বক্স অফিস মাতালেন ঐশ্বরিয়া, প্রথম দিনেই আয় ৩৮ কোটি

বিনোদন ডেস্ক
Thumbnail image

গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে পরিচালক মণি রত্নমের সিনেমা ‘পন্নিয়িন সেলভান ২ ’। প্রথম দিনেই বক্স অফিসের নিয়ন্ত্রণ নিয়েছে সিনেমাটি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে ঐশ্বরিয়া রাই অভিনীত সিনেমাটির প্রথম দিনের আয় ৩৮ কোটি রুপিরও বেশি।

প্রতিবেদন অনুসারে, সিনেমাটি নিজ রাজ্য তামিলনাড়ুতে ২৫ কোটি রুপি কোটি সংগ্রহ করেছে। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায়, সিনেমাটি সংগ্রহ করেছে ৪ কোটি রুপির কাছাকাছি। এ ছাড়া কর্ণাটকে সিনেমাটির আয় প্রায় ৫ কোটি রুপি।

বিশ্ব জুড়ে দারুণ ব্যবসা করেছিল ‘পন্নিয়িন সেলভান ১ ’। বিশ্বব্যাপী ৫০০ কোটি টাকারও বেশি আয় করেছিল ছবিটি। যার মধ্যে শুধু ভারতেই এর আয় ছিল ৩২৭ কোটি রুপি। ‘পন্নিয়িন সেলভান ১ ’-এর রেকর্ড ভেঙে ফেলতে পারে ‘পন্নিয়িন সেলভান ২ ’, এমনটাই ধারণা চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকদের।

‘পন্নিয়িন সেলভান ২’ সিনেমার দৃশ্যে ঐশ্বরিয়া রাই‘পন্নিয়িন সেলভান ২’ ছবির মূল গল্প দক্ষিণ ভারতের ইতিহাস ঘিরে। ছবির গল্প দশম শতাব্দীতে চোল সাম্রাজ্যের একটি উত্তাল সময়ের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে, যখন শাসক পরিবারে ক্ষমতার লড়াইয়ের ফলে সম্রাটের সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে হিংসাত্মক ভাঙন দেখা দেয়। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন–বিক্রম, কার্থি, তৃষা কৃষ্ণণ ও আরও অনেকে।

পরিচালক মণিরত্নমের সঙ্গে ঐশ্বরিয়ার পঞ্চম সিনেমা এটি। এর আগে ১৯৯৭ সালে ‘ইরুভর’, ২০০৭ সালে ‘গুরু’, ২০১০ সালে ‘রাবণ’ ও ২০২০ সালে ‘পন্নিয়িন সেলভান’ সিনেমায় তাঁরা একসঙ্গে কাজ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত