Ajker Patrika

প্রতিবন্ধী ভক্তকে ধাক্কা দেওয়ার ঘটনায় ক্ষমা চাইলেন নাগার্জুন

বিনোদন ডেস্ক
আপডেট : ২৪ জুন ২০২৪, ১৫: ৪৯
প্রতিবন্ধী ভক্তকে ধাক্কা দেওয়ার ঘটনায় ক্ষমা চাইলেন নাগার্জুন

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দক্ষিণ ভারতের সুপারস্টার নাগার্জুনের একটি ভিডিও, যাতে বিতর্কের মুখে পড়েছেন তিনি। ভিডিওটি প্রকাশ্যে আসতেই রীতিমতো সমালোচিত হচ্ছেন এই তারকা। এর জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। কিন্তু ভিডিওতে কি এমন ছিল? কেনই বা ক্ষমা চাইলেন তিনি।

এক্স হ্যান্ডেলে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, বিমানবন্দরে একটি ক্যাফের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন নাগার্জুন। আর তখনই অভিনেতার কাছাকাছি আসার চেষ্টা করেন সেই ক্যাফের এক কর্মী। যিনি বিশেষভাবে অক্ষম (প্রতিবন্ধী)। ঠিক তখনই নাগার্জুনের দেহরক্ষী তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। এর ফলে সেই লোকটি হোঁচট খেয়ে পড়ে যায়। কিন্তু সেই সময় নাগার্জুন এই ঘটনায় কোন প্রতিক্রিয়া না দিয়ে হাঁটতে থাকেন।

নাগার্জুনের সঙ্গে সেসময় অভিনেতা ধানুশও ছিলেন। ধানুশ কয়েকবার পেছনে ফিরে তাকান। তবে তিনিও শেষমেশ হেঁটেই চলে যান। যা ভাইরাল হতেই ক্ষোভ উগরে দেন নেটিজেনরা।

ভিডিওটি শেয়ার করে এর ক্যাপশনে এক নেটিজেন লেখেন, ‘নাগার্জুন আপনার মতো একজন তারকার কাছে এমনটা আশা করিনি।’ আরেকজন লিখেছেন, ‘এটা হৃদয়বিদারক। ওই কর্মীর সঙ্গে এমন ব্যবহার করা উচিত হয়নি।’

ঘটনাটির জন্য ক্ষমা চেয়েছেন নাগার্জুন। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘মাত্রই এটা আমার নজরে এসেছে, এটা একদম উচিত হয়নি। আমি ভদ্রলোকের কাছে ক্ষমা চাইছি এবং ভবিষ্যতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করব, যেন এই ধরনের ঘটনা আর না হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত