায় দেখা যাবে। পোস্টারে দুজনকেই ইউনিফর্মে দেখা গেছে, এর সঙ্গে পোস্টারে একটি ফাইটার প্লেনও রয়েছে। পোস্টারটিতে একটি ট্যাগলাইনও রয়েছে যাতে লেখা রয়েছে, ‘আলো অন্ধকারকে গ্রাস করতে পারে কিন্তু অন্ধকার আলোকে গ্রাস করতে পারে না।’
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, থালাপতি বিজয় বর্তমানে ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ শুটিংয়ে আছেন। প্রথম শিডিউলের অনেক গুরুত্বপূর্ণ সিকোয়েন্সের শুটিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে ব্যাংককে।
সিনেমাটিতে থালাপতি বিজয় ছাড়াও আরও অভিনয় করেছেন—মাইক মোহন, প্রশান্ত, প্রভু দেবা, স্নেহা, লায়লা, জয়রাম, মীনাক্ষী চৌধুরী এবং যোগী বাবুকে দেখা যাবে।
উল্লেখ্য, বিজয়কে সর্বশেষ দেখা গেছে লোকেশ কানাগরাজ পরিচালিত ‘লিও’তে। এটি গত বছর দক্ষিণের সর্বাধিক আয় করা সিনেমা। বিশ্বব্যাপী ৬২৩ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি।
ঘোষণা এসেছে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের ৬৮ তম সিনেমার। ভেঙ্কট প্রভু পরিচালিত এবং অর্চনা কালপাথি প্রযোজিত সিনেমাটির নাম ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’। সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে আসার পরই প্রশংসা কুড়াচ্ছে ভক্তদের।
ফার্স্ট লুকের পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে প্রযোজক অর্চনা কালপাথি লিখেছেন, ‘আমাদের থালাপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ।’
ফার্স্ট লুকের পোস্টারটি দেখে ধারণা করা যাচ্ছে, এতে থালাপতি বিজয়কে দ্বৈত ভূমিকায় দেখা যাবে। পোস্টারে দুজনকেই ইউনিফর্মে দেখা গেছে, এর সঙ্গে পোস্টারে একটি ফাইটার প্লেনও রয়েছে। পোস্টারটিতে একটি ট্যাগলাইনও রয়েছে যাতে লেখা রয়েছে, ‘আলো অন্ধকারকে গ্রাস করতে পারে কিন্তু অন্ধকার আলোকে গ্রাস করতে পারে না।’
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, থালাপতি বিজয় বর্তমানে ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ শুটিংয়ে আছেন। প্রথম শিডিউলের অনেক গুরুত্বপূর্ণ সিকোয়েন্সের শুটিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে ব্যাংককে।
সিনেমাটিতে থালাপতি বিজয় ছাড়াও আরও অভিনয় করেছেন—মাইক মোহন, প্রশান্ত, প্রভু দেবা, স্নেহা, লায়লা, জয়রাম, মীনাক্ষী চৌধুরী এবং যোগী বাবুকে দেখা যাবে।
উল্লেখ্য, বিজয়কে সর্বশেষ দেখা গেছে লোকেশ কানাগরাজ পরিচালিত ‘লিও’তে। এটি গত বছর দক্ষিণের সর্বাধিক আয় করা সিনেমা। বিশ্বব্যাপী ৬২৩ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি।
আগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪ ’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ আনিকা আলম।
১০ ঘণ্টা আগেনয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
১২ ঘণ্টা আগেকয়েক মাস আগে মুম্বাইয়ের হাজী আলীর দরগা সংস্কারের জন্য প্রায় দেড় কোটি রুপি দান করেছিলেন অক্ষয় কুমার। এবার তিনি এগিয়ে এলেন অযোধ্যার রাম মন্দিরের ১২০০ হনুমানদের সাহায্যে। দিয়েছেন এক কোটি রুপি।
১৪ ঘণ্টা আগেসুড়ঙ্গ হিট হওয়ার পর অনেকেই মনে করেছিলেন, সিনেমার যাত্রাটা দীর্ঘ হবে নিশোর। তমাও নতুন সম্ভাবনার স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু হয়েছে তার উল্টো। সুড়ঙ্গ মুক্তির পর অনেকটা আড়ালেই চলে যান তাঁরা দুজন।
১৪ ঘণ্টা আগে