বিনোদন ডেস্ক
ঘোষণা এসেছে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের ৬৮ তম সিনেমার। ভেঙ্কট প্রভু পরিচালিত এবং অর্চনা কালপাথি প্রযোজিত সিনেমাটির নাম ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’। সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে আসার পরই প্রশংসা কুড়াচ্ছে ভক্তদের।
ফার্স্ট লুকের পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে প্রযোজক অর্চনা কালপাথি লিখেছেন, ‘আমাদের থালাপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ।’
ফার্স্ট লুকের পোস্টারটি দেখে ধারণা করা যাচ্ছে, এতে থালাপতি বিজয়কে দ্বৈত ভূমিকায় দেখা যাবে। পোস্টারে দুজনকেই ইউনিফর্মে দেখা গেছে, এর সঙ্গে পোস্টারে একটি ফাইটার প্লেনও রয়েছে। পোস্টারটিতে একটি ট্যাগলাইনও রয়েছে যাতে লেখা রয়েছে, ‘আলো অন্ধকারকে গ্রাস করতে পারে কিন্তু অন্ধকার আলোকে গ্রাস করতে পারে না।’
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, থালাপতি বিজয় বর্তমানে ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ শুটিংয়ে আছেন। প্রথম শিডিউলের অনেক গুরুত্বপূর্ণ সিকোয়েন্সের শুটিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে ব্যাংককে।
সিনেমাটিতে থালাপতি বিজয় ছাড়াও আরও অভিনয় করেছেন—মাইক মোহন, প্রশান্ত, প্রভু দেবা, স্নেহা, লায়লা, জয়রাম, মীনাক্ষী চৌধুরী এবং যোগী বাবুকে দেখা যাবে।
উল্লেখ্য, বিজয়কে সর্বশেষ দেখা গেছে লোকেশ কানাগরাজ পরিচালিত ‘লিও’তে। এটি গত বছর দক্ষিণের সর্বাধিক আয় করা সিনেমা। বিশ্বব্যাপী ৬২৩ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি।
ঘোষণা এসেছে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের ৬৮ তম সিনেমার। ভেঙ্কট প্রভু পরিচালিত এবং অর্চনা কালপাথি প্রযোজিত সিনেমাটির নাম ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’। সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে আসার পরই প্রশংসা কুড়াচ্ছে ভক্তদের।
ফার্স্ট লুকের পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে প্রযোজক অর্চনা কালপাথি লিখেছেন, ‘আমাদের থালাপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ।’
ফার্স্ট লুকের পোস্টারটি দেখে ধারণা করা যাচ্ছে, এতে থালাপতি বিজয়কে দ্বৈত ভূমিকায় দেখা যাবে। পোস্টারে দুজনকেই ইউনিফর্মে দেখা গেছে, এর সঙ্গে পোস্টারে একটি ফাইটার প্লেনও রয়েছে। পোস্টারটিতে একটি ট্যাগলাইনও রয়েছে যাতে লেখা রয়েছে, ‘আলো অন্ধকারকে গ্রাস করতে পারে কিন্তু অন্ধকার আলোকে গ্রাস করতে পারে না।’
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, থালাপতি বিজয় বর্তমানে ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ শুটিংয়ে আছেন। প্রথম শিডিউলের অনেক গুরুত্বপূর্ণ সিকোয়েন্সের শুটিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে ব্যাংককে।
সিনেমাটিতে থালাপতি বিজয় ছাড়াও আরও অভিনয় করেছেন—মাইক মোহন, প্রশান্ত, প্রভু দেবা, স্নেহা, লায়লা, জয়রাম, মীনাক্ষী চৌধুরী এবং যোগী বাবুকে দেখা যাবে।
উল্লেখ্য, বিজয়কে সর্বশেষ দেখা গেছে লোকেশ কানাগরাজ পরিচালিত ‘লিও’তে। এটি গত বছর দক্ষিণের সর্বাধিক আয় করা সিনেমা। বিশ্বব্যাপী ৬২৩ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি।
ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
১ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৫ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৭ ঘণ্টা আগেগত মার্চে প্রতিষ্ঠার ৫০ বছর উদ্যাপন উপলক্ষে দুই মাসের সফরে যুক্তরাষ্ট্রে যায় ব্যান্ড সোলস। সেই সফরে ছিলেন না ভোকাল নাসিম আলী খান। সেই সময় গুঞ্জন উঠেছিল, সোলসের সঙ্গে ৪৫ বছরের সম্পর্কের ইতি টানছেন কণ্ঠশিল্পী নাসিম।
৭ ঘণ্টা আগে