বিনোদন ডেস্ক
দক্ষিণের চলচ্চিত্র অভিনেতা নন্দমুরি তারকা রত্ন মারা গেছেন। হাসপাতালে দীর্ঘ ২৩ দিনের লড়াই শেষে মাত্র ৩৯ বছর বয়সে মারা যান এই অভিনেতা। গতকাল শনিবার শেষরাতে মারা যান তিনি।
গত মাসে অন্ধ্রপ্রদেশের চত্বর জেলায় একটি পদযাত্রায় অংশ নিয়েছিলেন নন্দমুরি তারকা রত্ন। ২৭ জানুয়ারির এই পদযাত্রায় হাঁটার সময় হৃদ্রোগে আক্রান্ত হন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে কুপ্পমের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে অভিনেতাকে নিয়ে যাওয়া হয়েছিল বেঙ্গালুরুর নারায়না হাসপাতালে। সেখানেই দীর্ঘ ২৩ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন নন্দমুরি তারকা। বেঙ্গালুরুর হাসপাতালে ভর্তি থাকাকালীন অভিনেতার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। কোমায় চলে গিয়েছিলেন তিনি। রাখা হয়েছিল ভেন্টিলেশনের সাপোর্টে।
তেলেগু অভিনেতার প্রয়াণে শোকাহত গোটা দক্ষিণ ইন্ডাস্ট্রি। চিরঞ্জীবী, মহেশ বাবু, আল্লু অর্জুনসহ একাধিক তারকা শোক প্রকাশ করে টুইট করেছেন।
আল্লু অর্জুন টুইটে শোক জানিয়ে লেখেন, ‘তাঁর মৃত্যুর সংবাদ জানতে পেরে আমি শোকাহত। খুব তাড়াতাড়ি চলে গেলেন। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও ভক্তদের প্রতি আমার গভীর সমবেদনা।’
তারকা রত্ন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা এবং অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত এন টি রামা রাওয়ের নাতি এবং টলিউডের বিখ্যাত সিনেমাটোগ্রাফার নন্দামুরী মোহন কৃষ্ণের পুত্র ছিলেন। এ ছাড়া তিনি এনটি রামা রাও ও টলিউড সুপারস্টার নন্দমুরি বালাকৃষ্ণের ভাগনে। এ কোদান্দারামি রেড্ডির পরিচালনায় ২০০২ সালে ‘ওকাতো নম্বর কুরাডু’ দিয়ে চলচ্চিত্রে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন রত্ন। সর্বশেষ তাঁকে দেখা গেছে গত বছরের ‘সারধি’ এবং ‘এস ৫ নো এক্সিট’ ছবিতে।
দক্ষিণের চলচ্চিত্র অভিনেতা নন্দমুরি তারকা রত্ন মারা গেছেন। হাসপাতালে দীর্ঘ ২৩ দিনের লড়াই শেষে মাত্র ৩৯ বছর বয়সে মারা যান এই অভিনেতা। গতকাল শনিবার শেষরাতে মারা যান তিনি।
গত মাসে অন্ধ্রপ্রদেশের চত্বর জেলায় একটি পদযাত্রায় অংশ নিয়েছিলেন নন্দমুরি তারকা রত্ন। ২৭ জানুয়ারির এই পদযাত্রায় হাঁটার সময় হৃদ্রোগে আক্রান্ত হন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে কুপ্পমের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে অভিনেতাকে নিয়ে যাওয়া হয়েছিল বেঙ্গালুরুর নারায়না হাসপাতালে। সেখানেই দীর্ঘ ২৩ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন নন্দমুরি তারকা। বেঙ্গালুরুর হাসপাতালে ভর্তি থাকাকালীন অভিনেতার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। কোমায় চলে গিয়েছিলেন তিনি। রাখা হয়েছিল ভেন্টিলেশনের সাপোর্টে।
তেলেগু অভিনেতার প্রয়াণে শোকাহত গোটা দক্ষিণ ইন্ডাস্ট্রি। চিরঞ্জীবী, মহেশ বাবু, আল্লু অর্জুনসহ একাধিক তারকা শোক প্রকাশ করে টুইট করেছেন।
আল্লু অর্জুন টুইটে শোক জানিয়ে লেখেন, ‘তাঁর মৃত্যুর সংবাদ জানতে পেরে আমি শোকাহত। খুব তাড়াতাড়ি চলে গেলেন। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও ভক্তদের প্রতি আমার গভীর সমবেদনা।’
তারকা রত্ন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা এবং অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত এন টি রামা রাওয়ের নাতি এবং টলিউডের বিখ্যাত সিনেমাটোগ্রাফার নন্দামুরী মোহন কৃষ্ণের পুত্র ছিলেন। এ ছাড়া তিনি এনটি রামা রাও ও টলিউড সুপারস্টার নন্দমুরি বালাকৃষ্ণের ভাগনে। এ কোদান্দারামি রেড্ডির পরিচালনায় ২০০২ সালে ‘ওকাতো নম্বর কুরাডু’ দিয়ে চলচ্চিত্রে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন রত্ন। সর্বশেষ তাঁকে দেখা গেছে গত বছরের ‘সারধি’ এবং ‘এস ৫ নো এক্সিট’ ছবিতে।
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
১ ঘণ্টা আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
২ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৫ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৮ ঘণ্টা আগে